Cinaron tablet: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Cinaron tablet এর কাজ কি,Cinaron tablet খাওয়ার নিয়ম,Cinaron tablet এর দাম,Cinaron tablet এর উপকারিতা,Cinaron tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
Cinaron tablet এর কাজ কি?
Cinaron tablet মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘাত জনিত রোগ সমূহ : যেমন-
ক) মস্তিষ্কের রক্তবাহী নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গ সমূহ;
খ) মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গ সমূহ;
গ) স্ট্রোক পরবর্তী উপসর্গ সমূহ;
ঘ) মাইগ্রেন
ঙ) পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘাত জনিত অসুবিধা সমূহ : যেমন- রক্তনালীর সংকোচন ও রক্ত সরবরাহের প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গ সমূহ : যেমন গ্যাংগ্রিন পূর্ববর্তী অবস্থায়, রাত্রিকালীন খিঁচুনি, হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত ও ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গসমূহ।
Cinaron tablet এর দাম কত?
Cinaron tablet প্রতি পিসের দামঃ১.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।
Cinaron tablet খাওয়ার নিয়ম কি?
Cinaron tablet Cinnarizine ১৫ থেকে ৩০ মি.গ্রা. দিনে ৩ বার সেব্য।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
Cinaron tablet এর উপকারিতা কি?
এই ব্যাপারে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।
Also Read: Cinaron Plus এর কাজ কি
Cinaron tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
মাথা ঘোরানো, ঘুম ঘুম ভাব ও পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা,অত্যন্ত বিরল ক্ষেত্রে হতে পারে।
আশা করি আপনাদের এই বিষয়টি ‘Cinaron tablet এর কাজ কি,Cinaron tablet খাওয়ার নিয়ম,Cinaron tablet এর দাম,Cinaron tablet এর উপকারিতা,Cinaron tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Cinaron tablet এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।