কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ . উদ্যম বিহনে কার পুরে মনােরথ – ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ন ভাবসম্প্রসারণ “কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ . উদ্যম বিহনে কার পুরে মনােরথ ”। চলো এই ভাবসম্প্রসারণটি পড়ে নেয়।

কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ . উদ্যম বিহনে কার পুরে মনােরথ - ভাবসম্প্রসারণ

কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ . উদ্যম বিহনে কার পুরে মনােরথ ভাবসম্প্রসারণ

মূলভাব : দীর্ঘ পথ দেখে পথিক যদি পথ চলা বন্ধ করে দেয় তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আকাঙ্ক্ষা আর পূরণ হয় না। উপযুক্ত উদ্যম ও পরিশ্রম ছাড়া জীবনের বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছানোও সম্ভব নয়। সেজন্য দীর্ঘ পথ অতিক্রম করে লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য চাই দৃঢ় সংকল্প ও গভীর মনোবল।।

সম্প্রসারিত-ভাব : জীবনের চলার পথে মানুষ অনবরত বাধার সম্মুখীন হয়। সেসব বাধাবিপত্তি অতিক্রম করতে পারলে মানুষের জীবন হয় সফল ও মহিমান্বিত। তাই উৎসাহ উদ্দীপনা বা উদ্যম ছাড়া মানুষ তার জীবনে সাফল্যের মুখ দেখতে সক্ষম হয় না। যারা আত্মবিশ্বাসী ও কর্মোদ্যোগী তারাই শুধুমাত্র জীবনের বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। প্রবাদ আছে, ‘বীরভোগ্যা বসুন্ধরা অর্থাৎ, কর্মদ্যোগী ও সফল মানুষদের জীবন সত্যিকার অর্থে সার্থক হয়ে উঠে। সেজন্য জীবনের সব বাধা-বিপত্তিকে অতিক্রম করেই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। বৃহত্তর অর্থে জাতীয় জীবনেও এ উদ্যমের গুরুত্ব অপরিসীম। প্রবল উদ্যমের জোরে একটি জাতি বড় হয়ে উঠতে পারে। কিন্তু উদ্যম ছাড়া তার ব্যর্থতা পদে পদে। সেখানে ফুটে উঠে কাপুরষতার লক্ষণ। কিন্তু এ বাধা অতিক্রম করে ব্যক্তি ও জাতীয় জীবনে সাফল্যের চরম শিখরে উঠা যায়। সাফল্যের আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে উঠে। জীবন হয়ে উঠে অর্থপূর্ণ। আর্থাৎ, পরিশ্রম ছাড়া কোন জাতি জীবনে উন্নতি লাভ করতে পারে না।

বিকল্প ১

মূলভাব : উদ্দেশ্য সিদ্ধির জন্য উদ্যম অপরিহার্য।

সম্প্রসারিত ভাব : দীর্ঘ পথ দেখে ভীত পথিক যদি থমকে দাঁড়ায়, তাহলে পথের প্রান্তে পৌঁছা তার পক্ষে মোটেই সম্ভবপর হবে না। যথার্থ উদ্যোগ না নিলে জীবনের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাই উৎসাহ উদ্দীপনার সাথে কর্তব্য সম্পাদন করে জীবনকে সফল করে তুলতে হবে।জীবন চলার পথে মানুষকে বিস্তর বাধার মুখোমুখি হতে হয়। সাহস, কৌশল ও বুদ্ধির প্রয়োগে সেসব বাধা বিপত্তি জয় করতে পারলে জীবনে সাফল্য আসে, মানুষ গৌরবান্বিত হয়ে উঠে। তাই উদ্যম বা উৎসাহ উদ্দীপনা জীবনে সাফল্যের জন্য অপরিহার্য। যার মধ্যে যত উদ্যম বিদ্যমান, সে তত সার্থকতা অর্জন করতে পারে। জাতীয় জীবনেও উদ্যম বা উৎসাহ উদ্দীপনা জীবনের সাফল্যের জন্য অপরিহার্য। জাতীয় জীবনে উদ্যম থাকলে সে জাতি বড় হয়ে উঠে। কিন্তু কাজের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে উদ্যমের অবসান ঘটিয়ে মানুষ ব্যর্থতার পরিচয় দেয়। এটা কাপরুষের লক্ষণ। আসলে কর্তব্য যত বড়ই হোক না কেন তা সাহসের সঙ্গে সমাধান করার চেষ্টা করলে তাতে সফল হওয়া যায়। কিন্তু পরিণাম দেখে যদি আগেই ভয় পাওয়া হয়, তাহলে সাল্য অর্জন সম্ভব নয়। পথ দীর্ঘ হলেও সাধনা থাকলে এক সময় তা অতিক্রম করা সম্ভব। কিন্তু পথের শুরুতেই পথের দূরত্ব দেখে উৎসাহহীন হয়ে পড়লে সে পথ পাড়ি দেওয়া যাবে না। তেমনি জীবনের কোনো লক্ষ্য বা মনের কোনো ইচ্ছা পূর্ণ করার জন্য প্রয়োজনীয় উদ্যম গ্রহণ করতে হবে। মানুষের চেষ্টার অসাধ্য কিছুই নেই এ কথা মনে রেখে জীবনের লক্ষ্য অর্জনে মানুষকে তৎপর হতে হবে।

