৯৭+ কাছের মানুষ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

কাছের মানুষ নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় কাছের মানুষ নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য কাছের মানুষ নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤

কাছের মানুষ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
  • কাছের মানুষ নিয়ে উক্তি ও বাণী
  • কাছের মানুষ নিয়ে ফেসবুক স্ট্যাটাস
  • কাছের মানুষ নিয়ে ক্যাপশন
  • কাছের মানুষ নিয়ে কবিতা

কাছের মানুষ নিয়ে উক্তি স্ট্যাটাস

যে জিনিসগুলো আপনি দেখতে পান না তাতেও বিশ্বাস করে, আমার কম্পিত বাহু দিয়েও আমি আমার কাছের মানুষকে রক্ষা করতে চাই। আমার চিন্তা ভাবনা যত দূর অগ্রসর হয়েছে কিংবা হচ্ছে, আশার আলো খুঁজে পাওয়ার জন্য, এই আবদ্ধ, কাল পৃথিবীতেও।
— কানন ওয়াকেশিমা

আমি ভেবেছিলাম, কল কাছের মানুষকে হারানোর পর সবচেয়ে খারাপ মুহূর্ত হলো, নিদ্রিত এবং জাগ্রত অবস্থাযর মধ্যবর্তী সময়, যখন হারানোর কথা পুনরায় মনে পড়বে এবং আপনাকে তা আবার মেনে নিতে হবে; সেই মুহূর্তকে পুনরায় জেগে উঠবে যখন আপনার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল আপনি কোন প্রিয় জিনিস হারিয়েছেন।
— আর কে লিলি

কারো ব্যক্তিগত জীবনের সবচেয়ে মূল্যবান সময়, সাফল্য কিংবা সম্পদের মধ্যে কোন তুলনা নেই। আপনি যদি আপনার প্রিয় কোন কাছের মানুষকে হারিয়ে ফেলেন, তাহলে আপনি এটিকে খ্যাতি, ভাগ্য কিংবা বিলাসের সাথে মিলিয়ে ফেলতে পারবেন না। আপনাকে শুধু বেঁচে থাকতে হবে।
— রবার্ট প্ল্যান্ট

যখন ইচ্ছে থাকা শর্তেও কাছের মানুষ গুলো থেকে দূরে থাকতে হয়, এর চেয়ে কষ্টের কিছু আর পৃথিবীতে নেই ।

কাছের মানুষ গুলোই আপনার কাছে সবচেয়ে বেশী কিছু পাওয়ার অধিকার রাখে ।

কাছের মানুষ গুলো যদি আপনাকে সাপোর্ট করে তাহলে পৃথিবীর কোন বাধাই আর বাধা হতে পারে না ।

কাছের মানুষ গুলো যখন পর হয়ে যায় তখন তাদেরকে সম্পূর্ণ রুপে ত্যাগ করা ছাড়া আর কোন পথ থাকেনা ।

আপনি সবেচেয় কাছের মানুষ যাকে মনে করবেন, সেই একদিন আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে ।

পথ চলতে চলতে কোথাও আমার মনে হচ্ছে যেন আমি আমার পরিচয় হারিয়ে ফেলেছি; এটা পাসপোর্ট হারানোর মত নয়, এটি আপনার প্রিয় কোন কাছের মানুষকে হারানোর মতো মনে হয়, এবং তাদেরকে আর কখনো দেখতে পাবেন কিনা সেই অনিশ্চয়তা আপনার হৃদয়কে প্রতিনিয়ত কষ্ট দেয়।
— ডোনাল ও ‘কেলাগান

কেউ যদি আপনার প্রিয় কাছের মানুষকে হত্যা করতে যায়, এবং আপনি সেই ব্যক্তিকে হত্যা করার মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে রক্ষা করতে পারেন, আপনি কি তাদেরকে হত্যা করবেন এটা জেনেও যে এটা আপনার প্রিয়জনকে রক্ষা করার একটি কার্যকর উপায়?
— এ জে ডার্কহোম

প্রিয়! ভালোবাসা সম্পর্কে আপনার কিছু জানা দরকার। আপনি কাউকে ভালোবাসেন, সেটা আপনি জানেন। তেমনি কেউ যখন আপনাকে ভালোবাসে, সেটাও আপনি জানেন। নেই কোন প্রশ্ন, কোন বিস্ময়, কিংবা কোন অনুমান। ভালোবাসা আপনি অনুভব করতে পারবেন, আর যদি তা না থাকে সেটিও খুব স্পষ্ট।
— লোরেনা বাথ

আপনার কাছের মানুষ গুলোকে সময় দিন, তাদের সাহায্য করুন, জীবন খুবই ছোট, তাই ভালো সময় কাটান ।

সবাই কাছের মানুষ হতে পারে না, কাছের মানুষ হতে হলে আকাশের মত একটা বিশাল মন থাকতে হয় ।

বেইমানী কিন্তু দূরের মানুষ করে না, বেশীরভাগ ক্ষেত্রে কাছের মানুষরাই করে ।

সবচেয়ে বেশী কষ্ট লাগে যখন কাছের মানুষ গুলোই সামান্য কারণে ধোঁকা দেয় ।

সত্যিকারের তোমাকে যে ভালোবাসে,
সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না বেশিক্ষণ ;
হয়তো অভিমান করে কথা বলবে না কিছুক্ষণ
তবু সে তোমাকেই মিস করবে সারাক্ষণ।

