অধ্যায়-১১ : বল এবং সরল যন্ত্র, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
![অধ্যায়-১১ : বল এবং সরল যন্ত্র, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান [নতুন তথ্য]](https://i0.wp.com/myarfan.com/wp-content/uploads/2023/03/%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B7%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8.png?resize=800%2C500&ssl=1)
অধ্যায়-১১ : বল এবং সরল যন্ত্র, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
প্রশ্ন-১. দ্বিতীয় শ্রেণির লিভার কোনটি?
উত্তর : যাঁতি।
প্রশ্ন-২. হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?
উত্তর : দৈর্ঘ্য বাড়িয়ে।
প্রশ্ন-৩. মানবদেহ কোন নীতি অনুসরণ করে কাজ করে?
উত্তর : মানবদেহ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে।
প্রশ্ন-৪. লিভার যন্ত্রকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
উত্তর : তিন।
প্রশ্ন-৫. ভারবাহু কাকে বলে?
উত্তর : ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্বকে ভারবাহু বলে।
প্রশ্ন-৬. হেলানো তল কি?
উত্তর : হেলানো তল একটি সরল যন্ত্র। হেলানো তলের সাহায্যে কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উপরে তোলা যায়।
প্রশ্ন-৭. ফালক্রাম কাকে বলে?
উত্তর : লিভারে যে শক্ত দণ্ড কোনো অবলম্বনের কিছুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে সেই দণ্ডটিকে ফালক্রাম বলে।
প্রশ্ন-৮. সরল যন্ত্র কাকে বলে?
উত্তর : স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে।
প্রশ্ন-৯. যান্ত্রিক সুবিধা বলতে কি বুঝায়?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে কাজ করা যত সহজ, সে যন্ত্রের যান্ত্রিক সুবিধা তত বেশি। কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলতে ভর ও প্রযুক্ত বলের অনুপাতকে বোঝায়। অর্থাৎ, যান্ত্রিক সুবিধা = ভর/প্রযুক্ত বল।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”অধ্যায়-১১ : বল এবং সরল যন্ত্র, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।