৯৭+ প্রত্যাশা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | Best captions on Expectations in Bengali

প্রত্যাশা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় প্রত্যাশা নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য প্রত্যাশা নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤

Best captions on Expectations in Bengali, প্রত্যাশা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
  • প্রত্যাশা নিয়ে উক্তি ও বাণী
  • প্রত্যাশা নিয়ে ফেসবুক স্ট্যাটাস
  • প্রত্যাশা নিয়ে ক্যাপশন
  • প্রত্যাশা নিয়ে কবিতা

প্রত্যাশা নিয়ে উক্তি স্ট্যাটাস

মানুষের জীবনের সকল প্রত্যাশাই প্রাপ্তিতে রুপান্তরিত হয় না!!!! তাই বলে জীবন থেমে থাকেনা!

মানুষের প্রত্যাশা কখনো চাপ নয়! কারণ প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখায়।

জীবনে প্রত্যাশাা কমিয়ে দিন!!!! যেটা আছে সেটা নিয়েই খুশী থাকুন, ভালো থাকবেন।

প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে ফেলে। তারা হলো ভবিষ্যতের জন্য অগ্রীম দুশ্চিন্তা..!!

প্রত্যাশার চেয়ে, প্রাপ্তি বেশি হলেই!!! মানুষ অবহেলা করে।

যখন তুমি প্রত্যাশা করার পরিবর্তে মেনে নিতে শিখবে; তখনই কেবল তোমার দু:খ কষ্ট কম হবে।

কাউকে নিয়ে প্রত্যাশা না করে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকাই জীবনে ভালো থাকার মূলমন্ত্র।

অতিরিক্ত প্রত্যাশা করা মানুষগুলো… একটা সময় হতাশায় ডুবে গিয়ে মানসিক অশান্তিতে ভোগে..!!

এই মিথ্যা শহরে সত্যিকারের ভালোবাসা পাওয়ার আশা করাটাই সবচেয়ে বড় বোকামি।

যত বেশী প্রত্যাশা তত বেশী হতাশা। নিজেকে যত বিলিয়ে দেবে, মানুষ তত’ই ভাববে তোমায় সস্তা..!!

অনেক বেশি আশা-ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই তোমাকে ঠকাবে।

আমার দ্বারা কিছু সম্ভব নয়!!!!!! কিছু করতে পারবো না। এই সব ভাবনা গুলো যেন প্রতিনিয়ত অন্যদের কাছে প্রত্যাশার প্রতিফলন ঘটায়।

যে মানুষ নিজেকে মূল্যহীন ভাবে, নিজেকে সব সময় আর দশজন থেকে ক্ষুদ্র ভাবে, সে মানুষ অন্যের কাছে বেশী এক্সপেক্টেশন রাখে।

আমি সবসময় নিজেক সুখী ভাবি!!!! কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা… সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

প্রত্যাশা যত কম করা যায়…!! ততই ভালো থাকা যায়।

মানুষের কাছে যা প্রত্যাশা করবেন যদি তা না পান, তবে আপনি মানসিক প্রশান্তির পরিবর্তে সাময়িক শুন্যতা অনুভব করবেন।

যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই প্রত্যাশা করতে নেই।

যে জিনিসের ওপর প্রত্যাশা থাকে না, সে জিনিসটা সহজেই পাওয়া যায়…!!! আর যে জিনিসের ওপর অধিক প্রত্যাশা থাকে, সেই জিনিসটা পাওয়া হয় না।

প্রত্যাশা যত কম…! পূর্ণতা বা প্রশান্তি তত বেশী।।

কারো কাছে কিছু প্রত্যাশা করে কষ্ট পাওয়ার থেকে, আশা না করে সন্তুষ্ট থাকাই বুদ্ধিমানের কাজ…!!!

ততোটুকু ভালোবাসা দিয়ে যাও, যতোটুকু ভালোবাসা তুমি আরেকজনের কাছে প্রত্যাশা করো..!!

পথিক, তুমি কি পথ হারিয়েছো?” এইটুকু জিজ্ঞাসা যুগ যুগ ধরে বুনে চলে এক সীমাহীন প্রত্যাশা।

আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে…! এমনটা আশা করা ঠিক নয়।

আমার প্রত্যাশা একেবারে কমে গিয়েছিল যখন আমি বছরে উপনীত হলাম। তারপর থেকে যা কিছু হয় তা ছিল উপরিলাভ।
— স্টিফেন হকিং

এটা একটা ভালো জায়গা যখন শুধু তোমার আশা থাকে এবং প্রত্যাশা থাকে না।
— ড্যানি বয়লে

উচ্চ প্রাপ্তি সব সময়ই এসে থাকে উচ্চ প্রত্যাশা থেকে।
— চার্লস কেটারিং

আশা – প্রত্যাশা নিয়ে কোনো কাজে এগিয়ে যেও না, বরং তোমার যে কাজ করতে ভালো লাগে, যা তোমাকে কোনো প্রতিদান ছাড়াও আনন্দ দেয় তার দিকে এগিয়ে যাও।

একবার আমায় একজন জিজ্ঞেস করেছিল যে আমাকে কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয়, উত্তরে আমি বলেছিলাম আমার প্রত্যাশাগুলো আমায় অনেক কষ্ট দেয়।

আমি জীবন থেকে অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু কিছুই যে পাইনী মনের মতো!

