৮৭+ জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি | জীবন পরিবর্তন নিয়ে উক্তি

আমরা হয়ত অনেকে জীবন নিয়ে উক্তি খোজার চেষ্টা করছি অনলাইন থেকে। আমাদের সবার প্রায় একটি ফেসবুক একাউন্ট রয়েছে। আমরা সেখানে বিভিন্ন রকমের উক্তি দিয়ে থাকি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অসাধারণ জীবন এর জন্য উক্তি । তো চলুন দেখে আসা যাক কিছু ভালো উক্তি:

ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি, ছাত্র জীবন নিয়ে উক্তি, জীবন নিয়ে উক্তি, জীবন নিয়ে উক্তি ইংরেজি, জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস, নির্বাচিত সেরা উক্তিসমূহ

জীবন নিয়ে উক্তি

নদীগুলোতে স্রোত থাকে, তাই নদী বেগবান হয়। একইভাবে আমাদের জীবনে দন্দ্ব আছে বলেই জীবন বৈচিত্রময়।”

জীবনের বাঁকে বাঁকে ফেলে আসা সময়,জীবনে চলার পথে কিছু মিছে অভিনয়,জীবনের গড় পড়তায় এঁকেছি সুখ হাসি।কিছু অসময়ের ভুল,চুপি চুপি পরিতাপ,কিছু শব্দহীন কান্না,জাগ্রত অনুতাপ।তবু জীবন থাকেনা থেমে,চলে আপন ধারায়,কিছু হতাশা,কিছু কষ্ট নিতে চায়না বিদায়।আমি জীবনের রঙে রাঙি,জাগ্রত করি আশা,জীবনের আহবানে দেখি, উঠেছে নতুন ঊষা।

জীবনে কখনও ব্যর্থ হলে মানসিকভাবে ভেঙে পরবেন না, বরং নিজের ওপর বিশ্বাস রাখুন এবং বার বার চেষ্টা করুন।

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য হয় না, তাই বলে এই না যে স্বপ্নকে ত্যাগ করে নিতে হবে, বরং তাকে সঙ্গে নিয়ে চলো, কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ।

যার জীবনে পরিশ্রম নেই তার জীবনে সাফল্যও আসেনা।

ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি, ছাত্র জীবন নিয়ে উক্তি, জীবন নিয়ে উক্তি, জীবন নিয়ে উক্তি ইংরেজি, জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস, নির্বাচিত সেরা উক্তিসমূহ

আমারা জীবনে যত সামনের দিকে এগিয়ে যাবো, জীবন ততই কঠিন হতে থাকবে ।

 আমাদের জীবন ঠিক যেনো আয়নার মতো। আমরা ভেংচি কাটলে এটাও আমাদেরকে ভেঙ্গাবে।

 যে জীবনে পরিশ্রমী হয় সে কখনোই অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।

ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি, ছাত্র জীবন নিয়ে উক্তি, জীবন নিয়ে উক্তি, জীবন নিয়ে উক্তি ইংরেজি, জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস, নির্বাচিত সেরা উক্তিসমূহ

 সবাই নিজের জীবনে দীর্ঘদিন বাঁচতে চায় কিন্তু কেউই সহজে বুড়ো হতে চায় না ।

ভালোবাসাহীন জীবন বোঝার মত অনুভূতি দেয়। এমন জীবনের সাথে এগিয়ে যাওয়া দুর্বিষহ।”

সুখে থাকাটা জীবনের চরম সার্থকতা নয় বরং আশে পাশের লোকজনকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

তোমার পরিশ্রমই তোমার জীবনে এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে।

“তুমি যদি পরিতৃপ্ত মনের অধিকারী হয়ে থাকো তবেই তুমি জীবনকে সঠিকভাবে উপলদ্ধি করতে পারবে।”

আমাদের জীবনটা হচ্ছে একটা সরল অংকের মত, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি ।

জীবনের মানে হল ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।

জীবনে চলার পথে বিভিন্ন ধরনের ঝুঁকি নেওয়ার জন্য যার মধ্যে যথেষ্ঠ সাহস থাকে না, সে জীবনে কিছুই অর্জন করতে পারবে না।” 

জীবন হল একটি সাইকেলের মত। একে চালানোর ক্ষেত্রে ভারসাম্য ঠিক রাখতে হলে অবশ্যই না থেমে একে ক্রমাগত চালিয়ে যেতে হবে

জীবন একটা পর্বতের মত। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সঠিক পথ অনুসন্ধান করা, শুধু শীর্ষে পৌঁছানো নয় ।

