নামের তালিকা বিভিন্ন বাড়ির নাম: নতুন বাড়ি করেছেন? কিন্তু নাম খুজে পাচ্ছেন না? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা, আপনার নতুন বাড়ির জন্য ভালো ভালো নাম নিয়ে এসেছি। এসব নাম রাখলে আপনার বাড়ির কথা সবাই মনে রাখবে। তো চলুন দেখে নেয় কিছু সুন্দর সুন্দর বাড়ির নাম।
বাড়ির নামের তালিকা
- সুখ সাগর অর্থ হলো- সুখের সাগর আমরা কখনো দেখিনি তবে অনুভব করতে পারি।
- কলতান অর্থ হলো- কলতান কথাটির অর্থ মধুর সুর বা ধ্বনি।
- ছায়াবীথি – তপ্ত রৌদ্রে আমরা যেরকম ছায়ার অনুসন্ধান করি তেমনি এটি প্রকৃত বাসস্থান আমাদের আশ্রয় ও ভালোবাসার ছায়া প্রদান করে।
- পাঞ্চজন্য অর্থ হলো- পাঞ্চজন্য হলো হিন্দু দেবতা বিষ্ণুর শঙ্খ যা কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের রথে অধিষ্ঠান রত অবস্থায় বাজিয়েছিলেন।
- আস্থা – আস্থা কথাটির আক্ষরিক অর্থ বিশ্বাস বা ভরসা। সে ক্ষেত্রেই ‘আস্থা’ নামটি একেবারে উপযুক্ত।
- আশ্রয় অর্থ হলো-প্রত্যেক মানুষের নিজের বাড়ি হলো সর্বশ্রেষ্ঠ ও নিরাপদ আশ্রয় যেখানে কারোর মুখাপেক্ষী হতে হয় না। ‘আশ্রয়’ নামটি এ ক্ষেত্রে যথোপযুক্ত।
- পদ্মালয়া– হিন্দু পৌরাণিক কাহিনি মতে পদ্মফুল যে নারীর আলয়। সেই অর্থে ‘পদ্মালয়া’নামটি খুবই মঙ্গলজনক।
- জলসা – জলসা একপ্রকার আনন্দ সম্মিলন।
- সংকল্প – সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞা।
- সুশ্চম অর্থ হলো-‘সুশ্চম’ শব্দটির অর্থ হলো সুন্দরতম।
- বিনায়ক – সিদ্ধিদাতা গণেশের অপর নাম হল বিনায়ক।
- আমার গেহ – গেহ শব্দের অর্থ হল বাড়ি। সম্পূর্ন অর্থ হচ্ছে আমার বাড়ি।
- আমার কুটির অর্থ হলো- কুটির শব্দের অর্থ বাড়ি। আমার কুটির অর্থ আমার বাড়ি।
- স্বপ্ননীড় অর্থ হলো- স্বপ্ন অর্থ কল্পনা করা নীড় শব্দের অর্থ বাড়ি। স্বপ্ননীড় অর্থ স্বপ্নের বাড়ি।
- মায়ের আশীর্বাদ – মার সম্মানার্থে বা ভালোবাসা প্রকাশ হেতু অনেকেই নিজের বাসস্থানের নাম মা কে উৎসর্গ করে রেখে থাকে। সেরকমই একটি নাম ,’মায়ের আশীর্বাদ।
- শুকতারা – শুকতারা কথাটির আক্ষরিক অর্থ হলো সন্ধ্যা বা প্রভাতী তারা, শুক্রগ্রহ।
- সোনার তরী – রবীন্দ্রনাথ ঠাকুরের, ‘সোনার তরী’ কবিতা থেকে এ নামটি নেওয়া হয়েছে ।
- নীপবন – কদম ফুল বা কদম গাছ বেষ্টিত স্থানকে আমরা নীপবন বলে থাকি যা অতীব মনোমুগ্ধকর। যে বাসস্থান সুভাষিত এবং মনোমুগ্ধকর পরিবেশে বেষ্টিত থাকে সেই বাসস্থানের নাম ‘নীপবন’।
