হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি?
হার্ডওয়্যার | সফটওয়্যার |
---|---|
কম্পিউটার সিস্টেম যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয়, তাদের বলে হার্ডওয়্যার। | কম্পিউটার হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে যে প্রোগ্রাম কম্পিউটারে চলে তাই হল সফটওয়্যার। |
এটি শিক্ষণ সহায়ক উপকরণের সঙ্গে যুক্ত। যেমন— রেডিয়াে, স্লাইড, কম্পিউটার ইত্যাদি। | এটি প্রোগ্রাম শিখন, টাস্ক বিশ্লেষণ, পুনঃশিখন মূল্যায়ন ইত্যাদি কার্যের সঙ্গে যুক্ত। |
নির্দেশনার কাজে ইলেকট্রিক এবং যান্ত্রিক যন্ত্র ব্যবহার করা হয়। | সফটওয়্যার প্রযুক্তির ক্ষেত্রে আচরণমূলক নীতি ব্যবহৃত হয়। |
মাদারবোর্ড, হার্ডডিস্ক, কী-বোর্ড, মাউস ইত্যাদি হল হার্ডওয়্যার। | এমএস-অফিস, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল ইত্যাদি হল সফটওয়্যার। |
চিপ, মাইক্রোচিপ ইত্যাদির প্রয়ােগের মাধ্যমে হার্ডওয়্যার এর উন্নতি ঘটানাে যায়। | সফটওয়্যার প্রোগ্রামিং-এর আধুনিকীকরণের মাধ্যমে উন্নতি ঘটানাে যায়। |
হার্ডওয়্যার যন্ত্রাংশগুলি স্পর্শের মাধ্যমে অনুভব করা যায়। | সফটওয়্যারকে স্পর্শ করা যায় না। |
আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)