স্পাইরোগাইরা কি? স্পাইরোগাইরা কি ধরনের উদ্ভিদ?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
![স্পাইরোগাইরা কি?|স্পাইরোগাইরা কি ধরনের উদ্ভিদ? [নতুন তথ্য]](https://i0.wp.com/myarfan.com/wp-content/uploads/2023/03/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF.png?resize=800%2C500&ssl=1)
স্পাইরোগাইরা কি? স্পাইরোগাইরা কি ধরনের উদ্ভিদ?
স্পাইরোগাইরা হলো সবুজ বর্ণের সুতার মত একধরনের বহুকোষী শাখাহীন শৈবাল। অনেকগুলো সরু কোষ পর পর যুক্ত হয়ে এদের দেহ তৈরি হয়। পুকুর, ডোবা, খাল-বিল নদীনালা প্রভৃতির পানিতে স্পাইরোগাইরা জন্মায়।
অর্থনৈতিক গুরুত্বঃ
উপকারী দিক :
i) মাছ ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
ii) মাটির উর্বরতা বৃদ্ধি করে।
iii) এতে আয়োডিনসহ অন্যান্য মূল্যবান খনিজ পাওয়া যায়।
অপকারী দিক :
i) পানি দূষণ ঘটায়।
ii) মানুষ ও পশু-পাখির রোগ সৃষ্টি করে।
iii) চা ও লিচু গাছের মারাত্মক রোগ সৃষ্টি করে
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”স্পাইরোগাইরা কি? স্পাইরোগাইরা কি ধরনের উদ্ভিদ?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।