বিকল্প ২

মূলভাব : মানুষের জীবন সংগ্রামমুখর। জীবনে মানুষকে পাড়ি দিতে হয় দীর্ঘপথ। এ দীর্ঘ পথ আবার কুসুমাস্তীর্ন নয়। সমস্যাসঙ্কুল এ পথে এগিয়ে যেতে হলে যে বিষয়টি একান্ত প্রয়ােজন তা হলাে উদ্যম। উদ্যমহীন ব্যক্তি কখনােই জীবন পরিক্রমায় সাফল্যের সর্বশেষ প্রান্তে পৌঁছতে পারে না।

সম্প্রসারিত ভাব : জীবনকাল সীমাবদ্ধ হলেও এর পথ পরিক্রমা দীর্ঘ। এ পথে বিদ্যমান দুঃখ, জরা, ব্যাধি, হতাশা, অপ্রাপ্তি ইত্যাদির প্রাচুর্য জীবন পরিক্রমাকে গতিহীন করে দেয়। কিন্তু অসীম ধৈৰ্য, দৃঢ় সংকল্প ও উদ্যমকে পাথেয় হিসেবে নিয়ে এ ঝঞাবহুল পথ অতিক্রম করলে লক্ষ্যে পৌঁছা হয়ে উঠে সহজ থেকে সহজতর। প্রচণ্ড প্রাণশক্তিময় বিপুল উদ্যমের শক্তিতেই মানুষ সমস্ত বাধা অতিক্রম করে পৌঁছাতে পারে জীবনের অভীষ্ট লক্ষ্যে। এ কারণে জীবন পরিক্রমার শেষ সীমায় পৌঁছার ক্ষেত্রে উদ্যমই হলাে একমাত্র নিয়ামক। বিপরীত দিকে জীবনের সমস্যাসংকুল দীর্ঘ পথ দেখে যারা থমকে দাঁড়ায়, যারা হতাশার চাদরে নিজেদের ঢেকে ফেলে, তাদের জীবন তাৎপর্য হারিয়ে ফেলে, স্থবির হয়ে যায় অন্তবিহীন পথ চলার ভয়ে যারা জীবনযুদ্ধে অবতীর্ণ না হয়ে পলায়নের পথ বেছে নেয়, জীবন তাদেরকে কিছুই দেয় না। জীবনে যারা সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তাদের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, সমস্ত বাধা আর ক্লান্তি ভুলে তারা অসীম সাহস আর মনােবল নিয়ে এগিয়ে গেছেন, জীবনের চূড়ান্ত অভীষ্টকে বাস্তবায়ন করেছেন। তাই একথা অনস্বীকার্য যে, জীবন যুদ্ধে উদ্যমই প্রধান অস্ত্র। উদ্যমের বলে বলীয়ান সংগ্রামীই কেবল যুদ্ধে জয়লাভ করে; উদ্যমহীন নির্লিপ্ত মানুষের পথ চলাই শুরু হয় না কখনাে।

মন্তব্য : জীবনের পথ বন্ধুর, জটিল, অনতিক্রম্য দূরত্বের হলেও উদ্যমের সাথে এ পথ অতিক্রম করলে লক্ষ্যে পৌঁছা হয় নিজের ইচ্ছাধীনে। অন্যথায় কারাে দ্বারাই অভীষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়।

আরো পড়ুন: কেবল পরের হিতে প্রেম লাভ যার মানুষ তারেই বলি মানুষ কে আর

আশা করি তোমরা এই ভাবসম্প্রসারণটি বুঝতে পেরেছো। আমাদের সাথেই থাকো।

Leave a Comment