শুষ্ক বরফ কাকে বলে? | শুষ্ক বরফ এর ব্যবহার [নতুন তথ্য]

শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক বরফ এর ব্যবহার: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।

শুষ্ক বরফ কাকে বলে? | শুষ্ক বরফ এর ব্যবহার [নতুন তথ্য]

শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক বরফ এর ব্যবহার

0°C তাপমাত্রায় এবং 40 বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বর্ণহীন তরলে পরিণত হয়। এই তরলকে কম চাপে বাষ্পীভূত করলে তরল CO2 আরো শীতল হয়ে কঠিন কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে। এই কঠিন CO2- কেই বলা হয় শুষ্ক বরফ। এটি দেখতে বরফের মতো সাদা এবং উষ্ণতা বরফের চেয়ে অনেক কম। একে ড্রাই আইস বা শুষ্ক বরফ বলা হয়।

ব্যবহার :

i. একে হিমায়ক হিসাবে মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণে ব্যবহার করা হয়।
ii. কোকাকোলা জাতীয় পানীয় তৈরিতেও এর ব্যবহার হয়।

আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক বরফ এর ব্যবহার” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।

Leave a Comment