উচ্চ প্রাপ্তি সব সময়ই এসে থাকে উচ্চ প্রত্যাশা থেকে।

সেই ব্যক্তিই আশীর্বাদ প্রাপ্ত যে, কোনো কিছু করার পর সেই কাজের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ফলের প্রত্যাশা করে এবং সেই প্রাপ্তি থেকে তার কোনো দুঃখ কষ্টও থাকে না, তবে আমি বোধ হয় অভিশাপ প্রাপ্ত যা নিয়ে প্রত্যাশা করি তাতেই দুঃখ পাই।

আমি তোমায় ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু তোমার থেকে ভালোবাসা পাওয়ার প্রত্যাশা কখনো রাখি নি, তাই হয়তো আমার প্রেম নিস্বার্থ ও প্রশান্তি দায়ক।

কোনো কিছু ঘটার প্রত্যাশা করার চেয়ে ভাল চমৎকৃত হয়ে যাওয়া, কোনো প্রত্যাশা না থাকা সত্ত্বেও মনের মত কিছু ঘটলে তার আনন্দ বেশি থাকে।

প্রত্যাশা অনুযায়ী কাজ না হলে মনে বড্ড কষ্ট হয়, এই কষ্ট এড়িয়ে যেতে চাইলে আপনাকে প্রত্যাশা রাখা থেকে বিরত থাকতে হবে।

যখন তুমি যেকোনো ব্যাপার নিয়ে প্রত্যাশা করার পরিবর্তে পরিস্থিতিকে মেনে নিতে শিখে যাবে তখনই কেবল তোমার দু:খ কষ্ট কম হবে।

কোনো রকম প্রত্যাশা ছাড়াই কাজ করতে শিখুন, কাজ করার পর প্রত্যাশা অনুযায়ী ফল না হলে হতাশার সৃষ্টি হয়।

বেশি প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে দেয়, এটি আমাদের মনে ভবিষ্যতের জন্য অগ্রীম দুশ্চিন্তা সৃষ্টি করতে থাকে।

ভালো থাকার একমাত্র গোপন রহস্য হলো প্রত্যাশা।
— ব্যারি স্কোয়ার্টজ

কেউ যদি তোমাকে দুঃখ কষ্ট দেয়, তার জন্য সেই মানুষকে দোষারোপ করো না, বরং এই নিয়ে নিজেকে দোষারোপ করো যে তুমি তাদের থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করেছো।

স্কুলে যে ছেলেটা কখনোই শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী ফল আনতে পারে নি সেই ছেলেটিই আজ বিদেশের বড় একটি কোম্পানিতে চাকরি পেয়ে সবাইকে গর্ব বোধ করিয়েছে।

সততা হলো এক মহৎ নিয়ামত। যেকোনো কারো কাছ থেকে এর প্রত্যাশা করা ঠিক না।

দুঃখ কষ্ট দেয়ার জন্য মানুষকে দোষারোপ করো।না বরং নিজেকে দোষারোপ করো যে তুমি তাদের থেকে বেশি আশা করেছো।
— সংগৃহীত

অন্যদের তুলনায় নিজের থেকে বেশি প্রত্যাশা করো। কারণ প্রত্যাশা অনেক বেশি কষ্ট দেয় আর নিজের থেকে তা করা অনুপ্রাণিত করে।
— সংগৃহীত

জীবন তোমাকে কম দুশ্চিন্তা দিবে যদি তুমি তা থেকে কম প্রত্যাশা করতে পারো।
— ব্রাড মেলটজার

প্রত্যাশা নিয়ে বসবাস করো না। বরং বাইরে যাও কিছু একটা স্মরণীয় করে দেখাও।
— ফাব কোটস

কারো প্রতি খুব বেশি দুর্বল হয়ো না এতে করে তার থেকে প্রত্যাশা বাড়বে এবং প্রত্যাশা দুঃখের দিকে ধাবিত করবে।
— সংগৃহীত

সেই ব্যক্তিই আশীর্বাদ প্রাপ্ত যে কিনা প্রত্যাশা করেন এবং সে কারণে তার কোনো দুঃখ কষ্টও থাকে না।
— জোনাথন সুইফট