জীবন কর্মময় হওয়া উচিত। এক নিরন্তর ছুটে চলার মাঝে থাকা উচিত আমাদের এই জীবন, কারণ চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে।”

জীবনে কখনো ভেঙে পড়তে নেই, কারণ পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি আবার ফিরে আসে জীবনে।

যারা বেশি ভাবে তারা কখনই জীবনকে উপভোগ করতে পারে না।

কারও জীবনে শেষ বলে কোনো কিছু হয় না, কারণ সবসময়ই নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে।

“জীবন হল জ্ঞানী মানুষের স্বপ্ন, বোকা লোকদের জন্য একটি খেলা, ধনীদের জন্য কৌতুক এবং দরিদ্রের জন্য বিয়োগান্তক নাটক।”

“জীবনে চলার পথে প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর মধ্যেই রয়েছে জীবনযাপনের সর্বাধিক গৌরব।”

আমাদের একথা জেনে রাখা উচিত যে জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী।

যে ব্যক্তি মনের দিক থেকে বৃদ্ধ নয় বরং সচল থাকে, তার জীবনে বার্ধক্য সহজে আসে না।

কোনো মেয়ের পক্ষে শুধুমাত্র রূপ দিয়ে একটি পুরুষকে সারা জীবন মুগ্ধ করে রাখা সম্ভব না।

জীবনে কাউকে হারিয়ে দেওয়াটা হয়তো খুব সহজ, কিন্তু কারো মন জয় করা হলো সবচেয়ে কঠিন।

“কিছু মানুষ আমাদের জীবনে আশীর্বাদের মত আসে, আবার কিছু কিছু মানুষ আসে শিক্ষা হয়ে।”

সকল মানুষেরই নিজের জীবনের সব লড়াই একাই লড়তে হয়, অন্যরা কেবল শান্তনা দিয়ে যায়, কিন্তু পাশে কেউ থাকেনা ।

জীবন নিয়ে স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

আমরা যদি সময়ের যত্ন নিতে শুরু করি, তবে সময়ও আমাদের জীবনের যত্ন নেবে।

মানুষের জীবনে দুরকম সময় থাকে, এক হচ্ছে মূল্যবান আরেকটা হচ্ছে মূল্যহীন ।

হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে ছোট, কিন্তু জীবনে এই দুটো কথা বলতে গিয়েই সবচেয়ে বেশি ভাবতে হয়।

“জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কি পেয়েছি সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি কি করেছি সেটাই হল বড় প্রশ্ন।”

জীবন দুই ভাগে বিভক্ত, একভাগ হল সুখ-শান্তি, আরেকভাগ দুশ্চিন্তা ।

আমাদের প্রতিটা দিন এমন ভাবেই কাটানো উচিত, যেন আজই জীবনের শেষ দিন ।

অন্তবিহীন পথ চলাই জীবন,শুধু জীবনের কথা বলাই জীবন।জীবন প্রসব করে চলাই জীবন,শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।

এই তো জীবন….যাক না যেদিকে যেতে চায় প্রাণ,বেয়ারা, চালাও ফোয়ারা,জিন শেরি শ্যাম্পেন, রাম।খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও…দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল,করুক মাথা ঝিমঝিম।

এই তো জীবন,হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,চিতাতেই সব শেষ

জীবনে যত পূজা হল না সারা, জানি হে জানি তাও হয় নি হারা। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয় নি হারা॥ জীবনে আজো যাহা রয়েছে পিছে, জানি হে জানি তাও হয় নি মিছে। আমার অনাগত      আমার অনাহত, তোমার বীণা-তারে বাজিছে তারা–জানি হে জানি তাও হয় নি হারা॥

 সকলের জীবনেই কিছু কিছু প্রশ্ন থাকে যাদের সঠিক উত্তর কখনও মেলে না, আবার কিছু কিছু ভুল থাকে যা কখনও শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলে বোঝানো যায় না।” 

স্বার্থ আর স্বার্থের চুলচেরা বিশ্লেষণে জীবনের মুহূর্তগুলোই মলিন হয়ে যায়। স্বপ্নের দেখা কখনও মেলে না।

দমবন্ধ হয়ে আসা জীবনটা যেন এক সার্থক জেলখানা, আর না বলা কথাগুলো আজ আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত।

জীবনের অলিগলি দুপায়ে মাড়িয়ে ছোট ছোট কতগুলো স্বপ্ন নিয়ে, এসে দেখি শেষটা কি শুধুই ফাঁকা? ধবধবে সাদা বিশাল এক ক্যানভাসে কেবলমাত্র কিছু নীল স্কেচ আছে আঁকা?

