কী কী লক্ষণ দেখে বুদ্ধিমান ও বুদ্ধিমত্তা চেনা যায়: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
![কী কী লক্ষণ দেখে বুদ্ধিমান ও বুদ্ধিমত্তা চেনা যায় [নতুন তথ্য]](https://i0.wp.com/myarfan.com/wp-content/uploads/2023/03/%E0%A6%95%E0%A7%80-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF.png?resize=800%2C500&ssl=1)
কী কী লক্ষণ দেখে বুদ্ধিমান ও বুদ্ধিমত্তা চেনা যায়
1. প্রচুর বই পড়েন এবং জ্ঞান অর্জনে বিশ্বাস করেন।
2. ফালতু তর্ক করেন না।
3. খুব কম বন্ধু থাকে।
4. “আমি ঠিক এবং আপনি ভুল”, তারা এ জাতীয় অবুঝ বিষয়গুলিতে তাদের সময় নষ্ট করে না। “আপনি ঠিক বলেছেন”, বলে এগিয়ে যান।
5. এই লোকেরা নেতিবাচকতার মধ্যেও ইতিবাচকতা খুঁজে পেতে পারেন।
6.ফেসবুক ইনস্টাগ্রাম এবং নেটফ্লিক্স থেকে যথাসম্ভব দূরে থাকেন।
7. পোশাক খুব সাধারণ।
8.এনারা বড় বড় সমস্যার মুখোমুখি হতে পারেন। যেমন নিকটাত্মীয় / ব্যক্তির মৃত্যু, বিবাহবিচ্ছেদ ইত্যাদি।
9. কম বাক্য ব্যয় করেন।
10.দিনে কি কি করতে হবে তার তালিকা আগে থেকে প্রস্তুত থাকে।
আপনার মধ্যে কি কি লক্ষণ আছে???
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”কী কী লক্ষণ দেখে বুদ্ধিমান ও বুদ্ধিমত্তা চেনা যায়” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।