Cinaron Plus এর কাজ কি? | Cinaron Plus খাওয়ার নিয়ম কি? | Cinaron Plus এর দাম কত? | Cinaron Plus এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? | Cinaron Plus এর উপকারিতা কি? | সিনারন প্লাস ট্যাবলেট কি রোগের ঔষধ?

Cinaron Plus: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Cinaron Plus এর কাজ কি,Cinaron Plus খাওয়ার নিয়ম,Cinaron Plus এর দাম,Cinaron Plus এর উপকারিতা,Cinaron Plus এর পার্শ্ব প্রতিক্রিয়া

সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।

Cinaron Plus এর উপকারিতা, Cinaron Plus এর কাজ কি, Cinaron Plus এর দাম, Cinaron Plus এর পার্শ্ব প্রতিক্রিয়া, Cinaron Plus খাওয়ার নিয়ম

Cinaron Plus এর কাজ কি?

সিনারন® গ্লাস ট্যাবলেটে আছে সিনারিজিন এবং ডাইমেনহাইড্রিনেট ।মস্তিষ্কের কেন্দ্রীয় ও পারিপার্শ্বিক ( পেরিফেরাল ) রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত বিভিন্ন রোগ ও উপসর্গের দ্রুত চিকিৎসায় সিনারিজিন অত্যন্ত কার্যকরী এবং রক্ত চলাচলের অসুবিধাহেতু সৃষ্ট মাথাব্যথা , যেমন- মাইগ্রেনের আক্রমণ থেকে রোগীকে রক্ষা করে ।

Cinaron Plus এর দাম কত?

Cinaron Plus ট্যাবলেট প্রতি পিসের দামঃ২.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।

সিনারন প্লাস ট্যাবলেট কি রোগের ঔষধ?

এছাড়া সিনারিজিন শ্রবণ যন্ত্রের বিভিন্ন অসুবিধায় , যেমন- ভার্টিগো , টিনিটাস এবং অন্যান্য অটোনমিক উপসর্গ , যেমন- বমি , বমিবমি ভাব , হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে গেলে ব্যবহার করা যায় । ডাইমেনহাইড্রিনেট এ্যান্টিহিস্টামিন ও এ্যান্টিকোলিনার্জিক বৈশিষ্ট্য বহন করে । ইহা কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে প্রভাবিত করার মাধ্যমে বমি ও ঘূর্ণিরোগ প্রশমিত করে ।

Cinaron Plus খাওয়ার নিয়ম কি?

Cinaron Plus ট্যাবলেট সাধারণ বয়ষ্ক মাত্রা: ১টি ট্যাবলেট দিনে ৩ বার খাবারের পর। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ১৮ বছরের নিচে শিশুদের জন্য নির্দেশিত নয়।

বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।

সিনারন প্লাস ট্যাবলট এর কার্য্যকারিতা

মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ

  • মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা , ঝিমুনি , কানে ভোঁ ভোঁ শব্দ , মাথা ব্যথা , অনিদ্রা , স্মরণশক্তি লোপ পাওয়া , অমনোযোগিতা এবং বয়োঃবৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গসমূহ ।
  • পোষ্ট আপপ্‌লেকটিক ব্যাধি ।
  • মাইগ্রেন ।
  • মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ ।

পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধাসমূহ

মাংসপেশীর তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারণে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গসমূহ , যেমন- গ্যাংগ্রিন – এর পূর্ববর্তী অবস্থায় , রাত্রিকালীন খিঁচুনি , হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া , অবসন্নতা , ভেরিকোস সৃষ্ট ক্ষত ।

ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ

  • কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তিবোধ , মাথাঘোরা , কানে কম শোনা , মাথা ঝিম ঝিম করা , কানে অস্বস্তিকর শব্দ শোনা , অনিচ্ছাকৃত চোখ ঘোরা , বমিভাব বা বমি হওয়া ।
  • ভ্রমণ জনিত অসুস্থতায় ।

Cinaron Plus এর উপকারিতা কি?

এই ব্যাপারে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।

Cinaron Plus এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?

বিশেষজ্ঞদের জানা মতে কোনরূপ অনুপযোগিতা এখনো জানা যায়নি , তবে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঘুমঘুম ভাব বা কিমুনি এবং পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্য কদাচিৎ দেখা দিতে পারে । সঠিক গ্রহণমাত্রা নির্ণীত হলে এবং পরিমিত মাত্রায় নিয়মিত সেবনে এসব অসুবিধা থাকে না । অন্যসকল নির্দেশিত ওষুধের সাথেও সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেটের সমন্বয় খাওয়ানো যায় ।

আশা করি আপনাদের এই বিষয়টি ‘Cinaron Plus এর কাজ কি,Cinaron Plus খাওয়ার নিয়ম,Cinaron Plus এর দাম,Cinaron Plus এর উপকারিতা,Cinaron Plus এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Cinaron Plus এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।

Also Read: Celebrex 200/100 mg এর কাজ কি

নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।

Leave a Comment