বহু আকাঙ্ক্ষায় ভরা মন নিয়ে, কেটে যাচ্ছে আমার অবুঝ বেলা। মৃত্যু নদী পাড়ি দিয়ে, ভাসব আমি জীবন ভেলা।

আজ জীবনের কথাগুলি যেন এক কবিতা হয়ে গেছে, যে কবিতা শুধু আমিই পড়ি, আমিই শুনি।

আমাদের জীবন ঠিক যেন আজ প্রতিধ্বনির মত, আমরা যা দিই তাই ফিরে পাই।

জীবনে তারাই মহান হতে পেরেছে, যারা বিভিন্ন সময়ে অনেক বেশী ত্যাগ করেছে।

কারও জীবন সহজ নয়, আবার জটিলও নয়, জীবন হয় জীবনের মতই। আমরাই একে কখনও সহজ করি আবার কখনও জটিল করি।” 

শত শত আঘাত পাওয়ার পরেও মুখে হাসি ফুটিয়ে রেখে পথ চলার নামই হল জীবন।” 

জীবন ক্ষণস্থায়ী হয়, কাজেই যা কিছুই উপার্জন হচ্ছে তা ভোগ করে যাওয়া উচিত।”

জীবন নিয়ে কবিতা লেখা খুব সহজ, কিন্তু জীবনটাকে কবিতার মতো সাজানো, ঠিক ততটাই কঠিন কাজ।

জীবন যেখানে থেমে যায়,স্বপ্ন সেখানে শুরু হয়।স্বপ্ন যেখানে থেমে যায়,জীবন সেখানে শুরু হয়।

জীবনের শেষ প্রান্তে এসেছি আমি আজ-না পায়নি কিছুই, না হারায়নি কিছুই,সব কিছু গোটা কয়েক স্বপ্ন-গোটা কয়েক আশার মাঝে বন্দী ছিল।কালের প্রবর্তে আমি এসেছি আজ ভেসে-সব কিছুই আমি উজাড় করে দিয়েছি, নিজেরই বিলাসীতার মাঝে ।

জীবন যেখানে যতভাবেই,তোমাকে আঁকড়ে ধরুক না কেন,হৃদয় তোমার যত কথাই বলুক না কেন,মন তোমার যেভাবেই নাড়া দিক না কেন,বিবেক বলে এক চরম বস্তু,তোমার পথ আঁকড়ে ধরবেই।

জীবনের স্রোতধারায় কত ভাবনা,কত শত অচেনা ভয়,হাহাকার করে ওঠে যখন মনের গহীনে,আত্মসচেতন এ মন,সদাই রয় নির্বিকার।

“সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
– নেলসন ম্যান্ডেলা

যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই ।
— উইলিয়াম ল্যাংলয়েড

“সত্য কথা বলে শয়তানকে অপমান করো”
– প্রাচীন ইংলিশ প্রবাদ

“ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস

সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে।

ব্যর্থ হলে ভেঙে পরবেন না।নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন।

জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে ।
– হযরত আলী (রাঃ)

কখনো ভেঙে পড়োনা। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি আবার ফিরে আসে জীবনে। — রূমি

বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না — বুদ্ধদেব গুহ

যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না — ফিলিপ ম্যাসিঞ্জার

কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। — এ পি জে আবদুল কালাম

জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
— হুমায়ুন ফরিদী

জীবন হলো সাইকেলের মত । ভারসাম্য ঠিক রাখতে অবশ্যই এটা চালিয়ে যেতে হবে ।
— আলবার্ট আইনস্টাইন

জীবন একটা পর্বত । লক্ষ্য হলো সঠিক পথ অনুসন্ধান করা, শীর্ষে পৌঁছানো নয় ।
— ম্যাক্সিম লাগস

জীবন হলো ফুলের মত । আর মধু হল ভালো বাসা ।
— ভিক্টর হুগো

যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও ।
— থেলিস

জীবনে তারাই মহান হতে পেরেছে, যারা অনেক বেশী ত্যাগ করেছে ।
— হাবিবুর রাহমান সোহেল

জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না । — জন ডব্লিউ গার্ডনার

জীবন নিয়ে ক্যাপশন এসএমএস

আমি বৃষ্টিতে হাটতে ভালোবাসি কারন তাতে চোখের জল বোঝা যায়না।
— চার্লি চ্যাপিলিন

বেশিরভাগ ব্যার্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারেনা তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিলো।

