Cortan 10/5 এর কাজ কি? | Cortan 10/5 খাওয়ার নিয়ম কি? | Cortan 10/5 এর দাম কত? | Cortan 10/5 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? | Cortan 10/5 এর উপকারিতা কি?

Cortan 10/5: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি হয়তবা অসুস্থ, তাই বিভিন্ন ঔষধ এর ব্যাপারে খোজাখুজি করছেন। আপনি বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করছেন। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Cortan 10/5 এর কাজ কি,Cortan 10/5 কিসের ঔষধ, Cortan 10/5 খাওয়ার নিয়ম,Cortan 10/5 এর দাম,Cortan 10/5 এর উপকারিতা,Cortan 10/5 এর পার্শ্ব প্রতিক্রিয়া

সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।

Cortan 10/5 এর কাজ কি?

Cortan 10/5 এর কাজ কি?

Cortan ট্যাবলেট ১. এন্ডোক্রাইন ডিজঅর্ডার : কনজেনিটাল এড্রেনাল হাইপারপাসিয়া, ক্যানসার জনিত হাইপারক্যালসিমিয়া, নন্ সাপুরেটিভ থাইরয়েডাইটিস।

২. রিউম্যাটিক ডিজঅর্ডার : সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এ্যাকিউট ননস্পেসেফিক টেনোসাইনোভাইটিস, আঘাত পরবর্তী অস্টিওআর্থ্রাইটিস, এপিকন্ডাইলাইটিস।

৩. কোলাজেন ডিজিস : সিস্টেমিক লুপাস ইরাইদেমেটোসাস, সিস্টেমিক ডারমাটোমায়োসাইটিস, এ্যাকিউট রিউম্যাটিক কার্ডাইটিস।

৪. চর্মরোগ: পেমফিংগাস, বুলাস ডারমাটাইটিস হারপেটিফরমিস, স্টিভেন জনসন সিন্ড্রোম, এক্সফোলিয়েটিভ ডারমাটাইটিস, মাইকোসিস ফাংগোয়েস, মারাত্মক সোরিয়াসিস, মারাত্মক সোরিয়াটিক ডার্মাটাইটিস। ৫. এ্যালার্জি : এ্যালার্জিক রাইনাইটিস, ব্রংকিয়াল এ্যাজমা, কনটাক্ট ডার্মাটাইটিস, সেরাম সিক্লেস, ওষুধের অতি সংবেদনশীলতা।

৬. চোখের রোগ : এ্যালার্জিক কর্ণিয়াল আলসার, হারপিস জোস্টার অপথ্যালমিকাস, ইউভিয়াইটিস এবং কোরোয়েডাইটিস, কেরাটাইটিস, কোরিওরেটিনাইটিস, আইরাইটিস এবং আইরিডো সাইকাইটিস।

৭. শ্বসনতন্ত্রের রোগ : সারকোয়েডোসিস, লোয়েফ্লার সিন্ড্রোম, বেরিলিওসিস, মারাত্মক যক্ষ্মায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে যক্ষ্মার অন্য চিকিৎসার পাশাপাশি, এ্যাসপিরেশন নিউমোনিয়া।

৮. হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার : ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, সেকেন্ডারী থ্রম্বোসাইটোপেনিয়া, হেমোলাইটিক এ্যানিমিয়া, কনজেনিটাল হাইপোপাস্টিক এ্যানিমিয়া।

৯. নিওপাস্টিক ডিজিস : লিউকেমিয়া এবং লিম্ফোমা।

১০. ইডেমাজনিত অবস্থা : লুপাস ইরাইদেমেটোসাস অথবা নেফ্রোটিক সিন্ড্রোম জনিত প্রোটিনিউরিয়ার ক্ষেত্রে ডাইউরেসিস করতে ব্যবহৃত হয়।

১১. গ্যাস্ট্রোইন্টেসটিনাল ডিজিস : আলসারেটিভ কোলাইটিস,রিজিওনাল এন্টারাইটিস।

১২. স্নায়ুতন্ত্রের রোগ : মাল্টিপল স্ক্লেরোসিস এর লক্ষণCortan আব্কারে দেখা দিলে।

১৩. অন্যান্য : টিউবারকুলাস মেনিনজাইটিস, স্নায়ুতন্ত্র অথবা হৃৎপিণ্ডের সাথে সম্পৃক্ত ট্রাইকিনোসিস।

Cortan 10/5 এর দাম কত?

Cortan ১০ ট্যাবলেট প্রতি পিসের দামঃ-৩.২৩ টাকা।

Cortan ৫ ট্যাবলেট প্রতি পিসের দামঃ-১.৮১ টাকা।

এই দাম একটু কম বেশি হতে পারে।

Cortan 10/5 খাওয়ার নিয়ম কি?

Cortan ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী

বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।

Cortan 10/5 এর উপকারিতা কি?

Cortan 10/5 এর এই বিষয়ে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।

Cortan 10/5 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?

ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইট : সোডিয়াম রিটেনশন, ফ্লুইড রিটেনশন, কনজেসটিভ হার্ট ফেইলিউর, হাইপোক্যালেমিক অ্যালক্যালোসিস, হাইপারটেনশন। অস্থি ও মাংসপেশী: মাংসপেশীর দুর্বলতা, স্টেরয়েড মায়োপ্যাথি, মাংসপেশী শুকিয়ে যাওয়া, অস্টিওপোরোসিস, টেন্ডোন ছিড়ে যাওয়া, ভার্টিব্রাল কম্প্রেসন ফ্র্যাকচার, লম্বা অস্থিসমূহের প্যাথলোজিক্যাল ফ্রাকচার।

পাকস্থলী ও পরিপাকতন্ত্র : পারফোরেসন এবং রক্তপাতের সম্ভাবনাসহ পেপটিক আলসার, প্যানক্রিয়েটাইটিস, পেট ফুলে যাওয়া, বিভিন্ন এনজাইম যেমন- অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেজ অ্যালক্যালাইন ফসফাটেজ ইত্যাদির বেড়ে যাওয়া। ত্বক : দেরীতে ঘা শুকানো, ত্বক সহজে ফেটে যাওয়া, ত্বকের লালচে দাগ, মুখশ্রীতে লালচে দাগ, অতিরিক্ত ঘাম। বিপাক : প্রোটিনের ক্যাটাবলিজম বেশী হওয়ার দরুন নাইট্রোজেনের পরিমান কমে যাওয়া।

স্নায়ুতন্ত্র : প্যাপিলিডিমাসহ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাওয়া,খিঁচুনী, মাথা ঘুরা, মাথা ব্যথা

এটোক্রাইন : অনিয়মিত মাসিক, কুশিনয়েড স্টেট, শিশুদের দৈহিক বৃদ্ধিতে বাধা, সুপ্ত বহুমুত্র রোগের লক্ষণ। চোখ : পোস্টরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, ইন্ট্রাঅকুলার প্রেসার বৃদ্ধি, গ্লুকোমা, এক্সঅপথ্যালমাস। অন্যান্য : আর্টিক্যারিয়া এবং অন্যান্য অ্যালার্জি,অ্যাণাফাইলেকটিক এবং অতি সংবেদনশীলতার রিএ্যাকশন।

আশা করি আপনাদের এই বিষয়টি ‘Cortan 10/5 এর কাজ কি,Cortan 10/5 খাওয়ার নিয়ম,Cortan 10/5 এর দাম,Cortan 10/5 এর উপকারিতা,Cortan 10/5 এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Cortan 10/5 এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।

নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।

Leave a Comment