রাগ,অভিমান ও অভিযোগ বুদ্ধিহীন ও দূর্বলেরা করে।
যারা চালাক তারা পরিস্থিতি পরিবর্তন করার বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে থাকে।

ভালোবাসা যখন শেষ হয়ে যায়
তার সাথে সাথে শেষ হয় অভিযোগ ও সকল অভিমানের; শুধু বেঁচে থাকে ভালোবাসার মানুষটির জন্য শুভ কামনা।

অভিমান বড়ই আদুরে; সে রাগ আর ক্রোধের মতন অনুভূতিহীন নয়।

রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হবে; তাহলেই যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।

অভিমান সৃষ্টি হয় মানুষের হৃদয়ের গভীর গোপন অন্তঃস্থলে যেখানে কেউ স্পর্শ করতে পারে না ।

নিরবতার ও আছে এক ভাষা যেটা খুব কাছের কেউই অনুধাবন করতে পারে আর যখন সে সেটা পারে না তখনই মনের মধ্যে তৈরি হয় পুঞ্জীভূত অভিমানের।

অভিমান নামক রোগটি ভালোবাসা নামক ওষুধেই একমাত্র নিরাময় হয়।

১. নিজের সাথে এমন আচরন করুন যেন আপনি আপনার খুব কাছের মানুষ, এবার নিজের কাছে অনির্বচনীয় ভাবে প্রিয় কেউ।
—- আগাপি স্টেসিনোপলোস

২. যখন আপনার কোন কাছের মানুষ স্বর্গের দ্বার হারিয়ে যায়, তখন সবাই আপনাকে তাকে ছাড়াই বাঁচতে বলে। কিন্তু কেউ যখন আপনার ভেতর থেকে অক্সিজেন চুষে নেয়, তখন সেটা ছাড়া কেউ আপনাকে বাঁচতে বলার সাহস পায় না।
— অ্যান্ডি ফ্লিন

কাছের মানুষ গুলো যতই কষ্ট দেক, তাদের ছাড়া থাকা যায় না, তবে কোন এক সময় ঠিকই দূরে চলে যেতে হয় ।

কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায় না, মনের কাছে আসতে পারলেই কেবল কাছের মানুষ হওয়া যায় ।

পৃথিবীর এক অদ্ভুত নিয়ম, সবচেয়ে কাছের মানুষ গুলোকেই ছাড়া একদিন থাকতে হবে ।

কাছের মানুষ নিয়ে কবিতা

কাছের মানুষ দূরের মানুষ
– মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কাছের মানুষ ঠিক কতটা কাছের হয়?
দূরের মানুষ হয় কতটা দূরে??
বড্ড জানতে ইচ্ছে করে।।
কাছের মানুষ কেমন কাছের ?
দূরের মানুষ কোথায় দূরে?
কি যন্ত্র দিয়ে দেখব তাকে??
কাছের মানুষ কেমন আপন?
দূরের মানুষ কেমন পর??
পরিমাপের কি আছে মেশিন?
কোন আধুনিক কম্পিউটার আছে কি?
তুমি আমির কতটা কাছে??
মনের কাছে না প্রাণের??
তুমি আমার কতটা দূরের ??
মনথেকে দূরে না শরীর থেকে?
কাছের মানুষ কতখানি কাছের হয়?
কতখানি কাছে আসলে মানুষ আপন হয়?
তুমি আমার কতটা কাছে?
দেহের কাছে না মনের কাছে?
মন থেকে দূরে তুমি ?
না শরীরের স্পর্শ হতে দূরে?


দেহের কতখানি কাছে আছো?
দেখিনা তো তোমায়’
দেখিনাতো আমার কক্ষে’
দেখিনি কোনদিন বিছানার চাদরে।
মনের কতটুকু কাছে তুমি?
ভাবনাতে তো তোমাকে দেখিনা’
দেখিনা তো আমার চিন্তায়।
ঘুমের দেশেও তো আসনি কোনদিন।


‘দেহ মন কোথাও স্পর্শ নেই তোমার
তোমার কতটুকু কাছে আমি?
নাকি হাড়িয়ে গেছি আমি ‘
তোমার কাছ থেকে অনেক দূরে।


কতটা কছের মানুষ আপন?
কতটা দূরে থাকলে মানুষ পর হয়?
তুমি তবে কোথায়??
আমি তোমার কে??

মানুষ নিয়ে কবিতা
কাছের মানুষ কে?
– মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি কি কাছের মানুষ ?

মনের কাছে তো কেউ নেই।

নাকে পাই না তোমার ঘ্রাণ।

তোমার দেহের ।
তৈলাক্ত চুলের ।
লম্বা চুলের স্পর্শ তো লাগে না বুকে।

কোথায় তুমি?

তুমি কাছে থাকো?
কেমন কাছে?

তোমার প্রসাধনির ঘ্রান তো নাকে লাগে না।

থাকতে যদি পাশে।
হাতের কাছে থাকতে।
হাতে ধরে রাখতে।

বার বার বলতে ”
চিমটি কাটো কেন?

লাগে না বুঝি?

কেন করছো অভিনয়?

মিথ্যা বলে ”
বার বার ধোকা দাও।

কবি কি গাঁধা ।
গাজর দেখেই পথ চলবে,
পিঠে বস্তা নিয়ে।

এতো কিছু করছো।
কত কিছু বললে।

শেষের কবিতার মিতা নই।
এতো কথার পেচ বুঝিনা।

আসলে আসো কাছে।
নয়তো বলে দাও।
কি আছে মনে

Also read: সীমাবদ্ধতা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে কাছের মানুষ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

Leave a Comment