তো আজকে আমরা দেখবো মেয়ে পটানোর লাভ লেটার। আশা করি আপনাদের ভালো লাগবে।
মেয়ে পটানোর লাভ লেটার

প্রিয় জান,তুমি জানতে চাই ছিলেনা আমার কাছে,? তোমাকে প্রথম দেখার পর আমার অনুভতি কি ছিল…..আমি তখন কি করেছিলাম তোমাকে দেখে…. আজকে তোমাকে সেই দিনের কিছু অনুভর্তি দিয়ে এই চিঠিটা লিখব……. আমি হয়তো বলে বা লিখে তোমাকে বুঝাতে পারব। তার পরেও ছেষ্টা করব তোমাকে কিছু লিখতে……আশা করি তুমি ভাল আছ….. তোমার ওই মেঘকালো চুল দেখেছিলাম প্রথম…… মনে হচ্ছিল যেন একরাশ মেঘ নেমে এসেছে এই ধরনী তে…….. আমি তাকিয়ে ছিলাম অপলক তোমার দিকে…… তারপর তুমি যখন ফিরে তাকালে আমার দিকে মনে হল আমি যেন অন্ধ…….. এত সুন্দর হাসি যে দেখিনি কখনো….. তুমি হাসছিলে আর আমার মনে হচ্ছিলো যেন সে হাসিতে মুক্তো ঝরছে…… কি অমলিন সে হাসি……. সেইদিনই আমি তোমার প্রেমে পড়েছিলাম…… সে দিন রাতে আমার ঘুম হয় নাই..….… চোখ বন্ধ করলেই তোমার সুন্দর হাসি আমার সামনে ভেসে ওঠে……চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখি…… আমি চোখ বন্ধ করলেই তোমার ওই মেঘকালো চুল দেখি……আমার দুচখের পাতা এক করতে পারি নাই ওই রাতে…… এই রাতটি ছিল আমার কাছে, আমার জিবনের সব থেক বেষ্ট রাত…… এই দিনটি ছিল আমার কাছে, আমার জিবনের সব থেক বেষ্ট দিন……তোমাকে যে দিন প্রথম দেখেছিলাম,ওদিন,ওই রাতটি আমার জীবেন,সরণিয় হয়ো থাকবে…… তোমার এই হাসিটি ছিল,আমার দেখা এপযন্ত পৃথিবীর সবচেয়েয়ে সুন্দর হাসি….. তোমার এই চুল গুলো ছিল এই পর্যন্ত দেখা সব থেকে সুন্দর চুল…… আমি সে থেকেই তোমার প্রেমে পড়ে যাই….তোমার প্রেমে পড়েছি,তোমাকে নিয়ে এখন সব ভাবনা…. তোমাকে নিয়ে এখন যত সব সপ্ন আমার…. আপাতত আর কিছু জানি না…. আমি আল্লাহর কাছে দোয়া করি যেন, তোমার সেই মিষ্টি হাসি….মেঘকালো চুল,সৌরভী মুখটা যেন সব সম এ রকমত্র থাকে….ভাল থেক,আর আমার জন্নে দোয়া করবে….. ইতি তোমার………. আপনার নাম
প্রিয়তমাকেমন আছ তুমি?? আশা করি ভাল আছ আমার জীবনের এই প্রথম কাউকে চিঠি লিখতেছি। কি লিখব কিছুই বুঝতে পারতেছি না। জান আমি না ভাল নেই। একটু আগেও আমি ভাল ছিলাম, একটু আগে রেডিওটা অন করলাম, ভালবাসার বাংলাদেশ নামক একটা অনুস্টান চলতেছিল রেডিও 90.4 FM তে। সেখানে বলতেছিল,আপনি যদি কাউকে ভালবাসেন,তাকে ভালবাসার কথা বলে ফেলুন। না হলে হয়তো কালকে অন্য কেউ বলে ফেলতে পারে।এ কথাটা শুনার পর আমার মনটা একবারে খারাফ হয়ে গেছে। ভালবাসা আসলে কি আমি জানি না। যে দিন প্রথম তোমাকে দেখেছিলাম, আজ অবধি তোমার মুখটা আমি ভুলতে পারি নাই। তোমাকে একদিন না দেখলে কেমন জানি শূন্য শূন্য লাগে আমার। তোমাকে অনেক কিছু বলতে চায় এ মন কিন্তু তোমাকে দেখলে কেমন জানি সব কিছু ভুলে যাই।অনেক বার চেস্টা করেছি,কিন্তু কিছু বলতে চেয়েও বলতে পারি নাই।
Also Read: খালাতো বোন যখন বউ রোমান্টিক ভালোবাসার গল্প
তোমাকে যতই দেখি,ততই দেখতে মন চায়। আমি আমার জিবনের চেয়েও তোমাকে বেশি ভালবাসি হয়তো সব কিছু ভুলে যেতে পারব,কিন্তু তোমাকে ভুলতে থাকতে পারবা না.…… তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করা আমার কাছে দোযুগের সমান। আর বেশি কিছু লিখে তোমার সময় নস্ট করব না। তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার শেষ প্রেম। তোমার প্রেমে পড়েছি, তোমাকে নিয়ে এখন সব ভাবনা আমার,তোমাকে নিয়ে এখন যত সব সপ্ন আমার, আপাতত আর কিছু জানি না। আই লাভ ইউ ,,,,,, প্রিয় মানুষটির নাম ……….আমার এই চিঠি সাদা কাগজ ভেবে ফেলে দিওনা তোমার বুকের মধ্যে ঠাই দিও। তোমার উত্তরের আসায় রইলাম। ইতিঃ তোমার প্রেমের পাগল ………. আপনার নাম
প্রিয়তমাআসাকরি ভালো আছো। পত্রের প্রথমে তোমাকে জানাই প্রস্ফুটিত একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা।জীবনের প্রথম পত্র লিখতে বসলাম কি লিখে তোমাকে সম্বধন জানাবো সেই ভাষা আমার জানা নাই। জীবনে অনেক মেয়েকে দেখেছি, কিন্তু তোমার মতো করে কাউকে দেখিনি,তাই মন ও দেইনি,ভালোও বাসিনি, তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। হয়তো ভাববে আমি পাগল হ্যা আমি পাগল শুধু তোমার প্রেমের পাগল। যেদিকে তাকাই সেদিকেই তোমাকে দেখেতে পাই এক মুহুর্তের জন্যও ভুলে থাকতে পারিনা। এখন অনেক রাত হয়তো তুমি ঘুমিয়ে গেছো, কিন্তু আমি এখনো জেগে আছি শুধু তোমার জন্য, কি করে ঘুমাবো আমার ঘুমতো তুমি কেরে নিয়েছো দু চোখ বন্ধ করলেই শুধু তুমি আর তুমি। তোমাকে এক মুহুর্ত না দেখলে আমি পাগল হয়ে যাই তাই তো তুমি যেখানে যাও আমিও সেখানে ছুটে যাই। আমার এই চিঠি সাদা কাগজ ভেবে ফেলে দিওনা তোমার বুকের মধ্যে ঠাই দিও বেসি কিছু লিখে তোমার মুল্যবান সময় নস্ট করবো না।।
তোমার উত্তরের আসায় রইলাম।
মেয়ে পটানোর লাভ লেটার