ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
![ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? [নতুন তথ্য] |ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়? [নতুন তথ্য]](https://i0.wp.com/myarfan.com/wp-content/uploads/2023/03/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC.png?resize=800%2C500&ssl=1)
ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?
ব্যাটারির রেটিং (Rating of Battery) বলতে উহার ভোল্টেজ, অ্যাম্পিয়ার-আওয়ার ক্যাপাসিটি, ডিসচার্জ হার বা রেট ইত্যাদিকে বোঝায়। একটি ব্যাটারির রেটিং এ উহার ভোল্টেজ ক্যাপাসিটি, অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি অর্থাৎ কত ঘন্টায় কী পরিমাণ অ্যাম্পিয়ার সরবরাহ দিতে সক্ষম, কীভাবে চার্জ করতে হবে তা উল্লেখ থাকবে। একটি ব্যাটারির রেটিং ১২ ভোল্ট, ৮০ অ্যাম্পিয়ার-আওয়ার বলতে বোঝায়, উহা ১২ ভোল্টের লোডে সংযুক্ত করা যাবে এবং লোড ৮ অ্যাম্পিয়ার হারে ১০ ঘন্টা চলতে সক্ষম।
ব্যাটারির রেটিং দুই ভাবে প্রকাশ করা হয়। যথা:- (ক) কারেন্ট রেটিং (Current Rating) এবং ভোল্টেজ রেটিং (Voltage Rating)।
কারেন্ট রেটিং : কোন নির্দিষ্ট হারে ব্যবহৃত সময়ে কারেন্ট সরবরাহের ক্ষমতাকে ব্যাটারির কারেন্ট রেটিং বলে। ইহা ব্যাটারির গঠন এর উপর নির্ভর করে। অর্থাৎ সেলে ব্যবহৃত এ্যাকটিভ পদার্থের পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভর করে।
ভোল্টেজ রেটিং : কোন নির্দিষ্ট হারে ব্যবহৃত সময়ের জন্য ভোল্টেজ সরবরাহের ক্ষমতাকে ব্যাটারির ভোল্টেজ রেটিং বলে। ইহা ব্যাটারিতে ব্যবহৃত এ্যাকটিভ পদার্থের ধরণ ও গুণাগুণের উপর নির্ভর করে।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।