৮৭+ ছাত্র জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | ছাত্র জীবন নিয়ে কবিতা | ছাত্র ছাত্রীদের জন্য উক্তি

ছাত্র জীবন নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে ছাত্র জীবন নিয়ে উক্তি আমাদের সবার প্রিয়। উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগিয়ে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। কেনও বা প্রিয় হবে না, কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য ছাত্র জীবন নিয়ে উক্তি,ছাত্র ছাত্রীদের জন্য উক্তি ক্যাপশন স্ট্যাটাস। যা আপনাদের খুবই ভালো লাগবে।

  • ছাত্র জীবন
  • ছাত্র জীবন নিয়ে উক্তি
  • ছাত্র ছাত্রীদের জন্য উক্তি
  • ছাত্র জীবন নিয়ে কবিতা
  • ছাত্র ছাত্রী নিয়ে কবিতা
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে উক্তি
  • ছাত্র নিয়ে উক্তি
ছাত্র ছাত্রীদের জন্য উক্তি, ছাত্র জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস, ছাত্র জীবন নিয়ে কবিতা

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤

ছাত্র জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস

একজন ছাত্রের জন্য তার ছাত্র জীবনের প্রতিটা ঘটনাই হলো এক একটা পরীক্ষা।
— কার্ল্ফ্রাইড গ্রাফ ডার্ক্ষেইম

ছাত্রজীবন হলো তোমার জীবনের বীজ, এটাকে ভালোভাবে বপন করতে হবে।
— প্রবাদ

ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার
তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন।“
– এ.পি. জে.আব্দুল কালাম

সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকো পূর্ণতার কিংবা সবচেয়ে ভালোর জন্য নয়।
— সংগৃহীত

ছাত্রজীবন হলো সোনালী সময় যে সময়ে সোনার কোনো দরকারই পড়ে না।
— আলকা টিওয়ারি

সাফল্য হলো ছোট ছোট প্রচেষ্টার এক সামস্টিক ফলাফল যার শুরুটা ছাত্রজীবনেই।
— রবার্ট কোলিয়ার

ছাত্রজীবনের কোনো শেষ নেই যতদিন পারো শিখে যাও তাহলেই জীবনের মানে খুজে পাবে।
— হেনরি এলডোবার্টি

প্রত্যেকেই মেধাবী তবে যদি তুমি মাছকে গাছে চড়তে বলো তাহলে সারাজীবনই সে নিজেকে গাধা ভাববে।
— আলবার্ট আইন্সটাইন

ছাত্র জীবন হলো এক সোনালী জীবন এই জীবনকে কখনোই ভুলে যেও না।
— সংগৃহীত

শিক্ষা অর্জনের জন্য যদি সূদুর চীন দেশ যেতে হয়, তাহলে চীন দেশ যাও। –হযরত মুহাম্মদ (সা:)

ছাত্রদের জন্য দরজা খুলে দেওয়া শিক্ষকদের দায়িত্ব এবং এতে প্রবেশ করা হলো ছাত্রের দায়িত্ব।
— চীনা প্রবাদ

তুমি একজন ছাত্রকে একদিনের জন্য কোনো কিছু শিখিয়ে দিতে পারবে তবে তুমি যদি তার কৌতূহল সৃষ্টির মাধ্যমে কোনো কিছু শেখাতে পারো তবে সে সেই মাধ্যমকে সারা জীবন কাজে লাগাতে পারবে।
— ক্লে পিবেডফোর্ড

ছাত্রদেরকে আমি বলতে চাই, জীবন হলো একটা বহুনির্বাচনি তবে শেষে গিয়ে তোমাকে এক বর্নণামূলক প্রশ্নের সম্মুখীন হতেই হবে।
— রবার্ট ব্রোল্ট

ছাত্রদের মনে করিয়ে দাও তারা যেন তাদের সীমিততার লক্ষ না করে বরং চেষ্টা করে যায়।
— সংগৃহীত

বন্ধু চল রোদ্দুরে
মন কেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে

আপনি যখন কাউকে শেখাচ্ছেন তখন মোটেও ভুলে যাবেন না আপনিও একজন ছাত্র ছিলেন।
— জেরি কর্সটেন

Also Read: আপন পর নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

সাফল্য হলো ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে পাড়ি জমানো পূর্ণ উদ্দম নিয়ে।
— উইন্সটন চার্চিল

আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই
যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়;
যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।” -রবীন্দ্রনাথ ঠাকুর

