৯৭+ একা পথ চলা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | Best quotes captions on Walking Alone in Bengali 

একা পথ চলা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় একা পথ চলা নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য একা পথ চলা নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤

Best quotes captions on Walking Alone in Bengali, একা পথ চলা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

একা পথ চলা নিয়ে উক্তি স্ট্যাটাস

একা পথ চলতে গিয়ে কোন রাস্তাই আর কঠিন মনে হয় না। কারণ জীবন ভেঙ্গে পড়েছে বলেই আমাদেরকে একা পথ চলতে হয়।

আচ্ছা তুমি কি কখনো জানতে চেয়েছ? আমার এই একা পথ চলার দিনগুলো কেমন কেটেছে, কিভাবে আমার এই ভাঙা হৃদয়টাকে আমি আস্তে আস্তে সারিয়ে নিয়েছি?

একটা সময় আমি নিজেকে অনেক দুর্বল ভাবতাম। আজ পথ চলতে গিয়ে দেখলাম আমি আসলে অনেক বেশি শক্তিশালী মাইন্ড সেট নিয়ে বেঁচে আছি।

আপনি যদি সত্যিই জীবনে কিছু করতে চান। তাহলে জীবনের অনেক সময় আপনাকে একা পথ চলতে হবে।

একা পথ চলতে থাকা পথিক ও ভালবাসার আহ্বানে দুর্নিবার গতিতে ছুটে আসতে পারে। শুধু প্রয়োজন একটু মায়া আর আদর মাখা হাতছানি।

জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে দেখলাম যে একা একা পথ চলতে শিখে গেছি।‌ আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে পথ চলার সঙ্গী গুলো বেশী দিন স্থায়ী হয় না।

পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা একা পথ চলে। তারা কাউকে ভয় পায় না, কারো সাথে সন্ধি ও করে না।

যদি জীবনে কখনো সুযোগ পান তাহলে কারো একা পথ চলার সঙ্গী হবেন। অন্তত আর যাই হোক তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিতে পারবেন।

কত দীর্ঘ নির্ঘুম রাত একা পথ চলেছি অজানা ঠিকানায়। কেউ বোঝেনি কতোটা পথ আমার সয়ে নিতে হয়েছে।

ক্লান্তিহীন একা পথ চলা হয়তো কোন শাস্তি। অথবা সবটুকু তুলনায় অনেক বেশি শান্তি।

হাজার মানুষের ভিড়ে একা পথ চলাটা সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের আমি জানিনা। তবে এটুকু জানি যে, একা পথ চলতে গেলে কারো কাছে জবাবদিহি করতে হয় না।

যারা জীবনে একা পথ চলে তারা একেক জন যোদ্ধা। যেন তারা পুরো পৃথিবীর বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে নেমেছে।

কখনো ভেবে দেখেছেন কি একটা মানুষ কেন একসময় একা হয়ে যায়? প্রিয়জনের অবহেলাই তাদের একা পথ চলার শক্তি হয়ে ওঠে।

আমি একলা পথে দাঁড়িয়ে দেখেছিলাম। সে আমার মনের গহীন এক কোণে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল।

ছোটবেলার একা থাকতে ভয় পাওয়া শিশুটা ও সময় একা পথ চলতে শিখে যায়। আর তখনই সে একজন পূর্ণ মানুষে পরিণত হয়।

আমার একলা পথ চলার সঙ্গী হিসেবে নিজেকে ছাড়া আর কাউকে পাইনি। যখন যারা আমার জীবনে এসেছে, শুধু স্বার্থের প্রয়োজনে আমার সাথে থেকেছে।

একা পথ চলতে চলতে আপনি আর কাউকে পাশে পাবেন না। নিঃস্বার্থভাবে শুধু সৃষ্টিকর্তাকে আপনার সঙ্গী হিসেবে পাবেন।

আমার জীবনে এত পথ চলতে গিয়ে যতবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। ততবারই আমার প্রিয়জনের ভালবাসার স্মৃতি আমাকে উঠে দাঁড়াতে উৎসাহিত করেছে।

একা পথ চলতে আরম্ভ করা মানুষটা কতটা ঝড় ঝাপটা সয়ে এসেছে‌। অথচ তার অনেক কিছুই পাওয়ার ছিল।

