ছুলি দূর করার ক্রিম ঔষধ ও শ্যাম্পু | ছুলি রোগের লক্ষণ,কেন হয় ইত্যাদি

ছুলি দূর করার ক্রিম ঔষধ: ছুলি রোগ বাংলাদেশের একটি বহুল প্রচলিত একটি রোগ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশ খুব একটা কম না। এই রোগ এ যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার কয়েকটি ওষুধ ক্রিম বা সাবান ব্যবহার করা উচিত। যার মাধ্যমে আপনি খুব সহজেই এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। আমরা বিভিন্ন আর্টিকেল এবং ইউটিউব ভিডিও রিসার্চ করে এই আর্টিকেলটি লিখেছি। আশা করি আপনাদের এখান থেকে সব রকমের ইনফোরমেশন পেতে পারবেন। ধন্যবাদ।

ছুলি দূর করার ক্রিম ঔষধ ও শ্যাম্পু

ছুলি দূর করার ট্যাবলেট ঔষধ

কেটোরাল (স্কয়ার)

কেটোরাল (স্কয়ার) খাওয়ার নিয়ম:  এটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুইবার সেবন করবে। রাতে এবং সকালে একটি করে খাওয়ার পরে সেবন করতে হবে।

কেটোরাল (স্কয়ার) পার্শ্বপ্রতিক্রিয়া: কেটোরাল ট্যাবলেট সেবনে বমি বমি ভাব, বমি এবং লিভারের কাজে বিঘ্ন দেখা দিতে পারে। তাই ডাক্তার এর পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না।

কেটোরাল (স্কয়ার) দাম: কেটোরাল প্রতি পিস ট্যাবলেট এর মূল্য ৯ টাকা তবে কম বেশি হতে পারে। এবং প্রতি পাতা ট্যাবলেট এর এর মূল্য ৯০ টাকা।

এছাড়া আরেকটা ছুলি দূর করার ঔষধ এর নাম উল্লেখ করা হলো:

  • Flucanazole 150mg Tablet

Also Read: ওজন কমানোর ঔষধ

ছুলি দূর করার ক্রিম ঔষধ

রেমি ছুলি কিউর

রেমি ছুলি কিউর ব্যবহারের নিয়ম: ছুলি কিউর ক্রিমটি আপনার আক্রান্ত স্থানে প্রায় ৩০ দিন ব্যবহার করতে হবে। এই ক্রিম ঔষধটি প্রতিদিন গোসল করার পরে ব্যবহার করতে হবে। এরসাথে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আক্রান্ত স্থানে ম্যাসেজ করে করে লাগায়ে দিতে হবে। যখন দেখবেন আক্রান্ত স্থানের খুশকি জাতীয় চামড়া উঠে যাচ্ছে তাহলে বুঝে নিবেন এটা আপনার রোগ সারানোর লক্ষণ। আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন।

রেমি ছুলি কিউর দাম: রেমি ছুলি কিউর ক্রিমের দাম ৮০টাকা মাত্র।

এছাড়া আরো কিছু ছুলি দূর করার ক্রিম এর নাম নিচে দেওয়া হলো যেগুলো অনেক ব্যবহার করে:

  • Sulderm Cream
  • Selenium Sulfide Lotion
  • Ketoconazole 1%/2% Cream
  • কনাসিড ক্রিম
  • Remus Ointment
  • Ketoral Cream

ছুলি দূর করার শ্যাম্পুর নাম

সিলেক্ট প্লাস

সিলেক্ট প্লাস ব্যবহারের নিয়ম: প্রাথমিক অবস্থায় প্রতি সপ্তাহে এটি ৩ দিন দিন ব্যবহার করতে হয়। পরবর্তী থেকে সপ্তাহে এটি একবার ব্যবহার করলেও চলে। এটি গোসল করার সময় মাথায় আলতোভাবে লাগিয়ে ব্যবহার করতে পারেন সাধারণ শ্যাম্পুর মত করে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ব্যবহার করতে পারবে। যাদের বয়স ১২ বছরের বেশি তারাও এই ছুলি দূর করতে পারেন। যারা ছুলির জন্য ব্যবহার করে তারা গোসল করার পূর্বে আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ মিনিট রোদে দাড়িয়ে থাকবেন। তারপর গোসল করে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু ব্যবহার করার পাশাপাশি আপনি চাইলে ছুলি দূর করার ক্রিম ব্যবহার করতে পারেন।

সিলেক্ট প্লাস দাম: ছুলি দূর করার শ্যাম্পুটির দাম হলো মাত্র ১৭৫ টাকা। এটি স্কয়ার কোম্পানির শ্যাম্পু। চর্ম রোগের জন্য বহুল ব্যবহৃত হয়।

এছাড়া ছুলি দূর করার আরেকটি শ্যাম্পুর নাম হলো:

  • Dancel Shampoo

ছুলি দূর করার সাবান:

  • ZODAR Soap
  • Ketoscalp Soap

ছুলি কেন হয়? জেনে নিন

ছুলি হওয়ার অনেক কারণ রয়েছে তাদের মধ্যে কয়েকটি কারণ নিম্নে বর্ণনা করা হলো:

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে
  • প্রচুর পরিমাণে শরীর ঘামলে
  • তৈলাক্ত ত্বক হলে
  • গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে
  • স্টেরয়েড জাতীয় ট্যাবলেট খেলে
  • অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকলে
  • তরুণ বয়সে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি
  • বহু দিন থেকে অ্যান্টি-বায়োটিক খেলে
  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে

ছুলি রোগের লক্ষণ

  • ছুলি সাধারণত ঘাড়ে বা পিঠে সবচেয়ে বেশি দেখা যায়।
  • বৃত্তের মতো আকার ধারণ করে এটি ছড়িয়ে পড়ে।
  • বাদামি এক ধরনের আস্তরণ পড়ে।
  • ওই স্থানে গোসল করলে প্রচুর ময়লা পাওয়া যায়।
  • চুলকানি ও জ্বালাপোড়া ভাব লক্ষ করা যায়।
  • মুখে, ঘাড়ে, বুকে এবং পিঠে সবচেয়ে বেশি দেখা যায়।
  • ছোট্ট ছোট্ট ছোপ ছোপ দাগ দেখা যায়।

বিশেষ সতর্কীকরণ: আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ঔষধ সেবন করবেন। অন্যথায় কোন ধরনের ক্ষতির সম্মুখীন হলে আমাদের ওয়েবসাইট MyArfan.com দায়ী থাকব না।

Leave a Comment