ছাত্রদের মনে করিয়ে দাও তারা যেন
তাদের সীমিততার লক্ষ না করে বরং চেষ্টা করে যায়।

প্রস্তুতির জন্য হেরে যাওয়া মানে, হেরে যাওয়ার প্রস্তুতি নেয়া।
— বেঞ্জামিন ফ্রাংকলিন

রাষ্ট্রের শ্রেষ্ঠ মস্তিষ্কের মানুষ গুলোকে ক্লাসের শেষ বেঞ্চিতেই পাওয়া যায়।
— এপিজে আবুল কালাম আজাদ

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ”
-রবীন্দ্রনাথ ঠাকুর

স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটি একই ছিল,
চোখে জল ফেলেছিলাম দুই দিন ই
কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা”
একটা যাবার আনন্দ ;আরেকটি বিদায়ের ব্যথা

ছাত্র জীবন নিয়ে কবিতা

ছাত্র জীবন।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)

ছাত্রজীবন আনন্দে ভরা জীবন
বয়ে আনে সার্থকতার আচ্ছাদন।
আচার-ব্যবহার রাখতে হবে ঠিক,
ফুটিয়ে তুলতে হবে নিজের উজ্বল দিক।

এ জীবনে অলসতাকে করতে হবে বর্জন
জ্ঞানের সাগরে করতে হবে অবগহণ।
করা যাবেনা বিনা কারণে বিতর্ক,
নিজের লক্ষ নিয়ে হতে হবে সতর্ক।

মন কে রাখতে হবে সচ্ছল,
লক্ষে থাকতে হবে অবিচল।

হারানো ছাত্র জীবন
– মেহবুবা পারভিন

ছাত্র জীবন মধুর স্বপন।
রাখতে হবে যতন।
ছাত্র জীবন সুখের নয়।
কষ্ট করে পড়তে হয়।
কষ্ট যদি সফল হয়,
বাকি জীবন সুখের হয়।
তাই ছাত্রজীবন শ্রেষ্ঠ জীবন।
সময় থাকিতে করো অধ্যায়ন।
পূর্ণিমার চাঁদ আসে বারে বার।
ছাত্র জীবন চলে গেলে আসে না আর।
আমার জীবনে সবচাইতে প্রিয় ছাত্র জীবন।
আমি ভুলিব না মরণেও এজীবন।
তাই আজ ও নিরবে বসে খুব মিস করি সেই জীবন।
মনে হয় স্কুল শিক্ষকরা আজও যদি দিত আমায় এডমিশন।
ছাত্র জীবনের পূর্ণ স্বাদ উপভোগ করে করিতাম অধ্যায়ন।
কবে হারালাম এ জীবন ভেবে পাইনা এখন।
কেন ভুলতে পারিনা সেই ছাত্র জীবনের মধুর স্বপন।
কবে কোন কোয়াশার মাঝে হারালাম সেই জীবন।
আজ ও আমি অপেক্ষায় আছি,
কখন ও কী ফিরবে সেই হারানো ছাত্র জীবন।

ছাত্র জীবন
– মোঃ এনামুল ইসলাম

ছাত্র জীবন এক অন্য ভুবন,
চলতে চাই নিজের মতোন।
হয় না চলা, নিজের ইচ্ছায়,
চলতে হয়, বাবা-মায়ের কথায়।
ক্লাসে স্যারের বকা, ম্যামের ঝারি,
বাসায় এলে, মা বলে পড়তে বসো তাড়াতাড়ি।
একদিন যদি, বাসার কাজ না করি,
সবার সামনে রাখবে দাঁড়ায় কান ধরি।
বন্ধুদের সাথে বাজি ধরা,
হেরে গেলে, লাগবে ঝগড়া।
টিফিন টাইমে পালাতে হবে,
বই, সে তো বন্ধু নিয়ে যাবে।
ধরা যদি, পড়ে পাছে,
বিচার চলে যায়, হেডস্যারের কাছে।
বাবা-মাকে আনবে ডেকে,
বলবে সন্তান গেছে বখে।
সময় এখনো অনেক আছে,
সন্তানকে রাখেন নিজের কাছে।
ভালো ফলাফল আসবে শেষে,
যদি সে, নিয়মিত পড়তে বসে।
শুরু হবে, বাবা-মায়ের কড়া শাসন,
খেলা-ধুলায় থাকবে বারণ।
চোখে চোখে রাখবে তখন,
শুধু পড়ার কথা বলবে এখন।
পড়ালেখা আর পড়ালেখা
সাথে আছে, স্যার ম্যামের উপদেশ আর ঝাড়ি,
বাবা-মায়ের আদরের শাসন
সব মিলিয়ে, মধুময় ছাত্র জীবন।

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে ছাত্র জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।

Leave a Comment