ভালোবাসাহীন পৃথিবী বরাবরই খুব নিষ্ঠুর। সবাই যাকে ছেড়ে চলে যায়, নিতান্তই বাধ্য হয়ে তাকে একা পথ চলতে হয়।

আমি চিন্তা করে দেখেছি একা থাকা কোন খারাপ কিছু নয়, বরং খারাপ হলো এমন কোন মানুষের সাথে থাকা যার জন্য পরে একাকী জীবন চলতে হয়।

মাঝেমধ্যে একা চলাটাও জরুরী, নয়তো নিজের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারবেনা, সঙ্গী নিয়ে চলতে গিয়ে আমরা কিছুটা হলেও তাদের উপর নির্ভর করি, কিন্তু একা চলতে গিয়েই আমরা নিজের কতটুক ক্ষমতা আছে তা বুঝতে পারি, এইভাবেই নিজের উপর বিশ্বাস বেড়ে ওঠে।

একলা চলতে শুরু করো, পথে হয়তো সঠিক সঙ্গী পেয়ে যেতে পারো।

একলা চলেছি জীবনের পথে, পাই নি কখনো কোনো সঙ্গী, আজ আর কোনো সঙ্গী চাই না আমি, একাকিত্বকে ভালোবেসে ফেলেছি।

এই দুনিয়ায় বাঁচতে হলে স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে বাস্তবভিত্তিক চিন্তা করতে হবে, কারও উপর নির্ভর না করে নিজেই নিজের সম্বল হতে হবে, কারণ বাস্তবতার এই দুনিয়ায় কেউ কারোর জন্য নয়, অন্যের ভরসা না করে একাই এগিয়ে চলতে হয় ৷

মাথা উঁচু করে একলা চলায় সুখের চেয়ে স্বস্তি বেশী৷৷

একলা চলতে গিয়ে ভয় কোরো না, নিজের উপর ভরসা রাখো, মানুষ চাইলেই সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে, তুমিও পারবে।

একলা চলতে গিয়ে আর কত পথ যাওয়া যায়, কোনো সঙ্গী পাশে থাকলে তো সুদূর পথও আপোষে অতিক্রম হয়ে যায়।

একলা চলতে গিয়ে সাহস রেখো, কারণ মনে ভয় থাকলে আর এগোতে পারবে না।

একা পথ নিয়ে সেরা উক্তি

আজ আমি পাশে আছি বলে আমার কদর নেই, যেদিন তোমায় একা চলতে হবে সেদিন আমায় মনে পড়বে।

চলার পথে পিছু তাকিও না, চলতে গিয়ে যদি সব সাথী হারিয়েও যায় তবুও একলা এগিয়ে যাও, থেকে যেও না।

আমি একাই চলেছিলাম জীবনের পথে, হঠাৎ তোমার দেখা পেয়ে আমার বাকি পথের সঙ্গী করে নিলাম।

আমি কখনো কারও জন্য থেকে থাকবো না, জীবনে চলার পথে কোনো সঙ্গী না পেলেও আমি একলাই চলতে থাকবো।

একা চলতে ভালোবাসে এমন মানুষ কমই আছে, সবাই একজন সঙ্গী চায় তাদের পাশে চলার মত।

আমি কারও আশায় বসে থাকবো না, কোনো সঙ্গী না পেলেও আমি একাই চলতে থাকবো সামনের দিকে।

তোমার খোঁজে একাই চলেছি জীবনের পথে, জানিনা কোথায় পাবো তোমায়, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে তোমায় না পাওয়া অবধি থেমে যাবো না।

সমাজকে পরিবর্তন করতে হবে সবাইকেই এগিয়ে আসতে হবে, কিন্তু এগিয়ে আসার সাহস সবার থাকে না, তাই আমি একাই এগিয়ে যাবো, হয়তো আমায় দেখে অন্যেরা এগিয়ে আসবে।

Also Read: বাবাকে নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

আমার একলা চলতে ভয় করে না, তাই আমি কাউকে সঙ্গী করে চলার আশায় বসে থাকি না, একাই এগিয়ে চলে যাই।

নিজের লক্ষ্যে তোমায় হয়তো একাই চলতে হবে, কিন্তু এ নিয়ে কখনো ভয় করো না, নিজের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাও।

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে একা পথ চলা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

Leave a Comment