- দেব নিবাস অর্থ হলো- নিবাস অর্থ বাড়ি ঈশ্বরের বাসস্থান বোঝাতে, ‘দেব নিবাস’নামকরণ করেন।
- তিলোত্তমা – তিল তিল করে যা তৈরী করা হয়, তাই তিলোত্তমা।
- শান্তিনিবাস –যে বাড়িতে শান্তি বিচরণ করে তাই শান্তিনিবাস। ‘শান্তিনিবাস’নামটি বেশ মানানসই।
- অভিনন্দন – অভিনন্দন অর্থাৎ অভ্যর্থনা যা আমরা প্রায়শই করে থাকি।
- অভীপ্সা অর্থ হলো- ‘অভীপ্সা ‘অর্থ হল পাওয়ার ইচ্ছা বা একান্ত আকাঙ্খা। গৃহকর্তার হয়তো বহুদিনের ইচ্ছার ফসল এই বাসস্থানটি যেখানে তাঁর সকল আশা ও আকাঙ্ক্ষা পুঞ্জীভূত হয়ে আছে।
- অমরদ্বীপ অর্থ হলো- যেই দ্বীপের আলো কখনো নেভে না তাই হল অমরদ্বীপ।
- নীলকণ্ঠ – শিবের অপর নাম নীলকণ্ঠ।
- ভালবাসা অর্থ হলো- ভালোবাসার অর্থ হলো প্রীতি ও প্রেম আর অর্থাৎ একটি সুন্দর বাসস্থান।
- শ্রুতি অর্থ হলো-শ্রুতি অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে পূজা অর্চনা।
- প্রাপ্তি – একটি সুন্দর গৃহ প্রত্যেক গৃহকর্তার কাছে আশীর্বাদস্বরূপ প্রাপ্তি। সেই অর্থে নামটি যথার্থ ।
- আনন্দ নিকেতন – নিকেতন অর্থ গৃহ বা বাড়ি। যেই বাসস্থানে কেবলমাত্র আনন্দ বিরাজ করে সেই বাড়ির নাম আনন্দ নিকেতন রাখা যায়।
- আশা কুঞ্জ – কুঞ্জ অর্থ মহিলার শয়নকক্ষ আশা কুঞ্জ অর্থ আশা শয়নকক্ষ।
- ইচ্ছেডানা – নিজের ইচ্ছে মত কিছু করা কেই ইচ্ছেডানা বলা হয়।
- প্রেমকুঞ্জ অর্থ হলো- প্রেমকুঞ্জ অর্থ ভালোবসার বাড়ি।
- দেবাঙ্গন – ‘অঙ্গন ‘কথাটির অর্থ হলো আঙিনা; আর যেই আঙিনায় ঈশ্বর বিরাজ করে সে তো স্বর্গ সমান।
- দীপশিখা অর্থ হলো- প্রদীপের শিখা যেমন অন্ধকার কে আলোকিত করে, ঠিক তেমনি একটি শান্তিপূর্ণ বাসস্থান ও সবার মনকে খুশির আলোয় আলোকিত করবে সেই আশায় ‘দীপশিখা’।
- স্বস্তি – একটি মানুষের বাড়িই তাকে সর্বোত্তম স্বস্তি ও সুখ দিতে পারে। সেই অর্থে এই নামটি খুব উপযোগী।
- গুরুকৃপা – গুরুই হল প্রত্যেক মানুষের জীবনের পথপ্রদর্শক; আর তাঁর কৃপায় প্রাপ্ত বাসস্থান।
- উপাসনা অর্থ হলো-উপাসনার অর্থ হল পূজা।
- ওঙ্কার – এটি হল হিন্দু দর্শনের সর্বোচ্চ ঈশ্বর ব্রহ্মের বাচক যা প্রতিটি সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিকটেই পবিত্র বলে গণ্য হয়।
- মধুবন – এর প্রকৃত অর্থ হল বৃন্দাবনের একটি বন বা প্রমোদ কানন; মথুরার অন্তর্গত বনবিশেষ।
- মঙ্গলদ্বীপ অর্থ হলো- মঙ্গল সাধনা হেতু যে দ্বীপ প্রজ্জ্বলিত হয়ে থাকে তাকেই আমরা মঙ্গলদ্বীপ বলি এবং গৃহের সার্বিক মঙ্গল কামনার্থে গৃহকর্তা বাসস্থানটির নাম ‘মঙ্গলদ্বীপ’।
বাড়ির নাম বাংলা