কোনো মেয়ের পক্ষে শুধুমাত্র রূপ দিয়ে একটি পুরুষকে দীর্ঘদিন মুগ্ধ করে রাখা সম্ভব না।
— হুমায়ূন আহমেদ

নেতা হওয়ার উদ্দেশ্যে নয়, জনগণের জন্য কাজ করে যাও, একদিন জনগণই তোমাকে নেতা বানাবে।
— নেলসন ম্যান্ডেলা

রাতের একটা নিজস্ব রূপ আছে আর মানুষের চোখেও তা একটা বিশেষ দৃষ্টি দেয় ।

জীবন যত সামনের দিকে যাবে, ততই কঠিন হতে থাকবে ।
— হাবিবুর রাহমান সোহেল

হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় ।
— পিথাগোরাস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় , তাকে সঙ্গে নিয়ে চলো , স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ।
— ব্রায়ান ডাইসন

জীবনে সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকেনা ।
— সংগৃহীত

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
— হুমায়ুন আহমেদ

আর দুনিয়ার জীবন, খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না ।
— সূরা আনয়াম –

জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
— হুমায়ুন ফরিদী

জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী ।
— এস টি কোলরিজ

প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত, যেন আজ জীবনের শেষ দিন ।
— সেনেকা

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
– হযরত আলী (রা)

“সৎ কর্ম যত ছোটই হোক, তা কখনও বৃথা যায় না”
– দার্শনিক ঈশপ এর বিখ্যাত উক্তি

“খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”
– জর্জ ওয়াশিংটন

“যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো”
– নেপোলিয়ন হিল

“সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে”
– থমাস কার্লাইল (স্কটিশ দার্শনিক ও গণিতবিদ)

“শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না”
– পর্তুগীজ প্রবাদ

“নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে”
– বিখ্যাত পর্তুগীজ প্রবাদ

“চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”
– জার্মান প্রবাদ

“খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ঠ”
– জার্মান প্রবাদ

“অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনওই বেশিক্ষণ থাকে না”
– জার্মান প্রবাদ

“তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ; আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ”
– অস্ট্রিয়ান প্রবাদ

“অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না”
– অস্ট্রিয়ান প্রবাদ

“অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”
– বিখ্যাত রাশিয়ান প্রবাদ

“নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“অপব্যয় কারী শয়তানের ভাই”
– আল হাদিস

“বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য

“যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য

“পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
– ড্যানিশ প্রবাদ

“আলস্য হল শয়তানের বালিশ”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”
– সক্রেটিস (গ্রীক দার্শনিক)

“কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ

“সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ

“লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য

“চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”
– ড এপিজে আব্দুল কালাম

“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
– হেনরি জেমস (বিখ্যাত লেখক)

“যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই”
– প্রাচীন গ্রীক প্রবাদ

“ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”
– প্রাচীন গ্রীক প্রবাদ

“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)

“নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
– নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক)

“যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
– ওয়াল্ট ডিজনি

“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
– আর্নেস্ট হেমিংওয়ে

“যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল, লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা”
– সান জু (লেখক, দি আর্ট অব ওয়ার)

জীবন নিয়ে উক্তি ছবি

 জীবন নিয়ে উক্তি,নির্বাচিত সেরা উক্তিসমূহ,ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি,ছাত্র জীবন নিয়ে উক্তি,জীবন নিয়ে উক্তি ইংরেজি
 জীবন নিয়ে উক্তি,নির্বাচিত সেরা উক্তিসমূহ,ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি,ছাত্র জীবন নিয়ে উক্তি,জীবন নিয়ে উক্তি ইংরেজি
 জীবন নিয়ে উক্তি,নির্বাচিত সেরা উক্তিসমূহ,ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি,ছাত্র জীবন নিয়ে উক্তি,জীবন নিয়ে উক্তি ইংরেজি
 জীবন নিয়ে উক্তি,নির্বাচিত সেরা উক্তিসমূহ,ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি,ছাত্র জীবন নিয়ে উক্তি,জীবন নিয়ে উক্তি ইংরেজি
 জীবন নিয়ে উক্তি,নির্বাচিত সেরা উক্তিসমূহ,ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি,ছাত্র জীবন নিয়ে উক্তি,জীবন নিয়ে উক্তি ইংরেজি
 জীবন নিয়ে উক্তি,নির্বাচিত সেরা উক্তিসমূহ,ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি,ছাত্র জীবন নিয়ে উক্তি,জীবন নিয়ে উক্তি ইংরেজি
 জীবন নিয়ে উক্তি,নির্বাচিত সেরা উক্তিসমূহ,ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি,ছাত্র জীবন নিয়ে উক্তি,জীবন নিয়ে উক্তি ইংরেজি

