RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি? -নতুন তথ্য

RAM ও ROM এর মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় RAM ও ROM এর মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক RAM ও ROM এর মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি? -নতুন তথ্য

RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি?

RAMROM
Ram এর পূর্ণ রূপ হলো Random Access MemoryROM এর পূর্ণ রূপ হলো Read Only Memory ।
Ram কে ভোলাটাইল মেমোরি বলা হয়ROM কে নন-ভোলাটাইল মেমোরি বলা হয় ।
RAM হলো প্রাইমারী স্টোরেজROM হলো সেকেন্ডারি স্টোরেজ ।
RAM এর তথ্য(ডাটার সমষ্টি) কম্পিউটার প্রসেসর সরাসরি এক্সেস করতে পারেROM এর তথ্য(ডাটার সমষ্টি)কম্পিউটার প্রসেসর সরাসরি এক্সেস করতে পারে না । এর জন্য প্রথমে তথ্য(ডাটার সমষ্টি) কে RAM এ পাঠাতে , তারপর এক্সিকিউট হয় ।
RAM এ সংরক্ষণকৃত ডাটা Read ও Write উভয়ই করা যায়ROM এ সংরক্ষণকৃত ডাটা শুধু Read করা যায় ।
RAM মেমরি ব্যবহৃত হয় টেম্পোরারি স্টোরেজ হিসেবেROM মেমরি ব্যবহৃত হয় পারমানেন্ট স্টোরেজ হিসেবে ।

র‌্যাম (RAM)

কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ নিয়ে র‌্যাম এলাকা গঠিত। র‌্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। র‌্যামে সব ধরনের লেখা ও পড়া যায়। র‌্যামে তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে, ফলে র‌্যামের সব তথ্য অস্থায়ীভাবে থাকে। বিদ্যুৎ চলাচল বন্ধ হলে কিংবা অন্য কোনো কারণে কম্পিউটার ব্যবহার বন্ধ হয়ে গেলে র‌্যামে থাকা ডেটা ও প্রোগ্রাম মুছে যায়। কম্পিউটার আবার চালু করলেও ঐসব তথ্য ফিরে পাওয়া যায় না। এজন্য র‌্যামকে কম্পিউটারের অস্থায়ী মেমোরি বলা হয়। আর তাই কাজ করার সময় কিছুক্ষণ পর পর তথ্য বা ডেটা সেভ (Save) করতে হয়। র‌্যাম দু’ধরনের হয়। যথ– DRAM (Dynamic RAM) ও SRAM (Static RAM)

রম (ROM)

রম হচ্ছে কম্পিউটারের নিজস্ব মেমোরি কেন্দ্র। কম্পিউটার রম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। রমের মেমোরিতে রাখা কোনো তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য রমকে কম্পিউটারের স্থায়ী মেমোরি বলা হয়। কম্পিউটারের রম যত বেশি হবে কম্পিউটার তত কঠিন কাজও অতি দ্রুত করতে সক্ষম হবে।

আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য RAM ও ROM এর মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব RAM ও ROM এর মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)

Leave a Comment