CV এবং RESUME এর মধ্যে পার্থক্য কি?

CV এবং RESUME এর মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় CV এবং RESUME এর মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক CV এবং RESUME এর মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

CV এবং RESUME এর মধ্যে পার্থক্য কি?

CV এবং RESUME এর মধ্যে পার্থক্য কি?

CVRESUME
CV বলতে বিস্তারিত জীবন বৃত্তান্ত বুঝায়।আর resume বলতে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বুঝায়।
যদি কোনো চাকরির বিজ্ঞাপনে লেখা থাকে, please send us your CV। তাহলে পূর্ণাঙ্গ বা বিস্তারিত জীবন বৃত্তান্ত পাঠানো উচিৎ।অন্যদিকে আর যদি লেখা থাকে, please send us your resume তাহলে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তটি পাঠানো উচিৎ।
যুক্তরাজ্য, আইয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের অধিকাংশ দেশে Curriculum vitae (CV) শব্দটি বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে আমেরিকা ও কানাডায় ‘resume’ শব্দটি বেশি ব্যবহৃত হয়।
সিভিতে আপনার পার্সোনাল ডিটেইলস থাকতে পারে।অন্যদিকে রেজ্যুমতে থাকবে না।
 সিভি কিছুটা দীর্ঘ হয়।অন্যদিকে রেজ্যুম খুব শর্ট হয় সিভির তুলনায়।
সিভিতে আপনার একাডেমিক যোগ্যতাকে ফোকাস করা হয়আর রেজ্যুমতে আপনার স্কিলের উপর ফোকাস করা হয়।
রেজ্যুমে ও সিভির মূল অংশগুলো একই রকমের। রেজ্যুমে মূলত এক বা দুই পৃষ্ঠায় লেখা হয়। অন্যদিকে সিভির লেখায় পৃষ্ঠার সীমাবদ্ধতা নেই এবং স্বাভাবিকভাবেই বিবরনগুলোও হয় তুলনামূলক বিস্তারিত, এমনকি এখানে কয়েকজন সম্মানিত ব্যক্তির নাম-ঠিকানা (রেফারেন্স) উল্লেখ করা হয়ে থাকে। সাধারণত, মধ্যম বা উচ্চস্তরের চাকুরি (ক্যারিয়ার) অথবা ফেলোশীপের জন্য সিভি লেখা হয়।

CV (curriculam vitae)

চাকরির আবদনে করতে হলে জীবন বৃত্তান্ত খুবই জরুরী। জীবন বৃত্তান্তকে ইংরেজিতে curriculum vitae’ বলা হয়। এটি ল্যাটিন শব্দ (Curriculum Vitæ) থেকে এসেছে। এর অর্থ course of life. Curriculum vitae কে সংক্ষেপে CV বলা হয়। যুক্তরাজ্য, আইয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের অধিকাংশ দেশে Curriculum vitae (CV) শব্দটি বেশি ব্যবহৃত হয়। এটিকে Bio-data ও বলা হয়।

রেজ্যুম (Resume)

আমেরিকা ও কানাডায় ‘resume’ শব্দটি বেশি ব্যবহৃত হয়। Resume শব্দটি ল্যাটিন শব্দ résumé থেকে এসেছে। রেজ্যুমে হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তিগত, শিক্ষাগত, পেশা আর যোগ্যতার তথ্য একনজরে তুলে ধরার কৌশল। এটিকে একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত বিজ্ঞাপনও বলা হয়।

আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য CV এবং RESUME এর মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব CV এবং RESUME এর মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)

Leave a Comment