ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?
ব্যাটারির রেটিং (Rating of Battery) বলতে উহার ভোল্টেজ, অ্যাম্পিয়ার-আওয়ার ক্যাপাসিটি, ডিসচার্জ হার বা রেট ইত্যাদিকে বোঝায়। একটি ব্যাটারির রেটিং এ উহার ভোল্টেজ ক্যাপাসিটি, অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি অর্থাৎ কত ঘন্টায় কী পরিমাণ অ্যাম্পিয়ার সরবরাহ দিতে সক্ষম, কীভাবে চার্জ করতে হবে তা উল্লেখ থাকবে। একটি ব্যাটারির রেটিং ১২ ভোল্ট, ৮০ অ্যাম্পিয়ার-আওয়ার বলতে বোঝায়, উহা ১২ ভোল্টের লোডে সংযুক্ত করা যাবে এবং লোড ৮ অ্যাম্পিয়ার হারে ১০ ঘন্টা চলতে সক্ষম।
ব্যাটারির রেটিং দুই ভাবে প্রকাশ করা হয়। যথা:- (ক) কারেন্ট রেটিং (Current Rating) এবং ভোল্টেজ রেটিং (Voltage Rating)।
কারেন্ট রেটিং : কোন নির্দিষ্ট হারে ব্যবহৃত সময়ে কারেন্ট সরবরাহের ক্ষমতাকে ব্যাটারির কারেন্ট রেটিং বলে। ইহা ব্যাটারির গঠন এর উপর নির্ভর করে। অর্থাৎ সেলে ব্যবহৃত এ্যাকটিভ পদার্থের পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভর করে।
ভোল্টেজ রেটিং : কোন নির্দিষ্ট হারে ব্যবহৃত সময়ের জন্য ভোল্টেজ সরবরাহের ক্ষমতাকে ব্যাটারির ভোল্টেজ রেটিং বলে। ইহা ব্যাটারিতে ব্যবহৃত এ্যাকটিভ পদার্থের ধরণ ও গুণাগুণের উপর নির্ভর করে।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”ব্যাটারির রেটিং বলতে কী বোঝায়? ব্যাটারির রেটিং কিভাবে লেখা হয়?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।