১.শান্তনীড়– নীড় অর্থাৎ বাসস্থান; আর যে বাসস্থানে শান্তি বিরাজ করে তাই হল ‘শান্তনীড়’।
২. সুমঙ্গল – নামটির অর্থ সফল বা বিজয়ী । মঙ্গলদায়ী এই নামটি একটি বাড়ির পরিবেশকে আরও শুভ এবং সুখপ্রদ করে তোলে।
৩. অক্ষয় নিবাস/ অক্ষয় ধাম – ক্ষয় নেই যার, যা মৃত্যুহীন ও অবিনশ্বর তাকেই আমরা অক্ষয় বলে থাকি। কল্যাণপ্রদ এই নামটি একটি বাড়ির পক্ষে খুবই শুভ।
৪. মায়াজাল/ মায়া কুঞ্জ – একটি বাড়ি তখনই গৃহ হয়ে ওঠে যখন সেখানে থাকে মায়ার বাঁধন ও ভালোবাসা। ‘মায়াজাল’ বা ‘মায়া কুঞ্জ’ নামটি তারই প্রতীক।
৫.আমার ভুবন – প্রত্যেকটি মানুষের সংসার এবং পরিবারই তাঁর নিজস্ব পৃথিবী।
৬.একান্ত আপন– “একান্ত আপন’ এই নামটি নিজস্বতা ও আন্তরিকতার ইঙ্গিত বহন করে। তাই যে গৃহে আন্তরিকতা ও ভালোবাসার ছোঁয়া থাকে সেই বাড়ি বড়ই নিজের হয়ে ওঠে ।
৭.স্বপ্নপুরী – আমাদের কল্পনার স্বপ্নপুরী সততাই সুখের হয়। প্রত্যেক মানুষই চায় এমন একটা বাড়ি যেখানে শুধুই আনন্দ বিরাজ করবে। ‘স্বপ্নপুরী’নামটি তারই ইঙ্গিত বাহক।
৮.আনন্দধাম – আনন্দ ধাম অর্থাৎ সুখের বাড়ি । সুখ ও সমৃদ্ধি হেতু বজায় রাখার উদ্দেশ্যে তাই অনেকে তাদের বাড়ির নাম রাখেন ,’আনন্দধাম’।
বিভিন্ন ধরনের বাড়ির নাম
- শুকতারা
- ছায়াবিথি
- স্নিগ্ধা
- শান্তকুটির
- দিপান্বিতা
- শান্তিকুঞ্জ
- শান্তিনীড়
- বেঙ্গল হাউস
- সুখের নীড়
- সুখ আলয়
- তন্দ্রালয়
- মুহূর্ত
- কিছুক্ষণ
- গল্পগৃহ
- নিশ্চিন্তপুর
- জল জোছনা
- সেগুন বাগিচা
- আবাস
- রাজবাড়ী
- মন ময়ূরী
- বালিয়াড়ী
- নিরিবিলি
- অবসর
- অবকাশ
- মৃন্ময়
- নোঙর
- স্বপ্ননীড়
- ঝটিকা
- নীলাচল
- ক্ষণিকা
- মায়াকুঞ্জ
- বিরামঘর
- তিলোত্তমা
- তিলোত্তমা
- অপরাজিতা
- ক্লান্তি শেষে
- অর্চিতা
- স্বপ্নসিন্ধু
- নিরন্তর
- ধূপছায়া
- নিশানা
- স্বপ্ন
- সুখ সাগর
- মাটির মায়া
- গোধুলী
- নীলাচল
- ক্ষণিকা
- ছায়ানীড়
- মেঘবতী
- বৃষ্টিবিলাস
- বনমহুয়া
- পানকৌড়ি মঞ্জিল
- অতিথীশালা
- ক্ষণিকালয়
- মুসাফির ভিলা
- গোধুলী
- স্বাধীনতা
- নীপবন
- বসতি
- কল্পতরু
বাংলায় বাড়ির নাম অর্থসহ: বিশ্বাস ও ভালোবাসা থাকলেই একটি গৃহ তখনই বাসস্থান হয়ে ওঠে। সুতরাং, আপনি যদি একটি সুন্দর নাম এবং একটি সুন্দর মানসিকতা নিয়ে থাকেন তবে অবস্থানটি সুন্দর ভাবে মনোরম হয়ে উঠবে।
আশা করছি আপনি বাংলায় বাড়ির নাম খুজে পেয়েছেন। বাংলায় বাড়ির নাম অর্থসহ পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ:)