“একসাথে হওয়া মানে শুরু; একসাথে থাকা মানে উন্নতি; দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য”
– এডওয়ার্ড এভরিট হ্যালি (বিখ্যাত লেখক)

“যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না”
– জে আর আর টলকিন (লেখক, লর্ড অব দ্য রিংস)

“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”
– আইনস্টাইন

“জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও”
– জর্জ পিরি (সর্বকালের সেরা একজন মিক্সড মার্শাল আর্টিস্ট)

“সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে”
– সংগৃহীত

“অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও”
– ডেনিস ওয়েটলি (মোটিভেটর ও পরামর্শক)

” সমস্যাকে দেখে ভয় পেও না।
সমস্যা আছে বলেই
তোমার জীবনে জেতার সম্ভবনা আছে। ” – Ferdousi Manjira

” যে বলে তুমি পারবে না ,
তোমার দ্বারা হবে না।
সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে , তোমার নয়। ” – Ferdousi Manjira

নিজেকে কখনও নিরাশ হবার অনুমতি দিও না। ” – Ferdousi Manjira

” যারা ভয় পেয়ে পালিয়ে যায়
সাফল্য তাদের দুয়ারে কখনই আসে না। ” – Ferdousi Manjira

” তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভবনা গুলিকে খোঁজো।
হয়তো তুমিই সেই যাকে পৃথিবী খুঁজছে। ” – Ferdousi Manjira

“তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছ, যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ”
– সংগৃহীত

“বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে”
– ম্যানি হ্যাল (বিখ্যাত লেখিকা)

“ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো”
– মাইক রোও (আমেরিকান টিভি ব্যক্তিত্ব)

“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”
– সংগৃহীত

“এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা”
– সংগৃহীত

“তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছ কেন?”
– সংগৃহীত

“আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”
– ওয়াল্ট ডিজনি {জীবন নিয়ে উক্তি}

ছাত্র জীবন নিয়ে উক্তি

“গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে”
– সংগৃহীত

“যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”
– স্টিভ ম্যারাবোলি (বিজ্ঞানী ও মোটিভেটর)

“আগের অধ্যায় বার বার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই”
– ইংলিশ প্রবাদ

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”
– মিল্টন বার্লে (বিখ্যাত অভিনেতা)

“বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে”
– প্লেটো (দার্শনিক)

“আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ীই আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়”
– প্লুতার্ক (প্রাচীন গ্রীক দার্শনিক)

“সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে”
– দেমোক্রিতাস (প্রাচীন গ্রীক দার্শনিক)

“জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা”
– মার্ক টোয়েন (ইতিহাসের সফলতম লেখকদের একজন)

“বললে আমি ভুলে যাব। শেখালে মনে রাখব। সাথে নিলে আমি শিখব”
– বেন্জামিন ফ্র্যাঙ্কলিন

“সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধরন।”
– মার্কাস ইলেরিয়াস (প্রাচীন রোমান শাসক ও দার্শনীক)

“হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে”
– লাও ঝু (বিখ্যাত চীনা দার্শনিক)

“সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়”
– থমাস জেফারসন

“আলো ছড়ানোর দু’টি উপায় আছে। এক – নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই – আয়নার মত আলোকে প্রতিফলিত করো”
– এডিথ ওয়ারটন (বিখ্যাত লেখিকা)

” জীবনকে দামি উপহার হিসেবে দেখো ,
অভিযোগ করো না, আনন্দ পাবে। ” – Kishore Majumder

“ প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে ,
আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। ” – প্রেরণাজীবন

” যদি তুমি সমস্যাকে বড় করে দেখ তাহলে কখনও সমাধানের পথ খুঁজে পাবে না। ” – Kishore Majumder

জীবনে শেষ বলে কিছু হয় না,
সবসময়ই কিছু নতুন
তোমার জন্য অপেক্ষা করে থাকে।

বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,
জীবনের পাতা তার থেকে অনেক বেশি
কিছু শিখিয়ে দিয়ে যায়।

নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে,
অন্যের সমালোচনা করার সময় না পাও।

অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো।
নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও।

ডিয়ার জীবন,
যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে
আমিও হারতে শিখিনি…

একটা জিনিষ খেয়াল করে দেখলাম,
জীবনে প্রত্যেক কাজে কমসে
কম সাহস টুকু বুকে রাখতে হয়।

