বীজগণিতের সূত্র সমূহ এর লিস্ট {৬ষ্ঠ-১০ম শ্রেণি}

পড়াশোনা করতে গিয়ে বিশেষ করে গণিত করতে গিয়ে আমাদের সকলেরই বীজগণিতের সূত্র সমূহ জানতে হয়। তাই না? জ কে তোমরা জানতে পারবে বীজগণিতের কিছু গুরুত্বপূর্ন সূত্র সমূহ যেমন: মান নির্ণয়ের সূত্র, বর্গের সূত্র, ঘন এর সূত্র, সূচকের সূত্র সমূহ, লগের সূত্র সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বীজগণিতের সূত্র বাস্তব জীবন থেকে শুরু করে আমাদের academic বিভিন্ন কাজে প্রয়োজন হয়। আপনি যদি বীজগণিতের সূত্রগুলোকে খুব ভালোভাবে মুখস্ত রাখতে পারেন তাহলে বিভিন্ন কঠিন অংকের সমাধান খুব সহজে বের করে ফেলতে পারবেন আপনি। এছাড়া বীজগণিতের সূত্র সমূহ সঠিকভাবে জানা থাকলে আপনার গণিতের মূল কাঠামো শক্ত হয়ে গড়ে উঠতে থাকবে।

নিচে আমরা বীজগণিতের প্রয়োজনীয় সূত্রসমুহের একটি লিস্ট/List তৈরি করেছি এবং সেটাকে Present করেছি। আপনারা এই সূত্রগুলোকে মুখস্ত করার মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন এবং সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন,ইনশাল্লাহ। এছাড়াও আমরা একটি পিডিএফ ফাইল ও High কোয়ালিটি পিকচার দিয়ে দিয়েছি। আপনারা এগুলো ডাউনলোড করে খুব সহজে অফলাইনেও বা অনলাইনে অনুশীলন করতে পারবেন। বীজগণিতের সব সূত্র pdf Download Korte Parben Ekhan Theke.

ঘন এর কিছু গুরুত্বপূর্ন সূত্র

বীজগণিতের সূত্র সমূহ ঘন  কিছু গুরুত্বপূর্ন  সূত্র
বীজগণিতের সূত্র সমূহ ঘন কিছু গুরুত্বপূর্ন সূত্র
  • (a + b)³ = a³ + 3a2b + 3ab2 + b³
  • (a + b)³ = a³ + b³ + 3ab (a + b)
  • (a – b)³ = a³ – 3a2b + 3ab2 – b3
  • (a – b) ³ = a³ – b³ – 3ab (a – b)
  • a³ + b³ = (a + b) (a2 – ab + b2)
  • a³ + b³ = (a + b)³ – 3ab (a + b)
  • a³ – b³ = (a – b) (a2 + ab + b2)
  • a³ – b³ = (a – b)³ + 3ab (a – b)

মান নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ন সূত্র

বীজগণিতের সূত্র সমূহ মান নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ন সূত্র
বীজগণিতের সূত্র সমূহ মান নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ন সূত্র
  • (a + b) 2 = (a – b)2 + 4ab
  • (a – b) 2 = (a + b) 2 – 4ab
  • a2 + b 2 = (a + b) 2 – 2ab
  • a2 + b 2 = (a – b)2 + 2ab
  • 4ab = (a + b) 2– (a – b) 2
  • 2 (a 2 +b 2) = (a + b) 2 + (a – b)2
  • a³ – b³ = (a – b)³ + 3ab (a – b)
  • a³ + b³ = (a + b)³ – 3ab (a + b)

সূচকের কিছু গুরুত্বপূর্ন সূত্রাবলী (বীজগণিতের সূত্র সমূহ)

বীজগণিতের সূত্র সমূহ সূচকের কিছু গুরুত্বপূর্ন সূত্রাবলী
বীজগণিতের সূত্র সমূহ সূচকের কিছু গুরুত্বপূর্ন সূত্রাবলী
  • a^m \times a^n = a^{m+n}
  • \frac{a^m}{a^n} = a^{m-n}
  • (ab)^n = a^nb^n
  •  (\frac{a}{b})^n = \frac{a^n}{b^n}, (b \neq 0)
  •  (a^m)^n = a^{mn}
  • a^{-n} = \frac{1}{a^n}, (a \neq 0, n \in N)
  •  a^0 = 1, (a \neq 0)
  •  a^x = a^y হলে, x = y যখন, বীজগণিতের সব সূত্র pdf, বীজগণিতের সূত্র, বীজগণিতের সূত্র সমূহ, বীজগণিতের সূত্র সমূহ class 7, বীজগণিতের সূত্র সমূহ class 7 pdf, বীজগণিতের সূত্র সমূহ class 8, বীজগণিতের সূত্র সমূহ class 8 pdf, বীজগণিতের সূত্র সমূহ class 9, বীজগণিতের সূত্র সমূহ ক্লাস ১০o, a \neq 1″>
  • a^{-1} = \frac{1}{a}, (a \neq 0)}
  • \sqrt{a}= a^{\frac{1}{2}}
  •  \sqrt[3]{a}= a^{\frac{1}{3}}
  •  \sqrt[n]{a}= a^{\frac{1}{n}}

Read More: বেতার রচনা সকল শ্রেণির জন্য

লগের কিছু গুরুত্বপূর্ন সূত্র

বীজগণিতের সূত্র সমূহ লগের  কিছু গুরুত্বপূর্ন  সূত্র
বীজগণিতের সূত্র সমূহ লগের কিছু গুরুত্বপূর্ন সূত্র

বর্গের কিছু গুরুত্বপূর্ন সূত্র

বীজগণিতের সূত্র সমূহ বর্গের  কিছু গুরুত্বপূর্ন সূত্র
বীজগণিতের সূত্র সমূহ বর্গের কিছু গুরুত্বপূর্ন সূত্র
  • (a + b)2 = a 2 + 2ab + b 2
  • (a – b)2 = a 2 – 2ab + b 2
  • a2 – b2 = (a + b) (a – b)
  • (a + b) 2 = (a – b)2 + 4ab
  • (a – b) 2 = (a + b) 2 – 4ab
  • a2 + b 2 = (a + b) 2 – 2ab
  • a2 + b 2 = (a – b)2 + 2ab
  • 4ab = (a + b) 2– (a – b) 2
  • 2 (a 2 +b 2) = (a + b) 2 + (a – b)2
  • 2 (ab + bc + ca) = (a + b + c) 2 – (a2 + b2 + c2)
  • (a 2 + b 2+ c 2) = (a + b + c) 2 – 2 (ab + bc + ca)

You Can Also Read: জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

বীজগণিতের সূত্র সমূহ ক্লাস 10,9,8,7

  1. (a + b)³ = a³ + 3a2b + 3ab2 + b³
  2. (a + b)³ = a³ + b³ + 3ab (a + b)
  3. (a – b)³ = a³ – 3a2b + 3ab2 – b3
  4. (a – b) ³ = a³ – b³ – 3ab (a – b)
  5. a³ + b³ = (a + b) (a2 – ab + b2)
  6. a³ + b³ = (a + b)³ – 3ab (a + b)
  7. a³ – b³ = (a – b) (a2 + ab + b2)
  8. a³ – b³ = (a – b)³ + 3ab (a – b)

Leave a Comment