সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য কি?

সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য কি?

সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য কি?

সাম্য বলঅসাম্য বল
কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, তখন এই বলগুলোকে সাম্য বল বলে। অন্যদিকে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধির মান ও দিক থাকে তখন এই ধরনের বলকে অসাম্য বল বলে।
সাম্য বল স্থির বস্তুতে স্থির থাকবে এবং চলন্ত বস্তুর আগের বেগে একইভাবে চলতে থাকবেঅন্যদিকে অসাম্য বল স্থির বস্তু বড় বলের দিকে চলা শুরু করবে এবং চলন্ত বস্তুর দ্রুতি ও দিক পরিবর্তন হবে।
সাম্য বলের ক্ষেত্রে দুটি বল ক্রিয়া করলে একে অপরের সমান ও বল দুটি বিপরীত দিকে ক্রিয়া করবে। অন্যদিকে অসাম্য বলের ক্ষেত্রে দুটি বল ক্রিয়া করলে এক অপরের অসমান ও বল দুটি একই দিকে বা বিপরীত দিকে ক্রিয়া করবে।
সাম্য বলে মোট লব্ধি বল শূন্য।অন্যদিকে অসাম্য মোট লব্ধি বল অশূন্য।
সাম্য বলের জন্য বস্তুর কোনো ত্বরণ হয় না। অন্যদিকে অসাম্য বলের জন্য বস্তুর ত্বরণ সৃষ্টি হয়।

সাম্য বলঃ

একাধিক বল কোন বস্তুর উপর ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় । বস্তুটির কোন ত্বরন না হয়, তখন আমরা বলি বস্তুটি সাম্যাবস্থায় আছে। আর যে বলগুলো এ সাম্যবস্থার তৈরি করে তাদেরকে সাম্য বল বলে। র্থাৎ বল প্রয়োগ করার পর যদি কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তবে সেটা সাম্য বল।

অসাম্য বলঃ

একাধিক বল কোন বস্তুর উপর ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় তবে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে। যে বলগুলো এ অবস্থার পরিবর্তনঘটায় তাকে অসাম্য বল বলে। এখন যদি সুতাটি কেটে দেয়া হয় তবে সুতার টানটা বল আর লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করবে না। গোলকটির উপর একমাত্র অভিকর্ষীয় বল ক্রিয়া করবে। ফলে গোলকের মধ্যে ত্বরণের সৃষ্টি হবে এবং গোলকটি ত্বরণ সহকারে নিচের দিকে পড়বে। এখানে অভিকর্ষ বল বা বস্তুর ওজন হচ্ছে অসাম্য বল।

আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য সাম্য বল ও অসাম্য বলের মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)

Leave a Comment