৯৭+ টাকা পয়সা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | টাকা আর ভালোবাসা নিয়ে উক্তি | টাকা নিয়ে উক্তি পিক | টাকার অভাব নিয়ে উক্তি | বাবার টাকা না থাকলে উক্তি

টাকা পয়সা নিয়ে উক্তি: আমরা হয়ত অনেকে টাকা পয়সা নিয়ে উক্তি,টাকার অভাব নিয়ে উক্তি খোজার চেষ্টা করছি অনলাইন থেকে। আমাদের সবার প্রায় একটি ফেসবুক একাউন্ট রয়েছে। আমরা সেখানে বিভিন্ন রকমের উক্তি দিয়ে থাকি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অসাধারণ টাকা পয়সা এর জন্য উক্তি,টাকা আর ভালোবাসা নিয়ে উক্তি। তো চলুন দেখে আসা যাক কিছু ভালো উক্তি:

  • টাকা পয়সা নিয়ে উক্তি
  • খালি পকেট নিয়ে উক্তি
  • টাকার অভাব নিয়ে উক্তি
  • টাকা নিয়ে ছন্দ
  • পাওনা টাকা নিয়ে উক্তি
  • টাকা আর সম্পর্ক
  • টাকা নিয়ে ফানি স্ট্যাটাস
  • বাবার টাকা না থাকলে উক্তি
  • টাকা নিয়ে বাংলা স্ট্যাটাস
  • টাকা থাকলে সবাই আপন
  • টাকা আর বন্ধু নিয়ে উক্তি
খালি পকেট নিয়ে উক্তি, টাকা আর বন্ধু নিয়ে উক্তি, টাকা আর সম্পর্ক, টাকা থাকলে সবাই আপন, টাকা নিয়ে উক্তি পিক, টাকা নিয়ে ছন্দ, টাকা নিয়ে ফানি স্ট্যাটাস, টাকা নিয়ে বাংলা স্ট্যাটাস, টাকা পয়সা নিয়ে উক্তি, টাকা পয়সা নিয়ে কবিতা, টাকার অভাব নিয়ে উক্তি, পাওনা টাকা নিয়ে উক্তি, বাবার টাকা না থাকলে উক্তি

টাকা পয়সা নিয়ে উক্তি

নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।

টাকা হারিয়ে ফেলা খুবই সহজ কিন্তু, টাকা উপার্জন করা খুবই কঠিন।

বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।

খালি পকেট নিয়ে উক্তি, টাকা আর বন্ধু নিয়ে উক্তি, টাকা আর সম্পর্ক, টাকা থাকলে সবাই আপন, টাকা নিয়ে উক্তি পিক, টাকা নিয়ে ছন্দ, টাকা নিয়ে ফানি স্ট্যাটাস, টাকা নিয়ে বাংলা স্ট্যাটাস, টাকা পয়সা নিয়ে উক্তি, টাকা পয়সা নিয়ে কবিতা, টাকার অভাব নিয়ে উক্তি, পাওনা টাকা নিয়ে উক্তি, বাবার টাকা না থাকলে উক্তি

ধণী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর।– আল হাদিস

যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।

খালি পকেট নিয়ে উক্তি, টাকা আর বন্ধু নিয়ে উক্তি, টাকা আর সম্পর্ক, টাকা থাকলে সবাই আপন, টাকা নিয়ে উক্তি পিক, টাকা নিয়ে ছন্দ, টাকা নিয়ে ফানি স্ট্যাটাস, টাকা নিয়ে বাংলা স্ট্যাটাস, টাকা পয়সা নিয়ে উক্তি, টাকা পয়সা নিয়ে কবিতা, টাকার অভাব নিয়ে উক্তি, পাওনা টাকা নিয়ে উক্তি, বাবার টাকা না থাকলে উক্তি

টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।

প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।

অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।

যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন বোধ হয় আর কেউই হতে পারে না।

যখন আমাদের টাকা থাকে, তখন আমরা ভুল করা শুরু করি।

মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।

যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।

টাকা মানুষকে পরিবর্তন করে না!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।

