অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য কি? -নতুন তথ্য

অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য কি? -নতুন তথ্য

অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য কি?

অণুপরমাণু
অণু মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট রক্ষাকারী ক্ষুদ্রতম কণা।রক্ষাকারী অত্যন্ত ক্ষুদ্রতম    কণা।পক্ষান্তরে পরমাণু মৌলিক পদার্থের বৈশিষ্ট
অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না।পক্ষান্তরে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে।
অণুর স্বাধীন সত্তা আছে।পক্ষান্তরে অধিকাংশ পরমাণুর স্বধীন সত্তা নেই।
অণুকে বিশ্লেষণ করলে একই বা ভিন্ন প্রকারের পরমাণু পাওয়া যায়।পক্ষান্তরে পরমাণুকে অধিক বিভক্ত করলে মৌলের নিজস্ব স্বাতন্ত্র্য লোপ পায়।
অণু স্থায়ী। পক্ষান্তরে পরমাণু অস্থায়ী

অণু

অণু শব্দের অর্থ ক্ষুদ্র। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ পদার্থের ধর্মাবলী অক্ষুন্ন রেখে     স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে।

পরমাণু

‘পরম’ শব্দের অর্থ অত্যন্ত আর অণু শব্দের অর্থ ক্ষুদ্র। পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র। মৌলিক পদার্থের যে     ক্ষুদ্রতম কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে এবং যার মধ্যে মৌলিক পদার্থটির সকল ভৌত ও     রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে।

আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য অণু ও পরমাণু এর মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)

Leave a Comment