আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আমরা আজকে রূপের অহংকার নিয়ে কয়েকটি বিশেষ উক্তি দেখবো বা পড়বো। আমাদের এই উক্তি গুলো সব ইন্টারনেট থেকে নেওয়া। এবং এগুলো খুজতে MyArfan.com টিম এর অনেক কষ্ট হয়েছে। তাই এগুলো প্লিজ শেয়ার করবেন।

রূপের অহংকার নিয়ে ভালো ভালো উক্তি
রূপের অহংকার তারাও একদিন করেছিলো। যারা আজ সারে তিন হাত মাটির নিচে।
এতো রূপের অহংকার কিসের? আপনি মরে গেলে তো আপনার নিজের আত্মীয়রা আপনাকে ছুঁয়েছে বলে স্নান করে ঘরে উঠবে।
রূপের অহংকার করো না কখনো। তোমার মতো কোটি কোটি সুন্দর শরীর মাটির নিচে পচছে যুগ যুগ ধরে।
অহংকার গুনের জন্য করা ভালো, রূপের জন্য নয়।
টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার ও রূপের বড়াই এগুলো রাখবে কোথায়? কাফনের তো পকেট নাই।
অহঙ্কারের মতো বড় শত্রু নেই।
—চাণক্য
লোভী ও অহঙ্কারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে।
—জন রে
যে ব্যক্তি নিজের মনেই নিজেকে বড় বলে জানে, চলার সময় অহংকার করে চলে, সে আল্লাহর সাথে সাক্ষাৎকারে তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন ।
—বুলুগুল মারাম –
বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।
—জাহাবি
কোন কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে, সে প্রকৃতপক্ষে অহংকারী।
—মার্শাল
একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করে দেয়।
—পিনিরো
একজন অহংকারী মহিলা গৃহে আগুন লাগাতে পারে।
—পাবলিয়াস সিয়াস
অহংকার এমন এক আবরণ, যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে।
—জাহাৰি
আমি একজন অহংকারীকে যতখানি ঘৃণা করি, একজন দোষীকে ততখানি করি না।
—হেনরি ব্রান্ড শ
See More: মধ্যযুগের ভারতের ইতিহাস বই pdf
সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।
—ইমাম গাজ্জালি (রঃ)
অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্ত অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়।
—রবীন্দ্রনাথ ঠাকুর
আমার জীবনের যেখানে নিশ্চয়তা নাই, তখন কী দিয়ে অহংকার করব?
—আর্থার গুইটারম্যান
এক কথায় নিজের বড়ত্ব জাহির করার অর্থ অহংকার।
—হেনরি ফোর্ড
গর্বের অবস্থান সকল ভুলের নিচে।
—জন রাসকিন
অহংকারকে জ্ঞানকেও টপকে যেতে পারে আর স্বাভাবিকভাবেই এটা সাধারণ জ্ঞানটুকুওকেও ঢেকে রাখে।
—জুলিয়ান কাসাবিয়ানকাস
অহংকার সর্বদাই প্রশংসা দাবি করে।
—পিয়েরে বইস্টে
এটাই অহংকারই যা ফেরেশতাদেরকে শয়তান বানিয়েছিল আর মানবতা মানুষকে বানিয়েছিল ফেরেশতা।
মানুষের নিজের ভুলগুলোর উপর পর্দা পড়ে যাওয়াই হলো অহংকার।
—প্রবাদ
অহংকার সর্বদাই পতনের আগে এসে থাকে।
—স্প্যানিশ প্রবাদ
ভালো উক্তি রূপের অহংকার নিয়ে উক্তি

অহংকার হলো কে সঠিক তা নিয়ে আর মানবতা হলো কি সঠিক তা নিয়ে।
—এজরা টি বেনসন
অহংকার এর কাছে সব কিছুর মূল্য দিলেও সে তোমার কাছে কিছুই রেখে যাবে না।
—সংগৃহীত
অহংকার তোমার জন্য এক মহা বিপজ্জনক জায়গা তৈরি করে ফেলতে পারে যদি তুমি না জানো কিভাবে এটাকে দমন করতে হয়।
—লেডি গ্যাগা
জ্ঞান হলো অহংকারের ব্যস্তানুপাতিক, যতই জ্ঞান বাড়বে অহংকার কমবে আর যতই জ্ঞান কমবে অহংকার বাড়বে।
—আলবার্ট আইনস্টাইন
যদি তোমার অহংকার যদি জিতে যায় তবে মনে রেখো জীবন হেরে যাবে।
—প্রাটিকসা কৌশাল
কিছু সময় মানুষ এটাকে অহংকার ভাবলেও সেটা শুধুই আত্মমর্যাদা বোধ হয়ে থাকে।
—সংগৃহীত
অন্ধকার হলো আলোর অনুপস্থিতি আর অহংকার হলো জাগরণের অনুপস্থিতি।
—ওশো
অহংকার কখনোই সত্যকে মানে না।
—গৌতম বুদ্ধ
তোমার অহংকারই হলো তোমার সর্বশ্রেষ্ঠ শত্রু তাই এটাকে আজই মেরে ফেলো।
—সংগৃহীত
অহংকার পতনের মূল ।
—আল হাদিস
অহঙ্কার কে সামান্যের মাঝেই রাখো, নতুবা একজন মানুষ হিসেবে নিজের মর্যাদা রাখতে পারবা না।
—জন সেলডেন
সবসময় স্মরণ রাখবে যে, তােমার মাথা তােমার টুপির চেয়ে উপরে নয়।
—জন লিলি
অহংকার সব সময়ই দুটি মানুষের ভিতর সবচেয়ে বেশি দূরত্ব সৃষ্টি করে থাকে।
—সংগৃহীত
অহংকার হলো অ্যাধাত্মিক ক্যান্সার যা মনের মাঝের ভালোবাসা এবং যাবতীয় গুণকে গ্রাস করে।
—সি লেউস
যদি তোমার আত্ম মর্যাদা তোমার হৃদয়ের চেয়ে বড় এবং তোমার অহংকার তোমার মাথার চেয়ে বড় হয় তবে তা ছাড়ার চেষ্টা কর। কেননা তা না হলে তুমি একা হয়ে যাবে।
—সংগৃহীত
চরিত্রের অহংকার সবচেয়ে বড় অহংকার।
—জেফারসন
প্রত্যেকটি অহংকারী লোককে দুঃসহ অবস্থার সম্মূখীন হতে হবে।
- See More: কে কে আপনার ওয়াইফাই চালাচ্ছে