বাস্তুসংস্থান কাকে বলে? বাস্তুসংস্থানের উপাদান: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
![বাস্তুসংস্থান কাকে বলে? বাস্তুসংস্থানের উপাদান [নতুন তথ্য]](https://i0.wp.com/myarfan.com/wp-content/uploads/2023/03/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8.png?resize=800%2C500&ssl=1)
বাস্তুসংস্থান কাকে বলে? বাস্তুসংস্থানের উপাদান
বেঁচে থাকার তাগিদে কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় ও জড় পরিবেশের মাঝে নিবিড় সম্পর্ক গড়ে উঠে। জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের অন্তঃসম্পর্কই বাস্তুসংস্থান।
বাস্তুসংস্থানের উপাদানসমূহ
বাস্তুসংস্থান মূলত দুটি উপাদান দ্বারা গঠিত। যথা :
১. জড় উপাদান
২. জীব উপাদান।
১. জড় উপাদান : অজৈব, জৈব ও ভৌত উপাদান জড় উপাদানের অন্তর্গত।
ক. অজৈব উপাদান : পানি, মাটি ও খনিজ লবণ হলো বাস্তুসংস্থানের অজৈব উপাদান।
খ. জৈব উপাদান : উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পঁচা অংশই হলো জৈব উপাদান। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে ইউরিয়া ও হিউমাস তৈরি হয়। এগুলো মাটির জৈব উপাদান।
গ. ভৌত উপাদান : একটি পরিবেশ ভৌত অবস্থার উপর বহুলাংশে নির্ভরশীল। এগুলো হলো :
i) জলবায়ু
ii) মাটির বৈশিষ্ট্য
iii) মাটির গঠন
iv) হিউমাস ও খনিজ লবণ
v) ভূপ্রাকৃতিক কারণ।
২. জীব উপাদান : বাস্তুসংস্থানের জৈব উপাদান বলতে সে সকল জীবকে বোঝায় যাদের জীবনের অস্তিত্ব বর্তমান। এ জীব সম্প্রদায়ের মাঝে যে শক্তি প্রবাহিত হয় তার মূল উৎস সূর্য।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”বাস্তুসংস্থান কাকে বলে? বাস্তুসংস্থানের উপাদান” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।