উচ্চ প্রত্যাশাই হল সকল।কিছুর একমাত্র চাবিকাঠি স্বরূপ।
— স্যাম ওয়াল্টন

যখন তুমি প্রত্যাশা করার পরিবর্তে মেনে নিতে শিখবে তখনই কেবল তোমার দু:খ কষ্ট কম হবে।
— কুরিয়ানো

কোনো রকম প্রত্যাশা ছাড়াই কাজ করতে শিখুন।
— লাও যু

জীবন থেকে যত কিছু প্রত্যাশা ছিল, সব যেন কোথায় হারিয়ে গেছে, আজ আর খুঁজি না তাদের, বড় কষ্ট দেয় তারা আমায়।

যখন কারও প্রতি প্রত্যাশা বেড়ে যায়, তখনই বোধহয় আঘাত আসে।

তোমার কাছে আমার প্রত্যাশাগুলো কখন যে ধূলোয় মিশে একাকার হয়ে গেছে, তা আমি বুঝতেই পারি নি।

ভালো থাকার এবং নিজের মনকে ভালো ও শান্ত রাখার একমাত্র গোপন রহস্য হলো কোনো কিছু নিয়ে প্রত্যাশা না করা।

যখন শুধু তোমার কিছু নিয়েই প্রত্যাশা থাকে না তখনই তুমি শান্ত মনে ভালোভাবে যেকোনো কাজ করতে পারবে।

যখন আপনি সবকিছুর ক্ষেত্রেই কম প্রত্যাশা করবেন তখন দেখবেন জীবনটা অনেকটাই সহজ বলে মনে হচ্ছে।

কেউ তোমাকে নিয়ে কোনো প্রত্যাশা রাখলে যদি তার প্রত্যাশা পূরণের মত সাধ্য তোমার না থাকে তবে তাকে কোনো বৃথা আশাও দিও না।

প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে ফেলে। তারা হলো ভবিষ্যতের জন্য অগ্রীম দুশ্চিন্তা।
— এলিজাবেথ জর্জ

কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল কি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি বলেছিলাম আমার প্রত্যাশা।
— সংগৃহীত

সততা হলো এক মহৎ নিয়ামত। যে কোনো কারোর কাছ থেকে ইহার প্রত্যাশা করো না।
— ওয়ারেন বাফেট

আমি দেখেছি জীবন অনেকটাই সহজ হয়ে যায় যখন আপনি কম প্রত্যাশা করবেন।
— বিল ওয়াটারসন

কোনো কিছু ঘটার প্রত্যাশা করার চেয়ে ভাল চমৎকৃত হয়ে যাওয়া এতে করে কোনো দুঃখ থাকবে না।
— কুশান উইজডম

অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন।

কথা ফুরানোর আগেই বেলা ফুরায়, আশা ফুরানোর আগেই জীবন ফুরায়।

যারা অন্যের কাছে অত্যাধিক প্রত্যাশা করে, দিনশেষে তাদেরকেই সবচেয়ে বেশী কষ্ট পেতে হয়..!!

তুমি এমন কিছু প্রত্যাশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।

বিশ্বাস করা ভালো অন্ধ বিশ্বাস নয়। ঠিক তেমনি আশা করা ভালো; প্রত্যাশা নয়।

প্রত্যাশা যত কম হবে..! সম্পর্কগুলো তত গভীর হবে।

তুমি ততটুকুই চাও, যতটুকু পাওয়ার যোগ্যতা এবং সাধ্য তোমার আছে। অতিরিক্ত প্রত্যাশা মানুষকে কখনই সুখ দিতে পারেনা।

কারো প্রতি এতটা প্রত্যাশা করতে নেই, যতটা প্রত্যাশা করলে তোমাকে আফসোস করতে হয়।

জীবনে দুটি দুঃখ আছে! একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।

অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে, এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়।

প্রত্যাশা যত কম; জীবন তত সুন্দর।

সব প্রত্যাশা পূর্ণতা পায় না! এক জীবনে সবাই সুখী হতে পারে না। কেউ ক্ষনিকেই তৃপ্তির সুখ খোঁজে। কেউ হাজার পেয়েও দুঃখে রয়।

Best ever sayings on Expectations in Bangla

যেখানে নিজের কথাগুলো অবহেলিত!! সেখানে নিজেকে নিয়ে প্রত্যাশা না রাখাটাই শ্রেয়…!!!

