৯৭+ অপ্রাপ্তি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | অপ্রাপ্তি নিয়ে কবিতা

অপ্রাপ্তি নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় অপ্রাপ্তি নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য অপ্রাপ্তি নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤

অপ্রাপ্তি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

অপ্রাপ্তি নিয়ে উক্তি স্ট্যাটাস

“অযাচিত আকাঙ্ক্ষাই মূলত অপ্রাপ্তির সৃষ্টি করে। সাধ্যের বাইরে কোনো কিছু পাওয়ার আশা করাটা ই হলো অপ্রাপ্তি।“
-সংগৃহীত।

“সব কিছু পেয়ে গেলে সেই পাওয়ায় আর কোনো প্রাণ থাকে না, তাই অপূর্ণ তৃপ্তি ই আবার প্রাণের সঞ্চার ঘটায়।
-সংগৃহীত।

“আর কেউ যদি পূর্ণতার পরশ পেতে চায়, তাহলে অবশ্যই তাকে অপ্রাপ্তির প্রাচীর ভাঙতে হবে।
-সংগৃহীত।

কোনো কিছু পাওয়ার পর মানুষের ইচ্ছে গুলো স্থিতিশীল হয়ে যায়। তাই গতিময় জীবন এর জন্য হলেও অপূর্ণতা থাকা টা জরুরি।
-সংগৃহীত।

কিছু অপ্রাপ্তি জীবনে বিশেষ প্রাপ্তি দেয়।

আমি সমাজের কাজ করে যাচ্ছি, বিনিময়ে কিছু প্রাপ্তির আশায় নয় বরং আমি এ কাজ করে শান্তি পাই, সেজন্য।

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মিলাতে গেলে বেশির ভাগ সময়ই দুঃখ, কষ্ট আর হতাশা চলে আসে।

আমার কি প্রাপ্তি ঘটেছে কি ঘটেনি তা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই, আমি যখন যা ভালো লাগে তাই করি, মনের আনন্দই আমার জন্য চরম প্রাপ্তি।

প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে লোভীরা ভাবে, আমি তো যা আছে তাতেই আনন্দ খুঁজে পেতে চেষ্টা করি।

প্রাপ্তি অপ্রাপ্তির খেলায় পড়ে জীবনের এতটা বছর কি করে যে নষ্ট করে দিলাম, এখন তা ভাবলেই নিজের উপর রাগ হয়।

মানুষের সব আশা ও প্রাপ্তির ইচ্ছার মধ্যে অগণিত ভুল ছিলো, তা সময়ে বোঝা যায় নি, বেশিরভাগ মানুষই পরে তা বুঝতে পেরেছে।

অপ্রাপ্তি আর অনিশ্চয়তায় ঘেরা সময় গুলো কাটানো খুবই কঠিন যেখানে আছে শুধু বেদনাদায়ক সময়ের স্মৃতিগুচ্ছ৷

আজ অবধি জীবনে যাই প্রাপ্তি হয়েছে, আমি তা নিয়েই খুশি, বেশি চাইলে হয়তো যা আছে সেটুকু আনন্দও উপভোগ করতে পারবো না।

আমি ধন্য যে আমার জীবনে এমন মা বাবার প্রাপ্তি ঘটেছে, মা বাবা গল্প করতেন যে অনেক পূজার্চনা করে তাদের জীবনে আমার প্রাপ্তি ঘটেছে, তাই তারা আমাকে ভালোবাসা দিয়ে এতটা আগলে রাখেন।

Also Read: আফসোস নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

আমার নিজের জীবন থেকে যা কিছু পাওয়ার সাধ আছে একে একে সেগুলোর প্রাপ্তি শুরু হয়েছে, আমি এই তালিকার সবকিছু প্রাপ্ত করতে চাই।

জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর মত সময়, সুযোগ বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি যখন যা ভালো লাগছে তাই করে যাচ্ছি, কোনো কিছু নিয়েই প্রত্যাশা আমার মনে নেই।

কর্ম করে যাও, প্রাপ্তির জন্য মনে বেশি প্রত্যাশা রেখো না, আশানুরূপ ফল না পেলে মনে বড় কষ্ট হয়।

প্রত্যাশা সীমিত থাকলেই সুখী হওয়া যায়, কারণ প্রত্যাশা বেশি রেখে সেই অনুযায়ী প্রাপ্তি না ঘটলে তা কখনই জীবনে সুখ এনে দিতে পারবে না।