জীবন কাঁটাময় এক যাত্রা
সাহস দিয়ে যাকে করতে হয় জয়
বানানো রাস্তায় তো সবাই চলতে পারে
রাস্তা বানিয়ে নেয় যে, মানুষ বলে তার পরিচয়…

তারাই আপনার
অতীত নিয়ে কথা
বলবে, যাদের
আপনার বর্তমান
নিয়ে কথা বলার
যোগ্যতা নাই।

ফটো
ফটো

জীবনের সবচেয়ে বড়ো জয় হলো,
এমন কিছু করে দেখানো যা
সবার কাছে কল্পনার অতীত হয়।

স্টেটাস
স্টেটাস
জীবনে আঘাত আসাটা
Part Of Life,
আর সেগুলো হাসিমুখে পার করাটা
Art Of Life

বাংলা উক্তি জীবন নিয়ে
নিজের জীনবটা নিজের মনের মতন সাজাবেন,
কারণ জীবনটা নিজের অন্য কারো না।

বাংলা উক্তি জীবন নিয়ে
বাংলা উক্তি জীবন নিয়ে
জীবনের চাহিদা যত কম,
জীবনে তোমার সুখী
হওয়ার সম্ভাবনা তত বেশি

জীবন নিয়ে বাংলা উক্তি
জীবন নিয়ে বাংলা উক্তি
শুধু এটুকু মনে রাখবে
তোমার জীবনে তুমিই শুধু পার্মানেন্ট,
বাকি সবাই টেম্পোরারি।

বাংলা জীবনের উক্তি
বাংলা জীবনের উক্তি
কখনো শেখা বন্ধ করো না,
কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না।

জীবন নিয়ে কিছু উক্তি
জীবন নিয়ে কিছু উক্তি
এমন জীবন তুমি
করিয় গঠন
মরিলে হাঁসিবে তুমি,
কাঁদিবে ভূবন।

জীবনের লক্ষ্য নিয়ে উক্তি
জীবনের লক্ষ্য নিয়ে উক্তি
জীবনে যার লক্ষ্য যত বড়,
তার সফলতাও তত বড়
তাই নিজের লক্ষ্য বড় করো
সফল তুমি হবেই…

জীবন মানে কি উক্তি
জীবন মানে কি উক্তি
হার মেনে নেওয়ার নাম জীবন নয়!!
লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন!!

যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না,
আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জেতে না। {জীবন নিয়ে উক্তি}

বাস্তব জীবনের উক্তি
বাস্তব জীবনের উক্তি
যদি তুমি জীবনে সাফল্য পেতে চায়,
তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো,
কখনো নিজেকে মিথ্যা কথা বলো না।

See more: কিউট বেবি পিক ডাউনলোড

জীবনে চলার পথে কিছু উপদেশ
জীবনে চলার পথে কিছু উপদেশ
জীবনে কাওকে নিজের থেকে
বেশি ভরসা কোরো না…
কারণ জীবনে সবাই ধোকা দিলে
তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু।

জীবন বদলে দেওয়ার মত কিছু কথা
জীবন বদলে দেওয়ার মত কিছু কথা
উক্তি জীবন নিয়ে
জীবনে এগিয়ে চলতে হলে,
অপমান গুলোকে সঙ্গে রেখো,
অভিমান গুলোকে নয়…

উক্তি জীবন নিয়ে
উক্তি জীবন নিয়ে
বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না,
তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না…

বাস্তব জীবনের কিছু উক্তি
বাস্তব জীবনের কিছু উক্তি
যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না
তাই কখনো হাল ছেড়ে দিয়েও না
সামনে এগিয়ে যাও সফলতা আসবে।

যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি,
সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,
কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।

জীবনের গুরুত্বপূর্ণ কথা
জীবনের গুরুত্বপূর্ণ কথা
এটা সত্যি কথা যে
ঈশ্বর তাদেরকে সবকিছু দেন
যারা তাঁর উপর বিশ্বাস রাখেন,
কিন্তু তোমাকে কিছু দেন নি
কারণ ঈশ্বরের তোমার
উপর বিশ্বাস আছে…

জীবনে এগিয়ে যাওয়ার বাণী
জীবনে এগিয়ে যাওয়ার বাণী
যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন,
কারন আপনার গুণ আছে বলেই সে হিংসা করে।

জীবন নিয়ে কিছু লেখা
জীবন নিয়ে কিছু লেখা
সব কিছুতেই ধৈর্য্য লাগে,
স্বল্প চেষ্টায় কিছু হয় না।
সহজে পাওয়া জিনিস,
কিন্তু শেষ অবধি ভাগ্যে সয়না।

