কারেন্ট ট্রান্সফরমার বা সিটি কাকে বলে? [নতুন তথ্য]

কারেন্ট ট্রান্সফরমার বা সিটি কাকে বলে?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।

কারেন্ট ট্রান্সফরমার বা সিটি কাকে বলে? [নতুন তথ্য]

কারেন্ট ট্রান্সফরমার বা সিটি কাকে বলে?

শুধুমাত্র কারেন্ট পরিমাপের জন্য ইন্সট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, তাকে কারেন্ট ট্রান্সফরমার (Current Transformer) বা সিটি বলে।

কারেন্ট ট্রান্সফরমার ল্যামিনেটেড কোর দ্বারা তৈরি। কোরগুলো সিলিকন স্টীলের হয়ে থাকে। এর মধ্যে দু’টি কয়েল থাকে। একটি প্রাইমারি কয়েল এবং অপরটি সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল খুব মোটা তার দিয়ে তৈরি করা হয় এবং কমসংখ্যক প্যাঁচ থাকে। এটি লাইনের সাথে সিরিজে সংযোগ থাকে। কিন্তু সেকেন্ডারি কয়েল সরু হয় এবং বহুসংখ্যক প্যাঁচ থাকে। সেকেন্ডারি কয়েলের সাথে সিরিজে লো-রেঞ্জের অ্যামিটার সংযোগ হয় এবং সংযোগ প্রান্তের অপর প্রান্তটি আর্থিং করতে হয়। অ্যামিটারের রেঞ্জ 0 – 1A বা 0 – 5A পর্যন্ত হয়।

আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”কারেন্ট ট্রান্সফরমার বা সিটি কাকে বলে?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।

Leave a Comment