“মানুষের চাহিদা চিরন্তন কিন্তু প্রাপ্তি সীমিত। তাই জীবনের বৃহৎ অংশ জুড়ে সবাই অপ্রাপ্তি নিয়ে হাহাকার করে।”

প্রাপ্তির আশা অবশ্যই করা উচিত, তা না হলে কাজ করার উৎসাহ এবং নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কমে যায়।

তোমার আকাঙ্ক্ষা অনুযায়ীই প্রাপ্তি ঘটবে যদি তুমি সর্বদা সত্যকে অনুসরন কোরো এবং আপ্রাণ চেষ্টার সাথে সঠিক পথে এগিয়ে যাও।

উচ্চ প্রাপ্তি সব সময়ই এসে থাকে উচ্চ প্রত্যাশা থেকে।

আমার জীবন থেকে অনেক কিছু পাওয়ার আছে, কিন্তু সেই প্রাপ্তির আনন্দ উপভোগ করার বেলায় আমি তোমাকে নিজের পাশে পেতে চাই, একসাথে সকল প্রাপ্তি ভাগ করে নিতে চাই।

একের পর এক প্রাপ্তির কথা ভাবতে গিয়ে জীবনে যা উপস্থিত আছে তা নিয়ে চিন্তা করতে ভুলে গেছি, তাই আজ নিঃস্ব হয়ে বসে আছি।

জীবনে যা কিছু প্রাপ্য তা সময় মত প্রাপ্ত হবেই, আমাদের শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে পৌঁছানোর।

আমার জীবনের চরম প্রাপ্তি সেদিনই ঘটবে যেদিন আমার মা বাবা আমায় নিয়ে গর্ব বোধ করবেন।

প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে বেশি ভেবো না, যা তোমার তা একটু দেরি হলেও তোমার কাছে আসবেই, আর যা তোমার নয় সেটা তুমি কেনো নিজের কাছে আটকে রাখতে পারবে না।

অপ্রাপ্তির সংখ্যা গুনতে গিয়ে, জীবনের প্রাপ্তিগুলোকে অবহেলা করেছিলা, এখন সেই প্রাপ্তিও অপ্রাপ্তির খাতায় নিজের নাম লিখিয়েছে।

অপ্রাপ্তি আমাদের জীবনে গতি দেয়, প্রাপ্তি বেশিরভাগ সময় আমাদের থামিয়ে দেয়।

কিছু প্রাপ্তি, প্রতিভার দমনে অগ্রগামী। তাই অপ্রাপ্তি রা বিষাদ পূর্ণ হলেও নতুন আলোক পথের প্রদর্শক, যেখানে ইচ্ছা শক্তি প্রবল ও সীমাহীন ।

আমার জীবনের প্রাপ্তির খাতায় তোমার নামটাও লিখে দিতে চাই, থাকবে কি তুমি আজীবন আমার পাশে!

কার কি প্রাপ্তি ঘটছে, কে কি পেয়েছে, কতটা পেয়েছে, তা না ভেবে বরং নিজের কি কি করা উচিৎ তা নিয়ে চিন্তা করা ভালো।

আমার জীবনে প্রাপ্ত সবচেয়ে প্রিয় বিষয় হল আমার মাতা পিতা।

“জীবনে যা কিছু পান নি, তা নিয়ে আফসোস করার চেয়ে, যেটুকু পেয়েছেন তা নিয়ে হিসেব করে দেখুন। আপনার এক হাতে শূন্যতা থাকলেও অপর হাতে ঠিক ই পূর্ণতা খুঁজে পাবেন।”
-সংগৃহীত।

“আমরা আসলে দেয়ার চেয়ে নেয়ার পক্ষপাতী বেশী। তাই শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে যা কিছু ই পাই তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হয়।”
-সংগৃহীত।

“কেউ যখন সমস্ত আয়োজন নিয়ে কোনো কিছু পাওয়ার আশায় বসে থাকে, অপ্রাপ্তি তখন দুহাত উজাড় করে দরজায় কড়া নাড়ে।
-সংগৃহীত

“যে প্রাপ্তি মানুষের ঔদ্ধত্যকে বৃদ্ধি করে, সেই প্রাপ্তির অপেক্ষা সহনশীল অপ্রাপ্তি ঢের ভালো।
-সংগৃহীত।

“অপ্রাপ্তিতে বেদনার ভার বেশি হয় বলেই, প্রাপ্তির পাল্লা হাল্কা হতে শুরু করে। ঠিক সেই কারনেই মানুষের মন দোদ্যুলমান থাকে।”
-সংগৃহীত

