megafil 5 mg এর কাজ কি? | megafil 5 mg খাওয়ার নিয়ম কি? | megafil 5 mg এর দাম কত? | megafil 5 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? | megafil 5 mg এর উপকারিতা কি?

megafil 5 mg: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি হয়তবা অসুস্থ, তাই বিভিন্ন ঔষধ এর ব্যাপারে খোজাখুজি করছেন। আপনি বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করছেন। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো megafil 5 mg এর কাজ কি,megafil 5 mg কিসের ঔষধ, megafil 5 mg খাওয়ার নিয়ম,megafil 5 mg এর দাম,megafil 5 mg এর উপকারিতা,megafil 5 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া

সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।

megafil 5 mg এর কাজ কি?

megafil 5 mg এর কাজ কি?

মেগাফিল লিঙ্গত্থান জনিত অক্ষমতার চিকিৎসায় সেব্য । ইরেক্টাইল ডিসফাংশন , বিনাইল প্রোস্টোটক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট ইরেকটাইল ডিসফাংশন এর চিকিৎসায় নির্দেশিত

megafil 5 mg এর দাম কত?

  • মেগাফিল ১০মি.গ্রা. প্রতি পিস এর মূল্য ৩৫.০০ টাকা
  • মেগাফিল ২০মি.গ্রা. প্রতি পিস এর মূল্য ৬০.০০ টাকা।

এই দাম একটু কম বেশি হতে পারে।

megafil 5 mg খাওয়ার নিয়ম কি?

মেগাফিল লিঙ্গত্থান জনিত অক্ষমতার চিকিৎসায় সেব্য । ইরেক্টাইল ডিসফাংশন , বিনাইল প্রোস্টোটক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট ইরেকটাইল ডিসফাংশন এর চিকিৎসায় নির্দেশিত

মেগাফিল ৫ এমজি (megafil 5 mg) খাওয়ার নিয়ম
প্রাথমিকভাবে বেশির ভাগ রোগীর ক্ষেত্রে ইনটিমেট ১০ মি.গ্রা . যৌন উত্তেজনা বৃদ্ধিতে নির্দেশিত হয় ।

প্রত্যেক রোগীর সহনশীলতা এবং কার্যক্ষমতা এর উপর নির্ভর করে মাত্রা ২০ মি.গ্রা . পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অথবা ৫ মি.গ্রা এ কমিয়ে আনা যেতে পারে ।

বেশির ভাগ রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহারের মাত্রা দিনে একবার ।

খাদ্যের সাথে ব্যবহার Tadalafil সেবনের উপর খাদ্য গ্রহণের তেমন প্রভাব নেই ।

বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে । ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন ।

আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন ।।

megafil 5 mg এর উপকারিতা কি?

megafil 5 mg এর এই বিষয়ে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।

megafil 5 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?

সবচেয়ে বেশী প্রতিবেদিত পার্শ্ব – প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা , ঝিম ঝিম ভাব , ফ্লাশিং এবং বদহজম । ব্যাক পেইন , মায়ালজিয়া , চোখের পাতা ফুলে যাওয়া এগুলো বিরল পার্শ্ব – প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য । টাডালাফিলের পার্শ্ব – প্রতিক্রিয়ার সচরাচর ক্ষনস্থায়ী এবং সাধারনত সামান্য থেকে মাঝারী ।

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে ( প্রতি ১০০ জনে ১-১০জন ) । মুখমন্ডল জ্বালাপোড়া করা , বদহজম , ঝাপসা দৃষ্টি আলোক সংবেদনশীলতা , স্টাফিনোজ এবং মাথা ঘোরা ।

খুব কম ঘটে এমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অছে বমি , ত্বকের ফুঁসকুড়ি , চোখের পিছনে রক্তক্ষরণ , রক্তলাল চোখ , চোখে ব্য চোখে দুটো দেখা , চোখে অস্বাভাবিক অনুভূতি অসম অথবা দ্রুত হৃদস্পন্দন , মাংশপেশীতে ব্যথা , ঘুমঘুমভাব , স্পর্শানুভূতি কমে যাওয়া , মাথা ঘোরা , কানে শব্দ হওয়া , বমিবমি ভাব , মুখে শুষ্কানুভূতি , বুকে ব্যথা , ক্লান্তি অনুভূতি ।

আশা করি আপনাদের এই বিষয়টি ‘megafil 5 mg এর কাজ কি,megafil 5 mg খাওয়ার নিয়ম,megafil 5 mg এর দাম,megafil 5 mg এর উপকারিতা,megafil 5 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি megafil 5 mg এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।

নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।

Leave a Comment