স্থির ফুটনাঙ্ক মিশ্রণ বা সমস্ফুটন মিশ্রণ কাকে বলে?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
![স্থির ফুটনাঙ্ক মিশ্রণ বা সমস্ফুটন মিশ্রণ কাকে বলে? [নতুন তথ্য]](https://i0.wp.com/myarfan.com/wp-content/uploads/2023/03/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF.png?resize=800%2C500&ssl=1)
স্থির ফুটনাঙ্ক মিশ্রণ বা সমস্ফুটন মিশ্রণ কাকে বলে?
যে তরল-তরল মিশ্রণ একটি বিশুদ্ধ পদার্থের ন্যায় তার সংযুক্তি অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে থাকে তাকে স্থির ফুটনাঙ্ক মিশ্রণ বা সমস্ফুটন মিশ্রণ বলে। এ অবস্থায় তরল-তরল দ্রবণের এবং এদের বাষ্পের সংযুক্তি একই থাকে। সমস্ফুটন মিশ্রণ দুই ধরনের হতে পারে।
- ১। সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ
- ২। সর্বোচ্চ স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ।
১। সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ : যখন কোন মিশ্রণ এক সাথে তার উপাদানসমূহের স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় ফুটতে থাকে, তাকে সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ বলে। যেমন- রেকটিফাইড স্পিরিট বা ৯৫.৬% ইথানলের জলীয় দ্রবণ- একটি সর্বনিম্ন স্থির ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ। এর ফুটনাঙ্ক 78.15°C। কিন্তু বিশুদ্ধ ইথানলের ফুটনাঙ্ক 78.3°C এবং বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক 100°C।
২। সর্বোচ্চ স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ : যখন কোন মিশ্রণ তার উপাদানসমূহের স্ফুটনাঙ্কের চেয়ে বেশী তাপমাত্রায় এক সাথে একটি বিশুদ্ধ তরলের ন্যায় ফুটতে থাকে তাকে সর্বোচ্চ স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ বলে। যেমন 68.2 % HNO3-এর জলীয় দ্রবণ একটি সর্বোচ্চ স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ। এর স্ফুটনাঙ্ক 120.5°C। কিন্তু বিশুদ্ধ HNO3 ও পানির স্ফুটনাঙ্ক যথাক্রমে 86°C ও 100°C।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”স্থির ফুটনাঙ্ক মিশ্রণ বা সমস্ফুটন মিশ্রণ কাকে বলে?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।