“না পাওয়ার যন্ত্রণা সর্প দংশনের মতো ই ভয়ংকর। যার বিষাক্ততা সমস্ত প্রাপ্তিকে ম্লান করে দেয়।
-সংগৃহীত।

“মানুষের চাহিদা চিরন্তন, কিন্তু প্রাপ্তি সীমিত। তাই জীবনের বৃহৎ অংশ জুড়ে সবাই অপ্রাপ্তি নিয়ে হাহাকার করে।”
-সংগৃহীত।

এমন ও তো হতে পারে, না পাওয়া দিয়ে ই আপনার সাফল্য শুরু হলো। তাই অপ্রাপ্তি মানেই ব্যর্থতা নয়। বরং নতুন কিছুর শুরু।
-সংগৃহীত।

“ প্রাপ্তি গাণিতিক হারে বৃদ্ধি পায়। যেমন: ..…….। আর মানুষের চাহিদা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। যেমন: …….তাই মানুষ প্রতিনিয়ত প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির যন্ত্রণায় বেশি ভোগে!”
-সংগৃহীত।

“পৃথিবীর আদিকাল থেকেই মানুষ যা পেয়েছে, তার চেয়ে বেশি কিছু হারিয়েছে।
-সংগৃহীত।

“মানুষ বরাবরই নিজের মাঝে অপ্রাপ্তি অনুভব করে। এমনকি সে নিজেই জানে না যে কি তার অপূর্ণতা।
-সংগৃহীত।

“মানুষ জীবনে যা কিছু পায় তার বিনিময়ে অনেক কিছু ই হারায়। তাই প্রাপ্তি এবং অপ্রাপ্তি সমানুপাতিক নয়।
-সংগৃহীত।

অপ্রাপ্তি নিয়ে কবিতা

অপ্রাপ্তির প্রাপ্তি
– বনমালী – হিজিবিজি

গাহি যাতনার গান
অসময়ের ভালোবাসা ভিক্ষাবৃত্তি অযাচিত অপমান।
কত জ্ঞানী-গুনি,কবির কবিতায় ভালোবাসার ছিলো বাস,
কত সন্ন্যাসী বনে গেলো পাপী ভেঙে দিয়ে সন্ন্যাস।
আসলে কি ভালোবাসা সময়ে মিলে না সময়ে ভালোবাসা,
আগা মাথা তার খুঁজিতে যাইয়া কত প্রাণ আজ কোনঠাসা।
মর্ত্যের যত সুখ নিহিত সেই লোভ কিসে নিবারণ,
প্রেমে যেথায় মত্ত আদম হৃদয় তনু মন!
ছা-পোষা এক জীবন আমার সয়ে যাওয়া স্বভাব,
নিয়তি মানিয়া কত সুখক্ষণ ত্যাগেছি নাই অনুতাপ।

দমকা হাওয়ার মতো,
করে দিয়ে গেলে লন্ড ভন্ড পৃথিবী দেখেনি সে ক্ষত!
অপ্রাপ্তি নাকি প্রাপ্তি মেলায় ও সাব বুড়া বাত,
তোমারে লভিতে পোড়ানো যায় রোম,রক্তক্ষয়ী সংঘাত।
কাপুরুষ আমি নই ধরণীতে নইকো কোন মহান,
ভয় ডর মম ঈশ্বর সমীপে যিনি করেনি তোমারে দান।
অদৃশ্য এক পবিত্র শেকলে বাধা ছিলাম তুমি আমি,
ভালোবাসাটুকুই শুধু ছিলো হেথায় যাহা করেনি বিপথগামী।
তোমার লাগি বিদ্রোহী হতে আমারো তো কত সাধ,
কিন্তু নিজ যন্ত্রণা সহিবো পারবোনা তোমার অপবাদ।
একজীবনে আর কতটুকুই পায় মানব মনুষ্যজন,
অপ্রাপ্তির খাতায় তাইতো টুকিলাম, তুমি! প্রিয়জন!

এই যদি হয় শেষ-
আধপরিচিতা রহস্যময়ী রেখোনা দুঃখ, ক্লেশ।
তোমার অভাব যতটা দিবে লাঞ্চনা আমার প্রাণে,
যন্ত্রণা, বঞ্চনা সুর হয়ে ততো বাজবে আমার গানে।
হাসুক দেখে যাতনা আমার সুখের চাঁদ একফালি,
তোমার কোন বঞ্চনা হয়ে আর ফিরবে না সে বনমালী।

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে অপ্রাপ্তি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

Leave a Comment