জীবন নিয়ে কিছু কথা ছবি
জীবন নিয়ে কিছু কথা ছবি
যদি প্রতিভা থাকে
তাহলে দুনিয়া ঠিক তার
সঠিক মূল্য দেবে,
এক না একদিন।
তাই চেষ্টা না ছেড়ে নিজের
প্রতিভাকে সাফল্যের
জায়গায় নিয়ে যাও…

ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি

জীবন নিয়ে কিছু বাণী
জীবন নিয়ে কিছু বাণী
হার মেনো না,
আজকের দিনটা হয়তো কঠিন,
আগামীদিনটা হয়তো আরো
কঠিন হবে,
কিন্তু পরের দিন নতুন
আলো ঠিকই দেখবে।

ঈশ্বরের উপর ভরসা করো
বড়ো স্বপ্ন দেখো
কঠোর পরিশ্রম করো,
সফলতা আসবেই।

জীবন নিয়ে কিছু উক্তি
তুমি শুধু কাজ কে ভালোবাসো,
আর ওই কাজ তোমাকে
সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।

প্রতিদিন নিজেকে নতুন
নতুন সমস্যার মোকাবিলা করাও
তাহলে দেখবে একটা
এমন দিন আসবে,
যেদিন বড় থেকে বড়
সমস্যাও তোমার জীবনে
একটুও প্রভাব ফেলতে পারবে না

মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই।
জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই।
কারণ, সবাই কষ্ট দিতে পারে কিন্ত ,
কেউ কষ্টের ভাগ নিতে পারে না…

তুমি যখন খুব কঠিন পরিস্থিতির
মধ্যে দিয়ে যাচ্ছ,
তখন থেমোনা,
চলতে থাকো…
ভালো সময় তোমারও আসবে।

অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে,
নিজেকে বরং উপযোগী করে তোলো,
যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।

জীবনটাও সবসময় মসৃণভাবে চলে না,
সমস্যা আসবেই…
কিন্তু সেই সমস্যা আসা মানে জীবনের শেষ নয়,
সমস্যা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দেয়,
যা সাহায্য করে নতুন ভাবে জীবন শুরু করতে

নিজেকে কখনও ছোট করে দেখো না,
তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে।
আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়।
আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না।

যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি ফেলবে,
তখন জিজ্ঞাসা কর না যে “আমিই কেন?”
বরং হাসি মুখে বলো, “আমিই পারবো।”

সমস্যায় পড়ে যদি ভেঙে পড়ো,
সমস্যা তোমার উপর চেপে বসবে।

জীবন হলো এক জটিল খেলা,
ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি
তাকে জয় করতে পারো।

জীবনের উক্তি
একটা সঠিক সিদ্ধান্ত
তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুন করে দেয়,
আর একটা ভুল সিদ্ধান্ত
দ্বিগুন করে দেয় তোমার অভিজ্ঞতাকে
তাই যে অবস্থাতেই থাকো না কেন,
চিন্তা কোরো না।

কাউকে চমকে দেওয়ার জন্য
কিছু করার দরকার নেই,
এমন কিছু করো যা নিজের
মনকে শান্তি দিতে পারে।

জীবন একটা যুদ্ধ ময়দান,
এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়।
যারা জীবনে লড়তে ভয় পায়,
তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই।
এটাই বাস্তবতা।

মিডিল ক্লাস ছেলেরা
হয়তো রোজগার কম করতে পারে
তবে কারও কাছে হাত পাতে না

অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে
বেঁচে থাকার নামই জীবন।

যখন জীবন তোমাকে কোনো
কঠিন সমস্যার মুখোমুখি
ফেলবে,তখন জিগেশ
কর না যে “আমি কেন?”
বরং হাসি মুখে বলো,
“চেষ্টা করেই দেখি।”

জীবনে তুমি যতক্ষন জিততে থাকবে
ততক্ষণ হাত তালির অভাব হবে না।
কিন্ত যদি হেরে যাও তখন ধরার জন্য
একটি হাত পাওয়া ও দুষ্কর।
ভয় পেয়ো না নিজের উপর
বিশ্বাস রাখো,আবার তুমি উঠে দাঁড়াবেই।

জীবন যত সুযোগ দেয় সবকটি
কাজে লাগানোর চেষ্টা করো কারণ,
কোনো কোনো জিনিস জীবনে একবারই
সুযোগ দেয়

কখনো কারো ওপর
চোখ বন্ধ করে বিশ্বাস করো না।
কারণ, এই দুনিয়া এত ভালো নয়
যে তোমার বিশ্বাস বজায় রাখবে।

ফেল মানে শুধু ব্যর্থতা নয়!
ফেল মানে শিক্ষার প্রথম ধাপ পেরোনো!