খালি পকেট নিয়ে উক্তি, টাকা আর বন্ধু নিয়ে উক্তি, টাকা আর সম্পর্ক, টাকা থাকলে সবাই আপন, টাকা নিয়ে উক্তি পিক, টাকা নিয়ে ছন্দ, টাকা নিয়ে ফানি স্ট্যাটাস, টাকা নিয়ে বাংলা স্ট্যাটাস, টাকা পয়সা নিয়ে উক্তি, টাকা পয়সা নিয়ে কবিতা, টাকার অভাব নিয়ে উক্তি, পাওনা টাকা নিয়ে উক্তি, বাবার টাকা না থাকলে উক্তি

যার টাকা আছে…… তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।

টাকা নিয়ে বাংলা স্ট্যাটাস

টাকা কে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে টাকা এবং স্বাধীনতা দুটোই পাওয়া যায়।

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ.. মানুষকে সুখ এনে দিতে পারে না।

নিজের উপার্জিত টাকা হয়তোবা তোমাকে ধনী বানাবে না_ কিন্তু তোমাকে স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করবে।

আপনি যত বেশি টাকা উপার্জন করবেন ঠিক ততটাই বেশি সমস্যার সম্মুখীন হবেন।

অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে টাকাই সবকিছু দিতে পারবে না।

টাকা এর বোঝা সবাই বহন করতে পারে না.., টাকা শুধু তারই কাছে আসে যে টাকা বহন করতে পারে।

টাকা নিয়ে ছন্দ

যার সম্পদ এর চাহিদা বেশি_ তার চিন্তাটাও অনেক বেশি ।

যতটা পাওনা তা আদায় করো_ যতটা পার তা সঞ্চয় করো।

টাকা থাকলেই সব কেনা যায়__আর টাকা না থাকলে সব চেনা যায়।

টাকা উপার্জন করতে হলে বীরত্বের প্রয়োজন_ আর ধরে রাখতে হলে বিচক্ষণতার প্রয়োজন।

জগতে টাকা এর আছে প্রয়োজন__ সৎ পথে কর তা উপার্জন।

টাকায় মিলায় সুখ, টাকায় মিলায় প্রিয়জন__ টাকা ছাড়া শূন্য আমি, শূন্য এ ভুবন।

সব সময় এ কথা মাথায় রাখবেন.. অর্থই অনর্থের মূল।

এ জগতে হায় সবাই টাকা চায়__টাকা ছাড়া দুনিয়া অচল.., বেঁচে থাকা দায়।

টাকার অভাব নিয়ে উক্তি

টাকা মানুষকে সুখী করে না!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে’!– বিল গেটস

টাকা ও ক্ষমতাও এক ধরনের সৌন্দর্য।-রেদোয়ান মাসুদ

আমার অবাক লাগে, যখন স্ট্যাটস দিয়ে প্রতিভাদের বাতিল করে দেয়া হয়। স্ট্যাটস দেখলে আমিও বাদ পড়ে যেতাম। আমার বয়স যখন ১৫, আমি ডানপায়ে ২০ মিটার আর বাম পায়ে ১৫ মিটারের বেশি দুরে বল পাঠাতে পারতাম না। আমার কোয়ালিটি ছিল স্কিল আর ভিশন, কোন কম্পিউটারের সেটা ধরার ক্ষমতা নেই।– ইয়োহান ক্রুইফ

ভালোবাসা, অর্থ ও পুরস্কার আদায় করে নিতে হয়।– নির্মলেন্দু গুণ

যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।

প্রেম করতে টকার প্রয়োজন না হলেও প্রেম টিকিয়ে রাখতে ঠিকই টাকার প্রয়োজন হয়।– রেদোয়ান মাসুদ

পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না। মানসিক সন্তোষই প্রধান ধন।– আল হাদিস

ধনের যদি সদ্ব্যবহার করা হয়, তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধনবৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে।– আল হাদিস

তোমাদের ধনসম্পদ ও পুত্রকন্যা আমার ণৈকট্যলাভের সহায়ক হবে না।– আল কুরআন

যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত!– সক্রেটিস

টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!

এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।

এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না!! যদি আপনার টাকা থাকে।

বাবার টাকা না থাকলে উক্তি

অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও, স্বভাব বদলাতে পারে না।

স্বার্থ আর অর্থ…! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।

যদি একজন ব্যক্তির কাছে….শুধুমাত্র টাকা থাকে, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।

টাকায় ভরা হাতটির চেয়ে….! বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।

কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না!! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার।

টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।

টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।

আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!

বেকার ছেলেটাও বোঝে,, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।

জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।

টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।

অর্থ মানুষকে পিশাচ করে তোলে আবার অর্থই মানুষকে মহৎও করে তোলে ।
— ক্যাম্বেল

টাকা দিয়ে সব কিনে নেয়া যায়, কিন্তু সুখ কিনে নেয়া যায় না ।
— এইচ আর এস

টাকার অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
— এইচ আর এস

টাকার কারনেই মানুষ হবে যায় অমানুষ ।
— এইচ আর এস

একজন পুরুষের আসল শক্তি হলো- তার কত টাকা আছে সেটা ।
— এইচ আর এস

জীবনে সুখী হতে হলে, টাকার প্রয়োজন । এই কথা ঠিক নয় ।
— এইচ আর এস

টাকার বোঝা সবাই বহন করতে পারেনা, টাকা শুধু তাদের কাছেই আসে যারা এর বোঝা বহন করতে পারে ।
— সংগৃহীত

টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন । আর আপনি যদি টাকার আদেশে চলেন, তাহলে সত্যিই আপনি গরীব হবেন ।
— এডমন্ড বার্ক

আমি আপনাকে ধনী হওয়ার গোপন কথা বলে দিচ্ছি । অন্যরা যখন ভীত হয় তখন আপনি লোভী হওয়ার চেষ্টা করুন । অন্যরা যখন লোভী হয় তখন আপনি ভীত হওয়ার চেষ্টা করুন ।
— ওয়ারেন বাফেট

পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার, আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার ।
— এইচ আর এস

আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।

টাকায় টাকা আনতে পারে..! কিন্তু সম্মান আনতে পারে না।

টাকা আর ভালোবাসা নিয়ে উক্তি

টাকার জন্যই প্রিয় মানুষকে অনেক সময় হারাতে হয় ।

টাকা হলো পুরুষের পারফিউম, যা নারীদের আকর্ষণ করে।

টাকা!! প্রেম ভালোবাসা কিনতে পারে না, কিন্তু আর্থিকভাবে তোমার বিপদ কে রক্ষা করতে পারে ।

যে পুরুষের টাকা নেই তার কোন ভালোবাসার মানুষ নেই, আর যার টাকা আছে তার ভালোবাসার মানুষের অভাব নেই।

টাকার অভাব যখন আসে প্রিয় মানুষটির জানালা দিয়ে চলে যায় ।

সবকিছুর টাকা-দিয়ে-কেনা গেলেও ..,ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না।

একটি নির্দিষ্ট সময়ে গিয়ে দেখবেন অর্থের প্রয়োজনের চেয়ে আপনার প্রিয় মানুষকে বেশি প্রয়োজন।

টাকার ওপর যেমন গুরুত্ব দিতে হয় ঠিক তেমনি প্রিয় মানুষের উপর গুরুত্ব দিতে হয়।

মানুষের প্রিয় হতে হলে অর্থ উপার্জন করতে হয়_ যার কাছে অর্থ নেই সে কখনোই কারো প্রিয় হতে পারে না।

টাকা নিয়ে প্রবাদ

টাকার বোঝা কিন্তু সবাই নিতে পারে না।

যে ব্যক্তি টাকা খরচ করে এবং জমায় ..সে ই পৃথিবীর সুখী ব্যক্তি।

যে ব্যক্তির টাকা কম আছে সে গরিব নয়। কিন্তু যে অসৎ, পথে টাকা উপার্জন করতে চায় সেই হলো প্রকৃত গরিব।