এক আকাশ প্রত্যাশা যখন শ্রাবণ হয়ে ঝরে পড়ে, তখন মানুষ চুপ হয়ে যায়।

জীবনটাই এমন!! যেখানে প্রত্যাশার পরিমাণ থাকে অনেক বেশি। আর ফলাফল থাকে শূন্যের ঘরে কিংবা তারও কম।

অতিরিক্ত প্রত্যাশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ।

প্রত্যাশা ও যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের অহংকারী হওয়ার প্রবণতা বেশি থাকে।

অতিরিক্ত প্রত্যাশা শুধু ভালো থাকাই কেড়ে নেয় না, খুব বাজে ভাবে মানুষকে একাও করে দেয়।

প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।

কাউকে প্রাপ্য সম্মান না দিয়ে, তার থেকে কোনোকিছু আশা করাটা, বোকামি ছাড়া আর কিছুনা।

কারো প্রতি বেশী দুর্বল হয়ো না। এতে করে তার থেকে প্রত্যাশা বাড়বে এবং প্রত্যাশা দুঃখের দিকে ধাবিত করবে।

আশা হলো সেইটা…! যা আপনাকে হাজারো অন্ধকারের পরও আলো দেখার ক্ষমতা জোগান দেয়।

কারো কাছে প্রত্যাশা না করে নিজের যেটুকু আছে তা নিয়ে দিয়ে সুখে থাকার মতো সুখ; পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

মানুষ প্রত্যাশার চেয়ে যখন অতিরিক্ত কিছু পেয়ে যায়, তখন মানুষ অবহেলা ছুঁড়ে দেয়।

আমাদের জীবন ক্ষণস্থায়ী!!!!!! কারোর কাছে প্রত্যাশা রাখাই বোকামি। যেখানে প্রত্যাশা যত কম সেখানে জীবন তত সুখের।

প্রত্যাশা নিয়ে কবিতা

প্রত্যাশা
– রবীন্দ্রনাথ ঠাকুর
সকলে আমার কাছে যত কিছু চায়
সকলেরে আমি তাহা পেরেছি কি দিতে !
আমি কি দিই নি ফাঁকি কত জনে হায় ,
রেখেছি কত – না ঋণ এই পৃথিবীতে ।
আমি তবে কেন বকি সহস্র প্রলাপ ,
সকলের কাছে চাই ভিক্ষা কুড়াইতে !
এক তিল না পাইলে দিই অভিশাপ ,
অমনি কেন রে বসি কাতরে কাঁদিতে !
হা ঈশ্বর , আমি কিছু চাহি নাকো আর ,
ঘুচাও আমার এই ভিক্ষার বাসনা ।
মাথায় বহিয়া লয়ে চির ঋণভার
‘ পাইনি’ ‘পাইনি’ বলে আর কাঁদিব না ।
তোমারেও মাগিব না , অলস কাঁদনি —
আপনারে দিলে তুমি আসিবে আপনি ।

নিঃশব্দ প্রত্যাশা
– কামরুল হাসান তুহিন
কত প্রত্যাশা
অধিকারচ্যুত হয় নিঃশব্দে,
জীবন বন্দি করতে পারেনি ভালবাসার সব নীল!
কত জ্বালায় জীবন ক্ষয়ে
রয়ে যায় প্রতিবাদহীন,
অন্তিম সময় ক্রোধ ভাঙে।
কত যে সময় অসময় হয়ে
অসহায় দীর্ঘশ্বাসে মিলেমিশে
জীবন পিষে বয়ে বেড়ানো…!!

প্রত্যাশা

_কাজী জুবেরী মোস্তাক

এ দেশে আজ নির্লজ্জতা বিপদসীমার উপর দিয়ে বইছে,
তাইতো আজ নেতারা নির্লজ্জের মতো দিব্যি বেঁচে আছে ;
প্রেস আর মিডিয়ার সামনে দিব্যি মিথ্যা বুলির খই ফুটছে ।

এ দেশের প্রতিটা শহর-গ্রামাঞ্চল আজকে নষ্টদের দখলে ,
মাদকের ভয়াবহতাও আজকে যেন মহামারীর পূর্ণ দখলে
তবু ওরা নির্লজ্জের মতো উন্নয়নের মিথ্যা গাল গল্প বলে চলে।

এই দেশে আজ সন্ত্রাস আর দূর্নীতি মাদকের মতো ধেয়েই চলেছে
লাগাম টানার কথা ছিল যাদের তারা আজ উল্টো পথে চলছে
তবু কিছু মানুষ সুন্দর আগামীর জন্য ঠিকই লড়াই করে চলেছে।

এই দেশটা আজকে চোর বদমাশ আর লুটেরাদের অভয়াশ্রম
সৎ, আদর্শবান, প্রতিবাদী, সজ্জন ব্যক্তি আজকে নেহায়েতই কম
সেই সংখ্যালঘু একদিন ঠিকই গর্জে উঠবে দেখাবে

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে প্রত্যাশা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

Leave a Comment