জীবন নিয়ে সেরা কিছু বাংলা উক্তি
রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া,
এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা
দেওয়া উচিত নয়…

বড়োলোক না হলেও
বড়ো মনের মানুষ হওয়া জরুরী।
বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরী।

কাজ এমন করো
যেন তুমি মারা যাওয়ার
পরেও লোকের মনে এবং
মুখে তুমি জীবিত থাকো
বছরের পর বছর…

See more: এই পৃথিবীর সুন্দর কিছু কথা

জীবনের ছোট ভুলগুলিই,
বড়ো ভুলের কারণ হয়ে দাঁড়ায়।

জীবন একটি গল্পের মতো,
এই গল্পের যতটুকু জানানোর থাকে,
চাইলে ঠিক ততটুকুই জানানো যায়।
আর যা জানানো হয় না,
তা কখনো কেউ জানে না।

তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে
সেটার জন্য আফসোস কোরো না,
এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু
তোমার জন্য অপেক্ষা করে আছে।

জীবনের সবচেয়ে বড়ো গুরুমন্ত্র হল,
কখনো নিজের গোপন কথা
কারো সাথে ভাগ করতে যেও না…
তা তোমায় ধ্বংস করে দিতে পারে।

একা থাকতে কখনো ভয় পেয় না,
কারণ বাজপাখি সবসময় একাই ওড়ে,
আর পায়রা ওড়ে দল বেঁধে…

খুশি থাকুন কারণ জীবনে সবই চলতে থাকবে,
কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে,
আবার কখনো কোনো পর আপন হয়ে যাবে।

জীবনে ভালো লোক খুঁজতে
গিয়ে সময় নষ্ট করো না…
নিজে ভালো হয়ে যাও…
হয়তো তোমাকে পেয়ে কারো
খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে…

জীবন নিয়ে উক্তি ইংরেজি

” ওপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। ” – Ferdousi Manjira

” নিজের ক্ষমতার ওপর কখনও সন্দেহ কর না।
তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম। “- Ferdousi Manjira

” এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও। ” – Kishore Majumder

” একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে। ” – Kishore Majumder

লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এইধরনের লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

” কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। ” – Kishore Majumder

” শুধু জল দিয়ে স্নান করলে
শরীরের ভাব বদলানো যায়
ঘাম দিয়ে স্নান করলে
ইতিহাস বদলানো যায়। ” – Kishore Majumder

” কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে ,
আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে। ” – Kishore Majumder

” ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ,
ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যার। “- Ferdousi Manjira

” যে তোমাকে ব্যঙ্গ করে , করতে দাও।
দেখবে একদিন তুমি -ই তার গর্বের বিষয় হয়ে উঠবে। “- Kishore Majumder

” তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়ো না , নিজের গল্প নিজেই লেখো। “- Ferdousi Manjira

” কান্না পাচ্ছে কেঁদে নাও। কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। ” – Ferdousi Manjira

” তোমায় শক্তিশালী হতে হবে , এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো , বরং এইজন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। ” – Ferdousi Manjira

” যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। ” – Ferdousi Manjira

” নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো সবকিছু সহজ মনে হবে। ” – Ferdousi Manjira

” শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভবনাকেই বাড়িয়ে দেয়। ” – Kishore Majumder

” পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হল অজুহাত। আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি। ” – Kishore Majumder

” জীবনে একা চলতে শিখতে হয় , কারণ ভীড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। ” – Kishore Majumder

” তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। ” – Kishore Majumder {জীবন নিয়ে উক্তি}

” নিজেকে যত বেশি জানবে অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। ” – Ferdousi Manjira

” একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তুমিটা তোমার সাথে থাকবে। তাই তাকে যত্ন কর। ” – Kishore Majumder

” নিজেকে কখনও ভয়ের কফিনে বন্দি করো না , কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে। ” – Ferdousi Manjira

” যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো , তবে তুমি জিতে গেছো। ” – Ferdousi Manjira

” যন্ত্রণা দেখে পালিয়ে যেও না।
একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। ” – Ferdousi Manjira

” কারো উন্নতি দেখে ঈর্ষা করো না , শিক্ষা নাও তাহলে তোমার উন্নতি হবে। ” – Ferdousi Manjira

” অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনও ভেঙ্গে পড়ো না। নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। ” – Ferdousi Manjira

Leave a Comment