যে অর্থ চায় সে পৃথিবীর সকল কিছুর পিছনে ছুটে।

টাকা এর লোভ মানুষকে সত্যের পথ থেকে দূরে ঠেলে দেয়।

বড় বড় মনীষীরা বলেছেন সবসময় টাকার পেছনে না ছুটে সত্যের পেছনে ছুটতে হয়।

তুমি সবসময় সর্বদা সত্য কথা বল এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখ।

টাকা মানুষকে হিংস্র করে তুলতে পারে।

লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।

একটি বাস্তব সত্য হলো- অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ।

এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।

যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।

সুখী হতে যদি টাকা লাগে, তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।

প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।

টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।

টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!

অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।

টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।

পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।

টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!

টাকার পিছনে না ছুটে, কর্মের পিছনে ছুটুন, কর্মই আপনাকে টাকা এনে দিবে ।
— এইচ আর এস

টাকার বোঝা সবাই বহন করতে পারে না ।
— এইচ আর এস

টাকা এবং নারী, সকল অপরাধের মূল ।
— এইচ আর এস

টাকার চেয়ে সময় বেশি মূল্যবান । আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু সময় সীমিত ।
— জিম রোহান

সেই ব্যক্তি সবচেয়ে ধনী, যার আনন্দ সবচেয়ে কম।
— হেনরি ডেভিড থোরিও

তোমার যখন অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে সবাই কে, আবার তোমার যখন টাকা থাকবে না, তখন সবাই ভুলে যাবে তুমি কে ।
— বিল গেটস

মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ বা টাকা নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না ।
— সংগৃহীত

আপনি যতো বেশি অর্থ উপার্জন করবেন,, ততো বেশি সমস্যার সম্মুখীন হবেন।

যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।

একজন ধনী ব্যক্তি, অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!

আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।

যে ব্যক্তি টাকার অহংকার করে….! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।

সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।

টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।

টাকা পয়সা নিয়ে কবিতা

-সুদীপ্ত সরকার

টাকা পয়সাকে দেখে অবহেলায় ৷
পয়সা ছাড়া টাকার হিসেব না হয় ৷
বুঝতে পারে না টাকা,পয়সার কষ্ট ৷
মূল্য বাড়িয়ে পয়সাকে করে নষ্ট ৷
গর্বিত ছেঁড়া টাকা এল পয়সার কাছে ৷
পয়সা আনন্দে কয় বিড়াল উঠল গাছে ৷
বড়ো হতে গেলে আগে ছোট হতে হয় ৷
ছেঁড়া টাকা মূল্যহীন,এটা মিথ্যা নয় ৷
পয়সা দিয়ে হিসাব পুরোপুরি মেলে ৷
অহঙ্কারী হয়েও টাকা কভু বসে খেলে ৷
টাকা-পয়সা উভয়েরই দরকার জগতে ৷
নইলে যে ভারসাম্য হবে গোলমেলেতে ৷
পয়সা ছোট,টাকা বড়ো ভেদাভেদ নয় ৷
মূল্যের নিরিখে মোদের পরিচয় ৷

টাকা নিয়ে উক্তি পিক

টাকা পয়সা নিয়ে উক্তি,টাকা পয়সা নিয়ে কবিতা,টাকা নিয়ে উক্তি পিক
টাকা পয়সা নিয়ে উক্তি
টাকা পয়সা নিয়ে উক্তি,টাকা পয়সা নিয়ে কবিতা,টাকা নিয়ে উক্তি পিক
টাকা পয়সা নিয়ে উক্তি,টাকা পয়সা নিয়ে কবিতা,টাকা নিয়ে উক্তি পিক

তো আজকে আমরা দেখলাম কিছু টাকা পয়সা নিয়ে উক্তি,টাকা পয়সা নিয়ে উক্তি,টাকা পয়সা নিয়ে কবিতা,টাকা নিয়ে উক্তি পিক। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অব্যশয় আমাদের অন্যান্য পোস্ট পড়ে ‍দেখবেন। টাকা পয়সা নিয়ে উক্তির মতো ভালো উক্তি পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Comment