৯৩+ ধর্মীয় উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | ইসলামিক কিছু কথা স্ট্যাটাস ক্যাপশন | ইসলামিক বাণী, উক্তি, এসএমএস 

ধর্মীয় উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে ধর্মীয় উক্তি আমাদের সবার প্রিয়। উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগিয়ে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। কেনও বা প্রিয় হবে না, কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য ধর্মীয় উক্তি ক্যাপশন স্ট্যাটাস,ইসলামিক কিছু কথা স্ট্যাটাস ক্যাপশন। যা আপনাদের খুবই ভালো লাগবে। ❤

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤

ইসলামিক কিছু কথা স্ট্যাটাস ক্যাপশন, ইসলামিক বাণী, উক্তি, এসএমএস, ধর্মীয় উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

ধর্মীয় উক্তি স্ট্যাটাস

👉”হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর! নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন”
‌‌ — সূরা বাক্বারা: আয়াত ১৫৩

আপনার পরিবার কুরবানী দিতে না পারলে লজ্জাবোধ করবেন না। বরং নামাজ না পড়তে পারলে লজ্জাবোধ করুন। নামাজ সবার জন্য ফরজ কুরবানী নয়।

সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো ।
— আল হাদিস

দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া।
— বইঃ নবীজির সাথে

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।

আল্লাহ আমায় জাগিয়ে দিয় ফজর যখন হবে। ফজরের-ই আযান শুনে উঠব জেগে তবে। ফজরের-ই নামায হয় যেন দিনের প্রথম কাজ। এমন ভাগ্য দাও গো আল্লাহ দাও আমাকে আজ।

সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায় ।
— হযরত সুলাইমান (আঃ)

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ।
— হযরত আলী (রাঃ)

রাসূল সাঃ বলেছেন- মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইসলাম আবার মদিনায় ফিরে আসবে ঠিক যেমন সাপ তাঁর গর্তে ফিরে যায়।
— সহি বুখারী হাদীস নং ১৮৭৬

অসহায়াত্ব রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়।
— শাবিব তাশফি

👉”আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন”
— সূরা ত্বলাক: আয়াত ৭

ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্লিকান্ডের সূত্রপাত হয়।
— ইবনুল কাইয়্যিম রহঃ

মুসলিম আমি, সংগ্রামি আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাওকে মানি না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর,নারায়ে তাকবীর !!

সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।

Also Read: স্মরনীয় উক্তি স্ট্যাটাস ক্যাপশন

একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়। আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়।

ইসলামিক বাণী, উক্তি, এসএমএস 

আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ।
— আল হাদিস

রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।
— তিরমিজি, হাদিস নং ২৩২৮

বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ।
— আল হাদিস

একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব॥ তার ভাইয়ের জন্য সম্মান॥ স্বামীর জন্য সম্পদ॥ তার সন্তানদের জন্য আদর্শ মা॥

আল্লাহ তা-আলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায়, তখন পেরেশানি থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা।
— মুফতি মুহাম্মদ শফী রহঃ

👉”হে আল্লাহ্! আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি”
— সূরা মারইয়াম: আয়াত ৪

যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।

নতুন আশা, নতুন দিন,আজকে হল জুমার দিন।লাগছে ভাল ছাড়বো ঘর,মসজিদে যাবো ১২ টার পর।আকাশে সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পরতে লাগবে ভালো। সকলকে জুম্মা মোবারক

জীবন সাজাই নামায দিয়ে,মন সাজাই ঈমান দিয়ে,শরীর সাজাই নবীর সুন্নতদিয়ে,আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!জুম্মা মোবারাক।

◆GP: দূরত্ব যতইহোক মসজিদে যান ।◆Banglalink: আমরানামাজ পড়েছি, আপনিপড়েছেন তো৷◆Airtel: নামাজের টানে মসজিদে আনে৷◆Robi: জেগে উঠুনআযানের ডাকে৷

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না ।
— শেখ সাদী (রঃ)

যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় , আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। — মিশকাত

সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাঃ প্রদর্শিত পদ্ধতি। — সহীহ মুসলিম

ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না..!! – আল কোরআন

সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.

ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও ।
— হযরত সুলাইমান (আ:)

আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় ।
— ইবনে সিনা

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে ।
— হযরত আলী (রাঃ)

পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর ।
— হযরত আলী (রাঃ)

ইসলামিক কিছু কথা স্ট্যাটাস ক্যাপশন

সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে ।
— হযরত মুহাম্মদ (সাঃ)

জান্নাতের নেটওয়ার্কহল”ইসলাম”,:::সিম হল”ঈমান”। :::বোনাস হল”রমযান”,:: :রিচার্জ হল”নামাজ”,::আর হেলপ লাইনহল”কোরআন”।

আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না।
— আইয়্যুব আস সাখতিয়ানি রাহিমাহুল্লাহ

মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।

আল্লাহ” বলেছেন” যে” ব্যক্তি” আমার”ভয়ে”১ফোটা”চোখের”পানি”ফেলবে”আমি”আল্লাহ”তার জন্য”জাহান্নামের” আগুন” হারাম” করে”দিবে

ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়.

মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ).

হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ

হে নারী ! তুমি মা, তোমায় শ্রদ্ধা করি। তুমি বোন, তোমায় সম্মান করি। তুমি বউ, তোমায় ভালবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃনা করি।

আল্লাহ তায়ালা বলেছে, তোমরা ছলনা ছলে ও মিথ্যা কথা বলো না।

হযরত মোহামমদ (সাঃ) বলেছেন ২টা জিনিষ কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা ১=কোরআন ২=হাদিস ,ইহা ১০০% সত্য.

জানি পুলিশ করবে হামলা,হবে জেল মামলা|জানি বুলেট পর্র্বে বুকে,তবুও মোরা দারাবো রুখে|দিবো লক্ষ প্রাণ,তবুও”কোরাআন”হোক সংবিধান

গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। ஜஜ জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। ஜஜ জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। ஜஜ হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।

যাকে ভয় করি..!!তার নাম হাশর…!!!যাকে বিশ্বাস করি..!!তার নাম কুরআন…!!!যার কাছে আমি ঋণী..!!তার নাম মা…!!! যাঁকে নেতা মানি…!!তিনি হলেন রাসূল(স)…!!যার কাছে মাথা নতকরি..!!তিনি হলেন আল্লাহ”’!!!

যে ব্যক্তি ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তাঁর জন্য অনেক বড় একটা সুযোগ।
— মুহাম্মদ ইবনে উসাইমিন, ১৯/১৮৩

যখন তোমারা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে।
— মুসনাদে আহমাদে

রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না।
— বুখারী, ৫০৯৬

রাসূলুল্লাহ সা; বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি।
— তাবরানি-৭৫১

অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।
— আবুল হাসানাত কাসিম

সবচেয়ে উপকারী একটি ঔষধ হলো (দোয়া করতে থাকা) লেগে থাকা।
— আল জাওয়াবুল কাফী, ১১

নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।
— হযরত সুলাইমান (আঃ)

গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী।
— বইঃ আল্লাহর প্রতি সুধারনা

👉”এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের”
— সূরা বাক্বারা: আয়াত ১৫৫

নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।
— হযরত আলী (রাঃ)

যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না ।
— হযরত আলী (রাঃ)

পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে , দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে , কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে ।
— আল-হাদিস

অভ্যাসকে জয় করাই পরম বিজয় ।
— হযরত আলী (রাঃ)

যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না ।
— হযরত আলী (রাঃ)

উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হতে ক্ষরিত হয়ে ব্যথিত এর ব্যাথা দূর করে ।
— আল হাদিস

👉”আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহ্’র সমীপেই নিবেদন করছি”
— সূরা ইউসুফ: আয়াত ৮৬

👉”সে কিছুই হারায়নি যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে”
— ড. বিলাল ফিলিপ্স

👉”একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহ্’র রহমত থেকে নিরাশ হয় না”
— সূরা ইউসুফ: আয়াত ৮৭

যদি আপনি রোগাক্রান্ত হন, তবে এই রোগ সেই সত্তার কাছ থেকেই এসেছে, যিনি আপনাকে ভালোবাসেন।
— বইঃ বিপদ যখন নিয়ামত ২

👉“যে পবিত্র থাকতে চায়, তাকে আল্লাহ পবিত্র রাখেন”
— সহীহ বুখারী

নিশ্চই আল্লাহ তা’আলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন।
— শু’আবুল ঈমান-৮৬৬

যে রব (আল্লাহ্‌) গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন।
— শাইখ আলী জাবের আল ফীকি হাফিযাহুল্লাহ

👉”সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ”
— হযরত আলী (রাঃ)

সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যখন দেখবেন জান্নাত গোটা দুনিয়ার চেয়ে কয়েকগুণ বড় কিন্তু সেখানে আপনার জন্য কোন জায়গা নেই।

আমি যাকে তাঁর প্রাপ্য সম্মানের চেয়ে যতটুকু অতিরিক্ত সম্মান দিয়েছি, সে আমার ঠিক ততটুকু ক্ষতি করেছে।
— ইমাম শাফিয়ি রাহিঃ

গান বাজনা Delete করনামায রোজা Save করখারাপ পোস্ট Cut করভাল পোস্ট Share করভিন্ন ধর্মকে Respect করইসলাম ধর্ম Open কর।

👉”আল্লাহ্ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না”
— সূরা বাক্বারা: আয়াত ২৮৬

ইয়া রাব্বী, জান্নাতে যেতে পারি এমন কোন আমল আমার নেই। আবার জাহান্নামে এক মুহূর্ত কাটাতে পারবো এমন শক্তিও আমার নেই।
— মোহাম্মদ জাভেদ কায়সার রাহিমাহুল্লাহ

👉”জেনে রেখো, আল্লাহ্’র সাহায্য নিকটে”
— সূরা বাক্বারা: আয়াত ২১৪

বুদ্ধিমান ঐ ব্যক্তি, যে নিজের হিসাব গ্রহন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম (নির্বোধ) ঐ ব্যক্তি, যে প্রবৃত্তির অনুসরন করে আর আল্লাহ তা’আলার কাছে অযৌক্তিক আশা করে।
— জামে তিরমিযী ২/৭২

👉”দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি”
— উমার ইবনুল খাত্তাব (রা)

যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
— সহীহ আত-তারগীব হা/৭৩৬

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে ধর্মীয় উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।

Leave a Comment