আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় সিবিআই এবং সিআইডির মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক সিবিআই এবং সিআইডির মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
সিবিআই এবং সিআইডির মধ্যে পার্থক্য কি? New Concept
সিআইডি | সিবিআই |
---|---|
সিআইডি একটি দেশের মধ্যে ফৌজদারি মামলা তদন্ত করে | সিবিআই জাতীয় স্বার্থে দুর্নীতি ও কেলেংকারির মতো অর্থনৈতিক সমস্যা নিয়ে কাজ করে। |
সিআইডি ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয় | সিবিআই ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। |
সিআইডি ফোরেন্সিক্স, অ্যান্টি-ড্রাগিকস, অ্যান্টি-ব্যাংকিং জালিয়াতি এবং মানব পাচারের মতো বিভাগগুলিকে পরিচালনা করে থাকে | সিবিআই দুর্নীতি বিরোধী, অর্থনৈতিক অপরাধ, এবং প্রশাসনিক বিভাগের মতো বিভাগগুলি পরিচালনা করে থাকে। |
সিআইডি একটি দেশের মধ্যে পরিচালনা করে | সিবিআই দেশের অভ্যন্তরে এবং বাইরে উভয় পরিচালনা করে। |
সিআইডি পরিচালিত মামলাগুলি রাজ্য সরকার বা হাইকোর্টকে হস্তান্তর করা হয় | তবে সিবিআই পরিচালিত মামলাগুলি কেন্দ্রীয় সরকার বা সুপ্রিম কোর্টের হাতে হস্তান্তর করা হয়। |
আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য সিবিআই এবং সিআইডির মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব সিবিআই এবং সিআইডির মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)